পোল্যান্ড কাজের বেতন কত (যেতে কত টাকা লাগে)

বাংলাদেশ থেকে অনেকেই পোল্যান্ডে যেতে আগ্রহী। কেউ হয়তো পোল্যান্ড জব ভিসা নিয়ে যাবে আবার কেউ হয়তো পোল্যান্ড স্টুডেন্ট ভিসা নিয়ে যাবে। আপনি যে উদ্দেশ্য নিয়েই যান না কেন, আপনি যদি দেশটিতে পড়াশোনা কিংবা জব করতে চান তাহলে অবশ্যই আপনাকে পোল্যান্ড কাজের বেতন কত জানতে হবে। পাশাপাশি আরো জানতে হবে পোল্যান্ড যেতে কত টাকা লাগে।

তাহলে আপনি এজেন্সি এবং দালালের দ্বারা প্রতারিত হবেন না। পূর্ব-মধ্য ইউরোপের বাল্টিক সাগরের দক্ষিণ তীরে অবস্থিত পোল্যান্ড। দেশটি জার্মানির পূর্বে, রাশিয়ার পশ্চিমে, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার দক্ষিণে, ইউক্রেন ও বেলারুশের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। দেশটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এর সদস্য দেশ। তবে সেনজেনভুক্ত দেশ নয়।

দেশটির অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন কাজের সুযোগ তৈরি হচ্ছে। তবে পশ্চিম ইউরোপের তুলনায় পোল্যান্ডে কাজের বেতন তুলনামূলকভাবে কম। তবে বাংলাদেশ এবং এশিয়ার অন্যান্য দেশের চেয়ে কয়েকগুণ বেশি। যখন পোল্যান্ড কাজের বেতন কত জানবেন তখন বিষয়টি আপনার কাছে পরিষ্কার হবে।

পোল্যান্ড কাজের বেতন কত

ইউরোপীয় ইউনিয়নের প্রতিটি দেশে বেতনের সর্বনিম্ন কাঠামো সরকার কর্তৃক নির্ধারিত রয়েছে। তাই এই দেশটিতেও সর্বনিম্ন বেতন কাঠামো রয়েছে। বর্তমানে পোল্যান্ডে কাজের সর্বনিম্ন মাসিক বেতন ১০৬০ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ১ লক্ষ ১৬ হাজার টাকা। দেশটির কর্মীরা প্রতিমাসে গড় বেতন পাচ্ছে ১৮১৩ ডলার যা বাংলাদেশী মুদ্রায় প্রায় ২ লক্ষ টাকা। আশাকরি অনুমান করতে পেরেছেন পোল্যান্ডের বেতন কত হয়।

এছাড়া আপনার কাজের ধরন, যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে বেতন কম বেশি হবে। দেশটিতে সাধারণত সপ্তাহে ৪০ ঘন্টা ডিউটি করতে হয়। দেশটিতে বছরে ১৫০ ঘন্টার বেশি ওভারটাইম কাজ করা যায় না। আপনি চাইলে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে পোল্যান্ড কাজের ভিসা নিয়ে যেতে পারবেন।

আরও পড়ুন: বাংলাদেশ থেকে পোল্যান্ড যাওয়ার নিয়ম

পোল্যান্ড যেতে কত টাকা লাগে

পোল্যান্ড কাজের বেতন কত জানার পর অবশ্যই আপনাকে জানতে হবে পোল্যান্ড যেতে কত টাকা লাগে। এটি ইউরোপের ইইউ (EU) দেশ। যার কারণে দেশটিতে যেতে খরচ একটু বেশি হয়ে থাকে। পোল্যান্ড ভিসা খরচ জানার পর বিষয়টি আপনি বুঝতে পারবেন। সরকারিভাবে দালাল ছাড়া পোল্যান্ডে যেতে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা লাগে। অন্যদিকে বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের সহযোগিতায় যেতে ৮ লক্ষ থেকে ১২ লক্ষ টাকা লাগে।

পোল্যান্ড ভিসা খরচ
ক্রমিক নম্বর ভিসা ক্যাটাগরি ভিসার দাম (টাকা)
স্টুডেন্ট ভিসা ৩-৪ লক্ষ
ওয়ার্ক পারমিট ভিসা ৪-১২ লক্ষ
ভিজিট ভিসা ২-৩ লক্ষ

আরও পড়ুন: পোল্যান্ড যেতে কত বয়স লাগে

পোল্যান্ডে কোন কাজের চাহিদা বেশি

পোল্যান্ডে বেতন কত জানার পর অবশ্যই আপনাকে পোল্যান্ড কোন কাজের চাহিদা বেশি জানতে হবে। তাহলে আপনাকে দেশটিতে গিয়ে কাজের অভাবে বসে থাকতে হবে না। দেশটিতে যাওয়ার আগে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যেতে হবে। কারণ প্রতিটি দেশে দক্ষ এবং অভিজ্ঞ কর্মী চাহিদা রয়েছে। এধরনের কর্মীদের বেতন অদক্ষ এবং অনভিজ্ঞ কর্মীদের চেয়ে বেশি হয়ে থাকে। জেনে রাখুন পোল্যান্ডে যেসব কাজের চাহিদা সবচেয়ে বেশি:

  • ফ্যাক্টরি ওয়ার্কার
  • ক্লিনার
  • আইটি
  • সেলসম্যান
  • ফুড ডেলিভারি ম্যান
  • কন্সট্রাকশন
  • প্লাম্বার
  • ড্রাইভিং
  • ইলেকট্রিশিয়ান

আরও পড়ুন: পোল্যান্ড থেকে কোন কোন দেশে যাওয়া যায়

Leave a Comment