নতুন কিংবা রিনিউ আবেদন করেছেন পাসপোর্টের জন্য? অনলাইনে ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক করে বর্তমান অবস্থা জানুন। এই ব্লগটি পড়লে ই পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত সবকিছু জানতে পারবেন। সম্প্রতি যারা বায়োমেট্রিক ভেরিফিকেশন করেছেন তারা এসএমএস এর মাধ্যমে পাসপোর্ট এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে পারবেন।
ই পাসপোর্ট চেক করার মাধ্যমে পাসপোর্ট হয়েছে কিনা জানতে পারবেন। পাশাপাশি কখন ডেলিভারি পাবেন সেটাও জানতে পারবেন। এজন্য আপনাকে অনলাইনে নতুন পাসপোর্ট চেক করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তাহলে ঘরে বসে অনলাইনে দুই মিনিটে পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস জানতে পারবেন। তাছাড়া পাসপোর্ট হয়েছে কিনা চেক করে দেখতে পারবেন।
ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে যা যা লাগে
আপনার পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন দুই পদ্ধতিতে। যথা: অনলাইন পদ্ধতি এবং এসএমএস পদ্ধতি। দুটি পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। ই-পাসপোর্ট চেক করার জন্য কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রয়োজন হবে। যথা:
- Online Registration ID (OID): অনলাইন আবেদন কপিতে আপনি এটি খুঁজে পাবেন।
- Application ID: পাসপোর্ট অফিসে বায়োমেট্রিক ভেরিফিকেশন করার পর ডেলিভারি স্লিপ দেওয়া হয়। সেখানে আপনি অ্যাপ্লিকেশন আইডি খুঁজে পাবেন।
- (Dob) Date Of Birth: আবেদনকারীর পাসপোর্ট অনুযায়ী সঠিক জন্ম নিবন্ধন তারিখ প্রয়োজন হবে। পাসপোর্টের আবেদনে জন্ম তারিখ অবশ্যই ভোটার আইডি কার্ড অনুসারে প্রদান করতে হবে।
পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট চেক করতে হলে জন্ম তারিখ, অ্যাপ্লিকেশন আইডি এবং অনলাইন রেজিস্ট্রেশন আইডি প্রয়োজন হবে। এসব ইনফরমেশন সংগ্রহ করার পর আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে অনলাইনে ই-পাসপোর্ট চেক করতে হবে:
- পাসপোর্ট হয়েছে কিনা চেক করার জন্য প্রথমে বাংলাদেশ সরকারের পাসপোর্টের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ই-পাসপোর্ট চেক লিংকে ভিজিট করার পর নিম্নরূপ একটি পেইজ আপনার সামনে আসবে। সেখানে কিছু ইনফরমেশন দেওয়ার পর পাসপোর্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন।
- এই পেইজে আপনাকে Online Registration ID বা Application ID ও Date of birth সঠিকভাবে বসাতে হবে।
- এরপর আপনাকে একটি হিউমান ক্যাপচা সমাধান করতে হবে। ক্যাপচাটি সঠিকভাবে সমাধান করার পর “Check” অপশনে ক্লিক দিতে হবে। তবেই আপনার ই-পাসপোর্টের সর্বশেষ অবস্থা আপনার সামনে নতুন পেইজে চলে আসবে।
- পাসপোর্টের স্ট্যাটাস চেক করে আপনি বুঝতে পারবেন বর্তমানে কোন অবস্থায় রয়েছে। কোন সমস্যা হলে আপনি বুঝতে পারবেন। পাসপোর্ট প্রিন্ট হলে ডেলিভারির ডেট দেখতে পারবেন। পরে আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন।
SMS দিয়ে ই পাসপোর্ট চেক করার নিয়ম
অনলাইনে ই পাসপোর্ট চেক করতে ব্যর্থ হলে এসএমএস দিয়ে ই-পাসপোর্ট হয়েছে কিনা চেক করতে পারবেন। তাছাড়া যাদের স্মার্টফোন নেই তারা বাটন ফোন দিয়ে এসএমএস এর মাধ্যমে ঘরে বসে খুব সহজে এই কাজটি করতে পারবেন। SMS দিয়ে ই পাসপোর্ট চেক করার জন্য প্রথমে আপনাকে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে START <space> EPP <space> Application ID লিখে 16445 নাম্বারে পাঠাতে হবে।
উদাহরণস্বরূপ: START EPP 000000 এভাবে লিখে 16445 নাম্বারে পাঠাতে হবে। অ্যাপ্লিকেশন আইডির জায়গায় সঠিকভাবে আপনার অ্যাপ্লিকেশন নম্বরটি বসাবেন। ফিরতি এসএমএস এ পাসপোর্টের সর্বশেষ অবস্থা জানিয়ে দিবে।