বর্তমানে বাংলাদেশে ই-পাসপোর্টের প্রচলন শুরু হয়েছে। দেশের প্রতিটি জেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করা যায়। তবে রিনিউ করলে এমআরপি পাসপোর্ট কনভার্ট হয়ে ই-পাসপোর্ট হবে। নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর অবশ্যই রিনিউ করতে হবে। নতুবা সেটি আর কোন কাজে লাগবে না। নবায়ন করার পর আপনি সেটি ব্যবহার করতে পারবেন।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম জেনে খুব সহজে ঘরে বসে অনলাইনে রিনিউ ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। পাশাপাশি আপনাকে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে তা জানতে হবে। রিনিউ আবেদন আবেদন করার পর আপনি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে নবায়নকৃত পাসপোর্টটি সংগ্রহ করতে পারবেন।
পাসপোর্ট রিনিউ করার নিয়ম
পাসপোর্ট সাধারণত দুই প্রকারের হয়ে থাকে। যেমন: এমআরপি পাসপোর্ট এবং ই-পাসপোর্ট। যারা পূর্বে এমআরপি পাসপোর্ট তৈরি করেছিলেন তারা রিনিউ করলে ই-পাসপোর্ট পাবেন। নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করলে পাসপোর্ট রিনিউ করতে পারবেন:
- প্রথমে আপনাকে পাসপোর্ট তৈরি করার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি সরাসরি “Passport Renew” এই লিংকে ক্লিক করে কাঙ্খিত ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন।
- তারপর আপনাকে “Apply Online for e-Passport/ Re-Issue” অপশনে ক্লিক দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। নতুন পাসপোর্ট তৈরি করতে যেভাবে আবেদন করতে হয় ঠিক সেভাবে পাসপোর্ট রিনিউ করার আবেদন করতে হবে। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে আপনার ইতোমধ্যে মেশিন রিডেবল পাসপোর্ট রয়েছে।
- প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে আপনাকে অনলাইনে পাসপোর্ট রিনিউ করার ফরম সঠিকভাবে পূরণ করতে হবে। রিনিউ করার সময় খেয়াল রাখতে হবে আপনার ব্যক্তিগত তথ্য যেন আপনার জাতীয় পরিচয় পত্র অনুযায়ী দেওয়া হয়।
- পূর্ববর্তী পাসপোর্টের নাম্বার চাইলে সেটি বসাবেন। তাহলে আপনার সকল ইনফরমেশন চলে আসবে।
- আপনার বুঝতে সমস্যা হলে নতুন পাসপোর্ট করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জেনে নিন। তাহলে ছবিসহ ভালোভাবে সবকিছু বুঝতে পারবেন।
- পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে জেনে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্ট সংযুক্ত করে সাবমিট করতে হবে।
- অনলাইনে পাসপোর্ট রিনিউ করা ফরম পূরণ করার পর আপনাকে রিনিউ ফি পরিশোধ করতে হবে। আপনি বিভিন্ন ধরনের পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে ফি পরিশোধ করতে পারবেন।
- এরপর আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে যেতে হবে। আপনি বুঝতে না পারলে অবশ্যই ভিডিওটি দেখবেন। আশা করি, সবকিছু ভালোভাবে বুঝতে পারবেন।
পাসপোর্ট রিনিউ করার নিয়মাবলী (ভিডিও)
পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে
পাসপোর্ট রিনিউ করতে বিভিন্ন ধরনের কাগজপত্রের প্রয়োজন হয়। বয়স, বৈবাহিক অবস্থা এবং বর্তমান অবস্থানের উপর নির্ভর করে পাসপোর্ট রিনিউ করতে কি কি লাগে সেটা পরিবর্তিত হতে পারে। তাছাড়া সরকারি চাকরিজীবী হলে আলাদা কিছু কাগজপত্র প্রয়োজন হয়। একজন অভিজ্ঞ মানুষের কাছ থেকে ভালোভাবে সবকিছু জেনে যাবেন। প্রয়োজনে পাসপোর্ট করতে কি কি লাগে সেটা জেনে সকল কাগজপত্র নিয়ে পাসপোর্ট অফিসে পাসপোর্ট রিনিউ করতে যাবেন। তবে অনলাইনে রিনিউ আবেদন করতে কি কি লাগবে সেগুলো আপনি অনলাইনে ওয়েবসাইট থেকে জেনে নিতে পারবেন।
ক্রমিক নম্বর | প্রয়োজনীয় কাগজপত্র |
---|---|
১ | আবেদনপত্রের প্রিন্টেড কপি |
২ | পাসপোর্ট রিনিউ ফি পরিশোধের রশিদ |
৩ | জাতীয় পরিচয় পত্র অথবা অনলাইন জন্ম নিবন্ধন সার্টিফিকেট ইংরেজি |
৪ | পুরাতন পাসপোর্টের মেইন কপি ও ফটোকপি |
৫ | সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO অথবা NOC |
৬ | রেজিস্ট্রেশন ফরম |
আরও পড়ুন: পাসপোর্ট হয়েছে কিনা চেক
পাসপোর্ট রিনিউ করার খরচ
পাসপোর্ট রিনিউ করার ফি নতুন পাসপোর্ট ইস্যুর সমান। তাই পাসপোর্ট রিনিউ করার ফি আলাদা হয় না। পৃষ্ঠা ও ডেলিভারির ভিত্তিতে আগের খরচই হয়ে থাকে।
পাসপোর্টের মেয়াদ | পৃষ্ঠা সংখ্যা | Regular Fee | Express Fee | Super Express Fee |
---|---|---|---|---|
৫ বছর | ৪৮ পৃষ্ঠা | ৪,০২৫ টাকা | ৬,৩২৫ টাকা | ৮,৬২৫ টাকা |
৫ বছর | ৬৪ পৃষ্ঠা | ৬,৩২৫ টাকা | ৮,৬২৫ টাকা | ১২,০৭৫ টাকা |
১০ বছর | ৪৮ পৃষ্ঠা | ৫,৭৫০ টাকা | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা |
১০ বছর | ৬৪ পৃষ্ঠা | ৮,০৫০ টাকা | ১০,৩৫০ টাকা | ১৩,৮০০ টাকা |
পাসপোর্ট রিনিউ করতে কত দিন লাগে
পাসপোর্ট রিনিউ করার সময় নির্ভর করে রিনিউ ফি এর উপর। আপনি যদি রেগুলার রিনিউ ফি প্রদান করেন তাহলে পাসপোর্ট রিনিউ করতে ১৫ থেকে ২১ দিন লাগে। এক্সপ্রেস রিনিউ ফি প্রদান করলে ১০ দিনের মধ্যে পাসপোর্ট ডেলিভারি করা হয়। তবে কেউ যদি সুপার এক্সপ্রেস রিনিউ ফি পরিশোধ করে তবে ২ দিনের ভেতরে পাসপোর্ট রিনিউ করে ডেলিভারি করে দেওয়া হয়।