সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায়

সার্বিয়া থেকে বেশিরভাগ মানুষ ইউরোপের সেনজেনভুক্ত বিভিন্ন দেশে যেতে চায়। কারণ সার্বিয়া ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনভুক্ত কোন দেশ নয়। যার ফলে এই দেশের জীবনযাত্রার মান কম উন্নত। কাজের বেতন কম। এজন্য বেশিরভাগ মানুষের স্বপ্ন থাকে সার্বিয়া থেকে ফ্রান্স পাড়ি জমানোর। ফ্রান্স শক্তিশালী একটি রাষ্ট্র। এই দেশের জীবনযাত্রার মান তুলনামূলক অনেক উন্নত।

ফ্রান্সে কাজের বেতন বেশি হয়ে থাকে। কর্মসংস্থানের সুযোগ বেশি। এসব সুযোগ-সুবিধার কারণে সার্বিয়ার বাঙালি প্রবাসীরা ফ্রান্সে বৈধ এবং অবৈধ উপায়ে যেতে চায়। আপনিও যদি সার্বিয়া থেকে ফ্রান্সে যেতে চান তবে এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়বেন। তাহলে সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত গাইডলাইন পাবেন। কারণ এই আর্টিকেলে সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার বৈধ এবং অবৈধ উপায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।

সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার উপায়

স্বপ্নের দেশ ফ্রান্সে আপনি বৈধ এবং অবৈধভাবে যেতে পারবেন। অবৈধভাবে যাওয়ার দুইটি মাধ্যম রয়েছে। লরিতে এবং ট্যাক্সিতে যাওয়া। লরিতে গেলে জীবনের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। টাকা হারানোর ভয় বেশি থাকে। তবে ট্যাক্সিতে তুলনামূলক জীবনের ঝুঁকি কম থাকে। তবে দুটি মাধ্যমই ঝুঁকিপূর্ণ। বৈধভাবে সার্বিয়া থেকে ফ্রান্স যাওয়ার জন্য আপনাকে প্রথমে সার্বিয়াতে বৈধভাবে কয়েক মাস কাজ করতে হবে।

টিআরসি (TRC) কার্ড পাওয়ার পূর্ব পর্যন্ত আপনাকে সার্বিয়াতে কাজ করতে হবে। এই কার্ড পাওয়ার ৪ থেকে ৬ মাস পরে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে বৈধভাবে যেতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে সেনজেন ভিসার জন্য আবেদন করতে হয়। আপনার কপাল ভালো থাকলে ৫ দিন থেকে ৭ দিনের মধ্যে সার্বিয়া টু ই ফ্রান্স গেম সম্পন্ন করতে পারবেন। তবে অনেকের ৩৫ দিন পর্যন্ত সময় লাগে।

আবার অনেকেই পথিমধ্যে মারা যায়। অনেকে বারবার পুলিশের কাছে ধরা খাওয়ার কারণে ফিরে আসে। এই মাধ্যমে যেতে হলে দালালের সাথে চুক্তি করতে হবে। দালাল প্রথমে আপনাকে সার্বিয়ার বসনিয়া থেকে স্লোভেনিয়ার বর্ডারে নিয়ে যাবে। এই বর্ডার থেকে আপনাকে ইতালিতে যেতে হবে। এরপর ইতালি থেকে আপনাকে ফ্রান্সে যেতে হবে। পরিচিত বন্ধুবান্ধব কিংবা আত্মীয়স্বজন না থাকলে ভুলেও অবৈধভাবে ইউরোপের কোনো দেশে যাবেন না।

আরও পড়ুন: ফ্রান্সে নাগরিকত্ব পাওয়ার উপায়

সার্বিয়া থেকে ফ্রান্স যেতে কি কি লাগে

  • এক বছর মেয়াদী ডিজিটাল পাসপোর্ট
  • ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • টিআর কার্ড
  • আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা
  • ফ্রান্স ভিসা আবেদন ফি
  • ফ্রান্স ভিসা আবেদন ফরম
  • স্কিল সার্টিফিকেট (যদি লাগে)
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ (যদি লাগে)

আরও পড়ুন: ফ্রান্সে বেতন কত

সার্বিয়া থেকে ফ্রান্স যেতে কত টাকা লাগে

সার্বিয়া টু ইতালি গেম দিতে খুব বেশি টাকা লাগে না। ২ লক্ষ থেকে তিন লক্ষ টাকা খরচ করে সার্বিয়া থেকে ফ্রান্সে অবৈধভাবে যাওয়া যায়। এজন্য অবশ্যই দালালের সহযোগিতা লাগবে। তবে অবৈধভাবে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে দুর্গম পথ পাড়ি দিতে হবে।

তবে আপনার যদি টিআর কার্ড থাকে তবে আপনি বৈধভাবে ফ্রান্সে যেতে পারবেন। বৈধভাবে সার্বিয়া থেকে ফ্রান্সে যেতে ৫ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা লাগে। কারো কারো ক্ষেত্রে টাকা কম কিংবা বেশি লাগতে পারে। কারণ সার্বিয়া থেকে ফ্রান্স দেওয়ার খরচ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আলাদা হয়ে থাকে। এছাড়া দালাল কিংবা এজেন্সি ভেদে ভিসা খরচের তারতম্য হয়ে থাকে।

আরও পড়ুন: সার্বিয়া থেকে ইতালি যাওয়ার উপায়

Leave a Comment