ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে প্রতিবছর হাজার হাজার লোক পবিত্র নগরীর দেশ সৌদি আরবে কাজের উদ্দেশে যায়। অনেক সময় প্রবাসে কর্মরত শ্রমিকেরা মালিকের চুক্তি অনুযায়ী বেতন পান না। আবার অনেকে সেখানে গিয়ে কাজ খুঁজে পান না।
তাই যারা কাজের উদ্দেশ্য সৌদি আরবে পাড়ি জমাতে চান তাদের উচিত যাওয়ার আগে সৌদি আরবে কোন কাজের বেতন বেশি জেনে নেওয়া।এছাড়া আপনি যদি সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি জানেন তবে সেই অনুযায়ী উক্ত কাজে দক্ষ হয়ে প্রবাসে যেতে পারবেন।
তাহলে ভাল বেতনে সৌদি আরবে কাজ করতে পারবেন এবং কোন সময় কাজের অভাব হবে না। কারণ নতুন অবস্থায় বেশিরভাগ সৌদি প্রবাসীরা কাজ খুঁজে পায় না। বিশেষ করে যারা সৌদি আরব ফ্রি ভিসা নিয়ে যায়। তাই অবশ্যই আপনি এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়বেন। তাহলে সৌদি আরবে বেতন কত সেটাও জানতে পারবেন।
সৌদি আরব বেতন কত
সৌদি সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কর্মী নিয়োগ দিয়ে থাকে। বিশ্বে প্রবাসীদের সর্বাধিক বেতন দিয়ে থাকে এই দেশের সরকার। যদিও গত বছরের তুলনায় কর্মীদের বেতন তিন শতাংশ কমেছে তার পরেও তারা বেতন প্রদানের দিক দিয়ে শীর্ষস্থানে রয়েছে। কাজের ধরন অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরির ভিসা অফার করে থাকে এই দেশের সরকার। কাজের ধরন অনুযায়ী কর্মীদের বেতন আলাদা হয়ে থাকে। এছাড়া কর্মীদের দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে বেতন কম বেশি হয়ে থাকে।
সৌদি আরব হোটেল ভিসা বেতন কত
বর্তমানে সৌদি আরবে হোটেল ভিসার সর্বনিম্ন বেতন ১,৩০০ রিয়াল। এই চাকরিতে মোট ডিউটি টাইম আট ঘন্টা। তবে ওভারটাইম করার সুযোগ রয়েছে। আবাসিক হোটেল ভিসায় আপনি ফুল টাইম কাজ করতে পারবেন কিন্তু খাওয়া-দাওয়া সবকিছু সম্পূর্ণ নিজের। সৌদি আরব হোটেল ভিসা পেতে হলে আপনার বয়সসীমা হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। এই ভিসাধারীদের আকামা, বাসস্থান, মেডিকেল ও ইন্সুরেন্স খরচ সম্পূর্ণ কোম্পানি বহন করে থাকে। এছাড়া কোম্পানি দুই বছর পর পর বাংলাদেশে আসা যাওয়ার বিমানের টিকিট খরচ দিয়ে থাকে ।
সৌদি আরব ড্রাইভিং ভিসা বেতন কত
যারা ড্রাইভিং ভিসা নিয়ে সৌদি আরবে যেতে চান তাদের অবশ্যই বেতনে জেনে নেওয়া উচিত। সৌদিতে এই ধরনের কাজে অনেক চাহিদা রয়েছে। তাই এই ভিসা নিয়ে গেলে তুলনামূলক বেতন বেশি পাবেন এবং নানা ধরনের সুযোগ সুবিধা রয়েছে। এই দেশে একজন ড্রাইভারের বেতন ১,৩৫০ রিয়েল থেকে ১,৫০০ রিয়াল হয়ে থাকে। এই ভিসা নিয়ে সৌদি আরবে গেলে ভালো বেতনে কাজ করতে পারবেন।
সৌদি আরব রেস্টুরেন্ট বেতন কত
রেস্টুরেন্ট কাজে অনেক সুযোগ সুবিধা পাওয়া যায়। সাধারণত বেসিক ডিউটি দশ ঘন্টা হয়ে থাকে এবং অতিরিক্ত দুই ঘন্টা ওভারটাইম হিসেবে কাজ করা যায়। এ ধরনের কাজে সাধারণত থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি। খুব অল্প খরচে রেস্টুরেন্ট ভিসা পাওয়া যায়। সৌদি আরবে রেস্টুরেন্ট জবের বেতন ১২০০ থেকে ২০০০ রিয়াল পর্যন্ত হয়ে থাকে। পাশাপাশি যদি কাস্টমারদের সন্তুষ্ট করতে পারেন তাহলে অতিরিক্ত টিপস পাওয়া যায়।
