সৌদি আরবের টাকার মান কত ২০২৪

সৌদি আরব মুসলিম দেশ। এটি বিশ্বের বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ। যার কারণে দেশটির অর্থনীতি মূলত তেলের উপর নির্ভরশীল। অনেকেই ধনী এই দেশটিতে যাওয়ার আগে সৌদি আরবের টাকার মান কত জানতে ইন্টারনেটে সার্চ করে থাকে। দেশটির অর্থনীতিতে প্রবাসী শ্রমিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।বাঙালি অনেক মুসলমান কাজের জন্য দেশটিতে পাড়ি জমাতে চায়। এজন্য মূলত সৌদি আরবের টাকার মান কত জানতে হয়। কারণ দেশের মুদ্রার মান বেশি হলে সাধারণত দেশটি উন্নত হয়ে থাকে।

তবে মনে রাখবেন, এই ধারণাটি সকল ক্ষেত্রে সঠিক হয় না। দেশটি উন্নত নাকি অনুন্নত সেটা জানতে হলে দেশটির সর্বনিম্ন মাসিক আয় জানতে হবে। সৌদি আরবের টাকার মান জানলেই আপনি বুঝতে পারবেন না দেশটি আসলে কেমন। কারণ অনেক দেশের টাকার মান বেশি কিন্তু বেতন কম। আবার অনেক দেশের টাকার মান কম তবে বেতন অনেক বেশি পাওয়া যায়। উদাহরণস্বরূপ: জাপান, দক্ষিণ কোরিয়া।

সৌদি আরবের টাকার মান কত

সৌদি আরব দেশটি ধনী রাষ্ট্র কিন্তু উন্নত নয়। কারণ দেশটির বেশিরভাগই প্রযুক্তি উন্নত দেশ থেকে কিনে আনা হয়েছে। তবে দেশটি তেল নির্ভর হওয়ায় মুদ্রার মান মধ্যম ধরনের রয়েছে। যারা বাংলাদেশ থেকে দেশটিতে যেতে চান তারা অবশ্যই সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত জেনে নিবেন। কারণ মুদ্রা যত বেশি শক্তিশালী হবে বিনিময় করলে তত বেশি বাংলাদেশী টাকা পাবেন। তবে দেশটিতে যাওয়ার পূর্বে অবশ্যই দেশটিতে বেতন কত জানা অত্যন্ত দরকার। নিচের টেবিলটি দেখলে সৌদি আরবের টাকার রেট কত ভালোভাবে বুঝতে পারবেন।

সৌদি রিয়াল টু বাংলাদেশী টাকা
সৌদি রিয়াল বাংলাদেশী টাকা
১ রিয়াল ৩১.১৮ টাকা
১০ রিয়াল ৩১১.৮ টাকা
১০০ রিয়াল ৩,১১৮ টাকা
১০০০ রিয়াল ৩১,১৮০ টাকা

সৌদি আরবের ১ টাকা বাংলাদেশের কত টাকা

সৌদি আরবের টাকার মান বাংলাদেশের চেয়ে অনেক বেশি। দেশটির মুদ্রার নাম রিয়াল। বর্তমানে ১ সৌদি রিয়াল সমান ৩১.১৮ বাংলাদেশী টাকা। তবে একটা বিষয় মনে রাখবেন, টাকার রেট প্রতিদিন পরিবর্তিত হয়ে থাকে। তবে পরিবর্তনটা খুব বেশি পরিমাণ হবে না। কিন্তু দেশে টাকা পাঠানোর পূর্বে অবশ্যই সৌদি আরবের টাকার সঠিক রেট জানতে হবে। কষ্টে উপার্জিত টাকা পই পই হিসাব করে পরিবারের কাছে পাঠাতে হবে।

সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত

সৌদিতে অনেক বাঙালি প্রবাসী রয়েছে। তাদের কষ্টে উপার্জিত টাকা প্রতি মাসেই দেশে পাঠাতে হয়। একেকজনে একেক পরিমাণ টাকা দেশে পাঠিয়ে থাকে। নিজ দেশে টাকা পাঠানোর আগে অনেকেই সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের কত টাকা জানতে চায়। বর্তমানে সৌদি আরবের ১০০ টাকা বাংলাদেশের বাংলাদেশের ৩,১১৮ টাকার সমান। এই রেট আপনি ব্যাংকিং চ্যানেলে পাঠালে পাবেন। তবে নন-ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে আরও বেশি রেট পাওয়া যায়।

সৌদি আরব সম্পর্কে আরও আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
সৌদি আরবে কোন কাজের বেতন ও চাহিদা বেশি
সৌদি আরব কোন ভিসা ভালো
সৌদি আরবে সর্বনিম্ন বেতন কত
সৌদি আরব ভিসা আবেদন প্রক্রিয়া
সৌদি আরবের কোম্পানি নাম

Leave a Comment