সৌদি আরব ক্লিনার ভিসা বেতন কত
প্রতি বছর সৌদি সরকার বিভিন্ন দেশ থেকে ক্লিনার নিয়োগ দিয়ে থাকে। ক্লিনারের কাজ হলো বাসা-বাড়ি, অফিস, আদালত, বিমানবন্দর, রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এই ভিসার মাধ্যমে দক্ষ এবং অদক্ষ কর্মীরা কাজের সুযোগ পায়। সরকারিভাবে গেলে খুব কম খরচে যেতে পারবেন। যাদের কোন দক্ষতা নেই তাদের জন্য এই ভিসাটি ভালো হবে। সৌদি আরবে একজন ক্লিনারের বেতন হয়ে থাকে ১০০০ থেকে ১৫০০ রিয়াল।
এছাড়া সৌদি আরবে আরো অনেক ধরনের কাজ রয়েছে যেগুলোর বেতন টেবিলে তুলে ধরা হলো:
ক্রমিক নম্বর | কাজের নাম | আনুমানিক মাসিক বেতন (রিয়াল) |
---|---|---|
১ | ইলেকট্রিশিয়ান | ১৩৫০-১৫০০ |
২ | প্লাম্বার | ১৫০০-২০০০ |
৩ | অটোমোবাইল | ১৫০০-১৮০০ |
৪ | টেকনিশিয়ান | ১৩০০-১৮০০ |
৫ | ওয়েল্ডিং শ্রমিক | ১২০০-১৬০০ |
৬ | কনস্ট্রাকশন শ্রমিক | ১২০০-১৫০০ |
৭ | গৃহকর্মী | ১০০০-১৫০০ |
৮ | ফ্যাক্টরি শ্রমিক | ১৫০০-২০০০ |
৯ | কোম্পানি ভিসা | ২০০০-৩০০০ |
সৌদি আরবে কোন কাজের বেতন বেশি
সৌদিতে অনেক ধরনের কাজ রয়েছে। সব কাজের বেতন এক নয়। কাজের ধরন অনুযায়ী বেতন কাঠামো আলাদা হয়ে থাকে। এছাড়া একজন কর্মীর কাজের অভিজ্ঞতা, যোগ্যতা ও দক্ষতার উপর ভিত্তি করে কাজের বেতন কম-বেশি হয়। আপনি যদি সৌদি আরবে বেশি বেতনের কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে দক্ষ কর্মী হতে হবে। তাহলে সৌদি আরবের বিভিন্ন কোম্পানিতে বেশি বেতন কাজের সুযোগ পাবেন। অদক্ষ শ্রমিকদের সৌদি আরবে বেতন কম হয়ে থাকে। প্রবাসীদের সৌদি আরবে যেসব কাজের বেতন বেশি সেসব কাজের তালিকা ক্রমানুসারে টেবিলে উল্লেখ করা হলো:
ক্রমিক নম্বর | কাজের নাম |
---|---|
১ | ইলেকট্রিশিয়ান |
২ | প্লাম্বার |
৩ | অটোমোবাইল |
৪ | টেকনিশিয়ান |
৫ | ওয়েল্ডিং শ্রমিক |
আরও পড়ুন: সৌদি আরব কোন ভিসা ভালো
সৌদি আরবে কোন কাজের চাহিদা বেশি
সৌদি আরবে প্রবাসীদের জন্য অনেক ধরনের কাজ রয়েছে। কারণ সৌদি নাগরিকরা সাধারণত কাজ কম করে থাকে। যার কারণে এই দেশের সরকার প্রতি বছর বিভিন্ন মুসলিম দেশ থেকে লক্ষ লক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। সৌদি আরবে প্রায় সব ধরনের কাজের চাহিদা রয়েছে। শ্রমিকদের মধ্যে যারা দক্ষ তাদের চাহিদা সব সময় বেশি থাকে এবং বেতন বেশি হয়ে থাকে। তবে কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা সৌদি আরবে সব সময় বেশি থাকে। এমন বেশি চাহিদাসম্পন্ন কিছু কাজের নাম টেবিলে উল্লেখ করা হলো:
ক্রমিক নম্বর | কাজের নাম |
---|---|
১ | ইলেকট্রিশিয়ান |
২ | অটোমোবাইল সার্ভিসিং |
৩ | প্লাম্বার |
৪ | কনস্ট্রাকশন |
৫ | রংমিস্ত্রি |
How go to Saudi Arabia for officiall the publication.