সার্বিয়া বেতন কত এবং যেতে কত টাকা লাগে [সর্বশেষ আপডেট]

সার্বিয়া ইউরোপ মহাদেশের একটি দেশ। তবে এটি সেনজেন ভুক্ত নয় আবার ইউরোপীয় ইউনিয়ন ভুক্তও দেশ নয়। এই দেশে নিজস্ব মুদ্রা ‘দিনার’ চলমান। যারা কাজের জন্য ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে যেতে চান তাদের উচিত হবে সার্বিয়া বেতন কত জেনে যাওয়া। পাশাপাশি জেনে যাবেন সার্বিয়া যেতে কত টাকা লাগে। তাহলে প্রতারিত হওয়ার কোন সম্ভাবনা থাকবে না।

সার্বিয়া ইউরোপের উন্নয়নশীল একটি দেশ। এই দেশের সাথে এখনও কসোভোর একটি অমীমাংসিত সীমান্ত রয়েছে। তবে এখানে বেকারত্বের হার তুলনামূলকভাবে কম। যার কারণে আপনার কাজ পাওয়ার সম্ভাবনা বেশি। তবে কাজের জন্য গেলে ইউরোপীয় ইউনিয়ন এবং সেনজেনভুক্ত অন্যান্য দেশের তুলনায় কম বেতন পাবেন। কারণ সার্বিয়া সর্বনিম্ন বেতন তুলনামূলক কম।

সার্বিয়া সর্বনিম্ন বেতন কত

সার্বিয়ার টাকার মান বাংলাদেশের টাকার মানের সমান। উন্নয়নশীল দেশ সার্বিয়ার কাজের সর্বনিম্ন বেতন  ৬৪,৪৭৪ টাকা। কাজের বেসিক ডিউটি সাধারণত সপ্তাহে ৪০ ঘন্টা। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে এই ডিউটি দীর্ঘতর হতে পারে। যেমন: কৃষি এবং কনস্ট্রাকশনের কাজ। অতিরিক্ত সময় কাজ করলে অবশ্যই ওভারটাইম হিসেবে মজুরি পাবেন। পাশাপাশি ছুটির দিনে চাইলেও ওভারটাইম কাজ করতে পারবেন। বাৎসরিক ছুটি পাবেন প্রায় ২০ দিন। আপনি যদি কোম্পানিতে কাজ করেন তাহলে সপ্তাহে দুইদিন অফিসিয়াল ছুটি পাবেন।

সার্বিয়া বেতন কত

সার্বিয়া বেতন কত হবে সেটা নির্ভর করবে শ্রমিকের কাজের ধরন, শিক্ষাগত যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা ইত্যাদি বিষয়ের উপর। সাধারণত প্রতিটি দেশে শহর অঞ্চলে কাজের বেতন বেশি হয়ে থাকে। আবার আপনি যদি বড় কোন কোম্পানিতে চাকরি করতে পারেন তাহলে একটু বেশি বেতন পাবেন। আপনি যদি অবৈধ প্রবাসী হন তাহলে আপনার বেতন কম হবে। তবে ভাষা শিখতে পারলে আপনার বেতন বাড়বে।

সার্বিয়া বেতন কত
ক্রমিক নম্বর কাজের নাম মাসিক বেতন (টাকায়)
রিসেপশনিস্ট ৭৫,০০০-৯০,০০০
ওয়েটার ৮০,০০০-১,০০,০০০
ডেলিভারি ম্যান ৮০,০০০-১,২০,০০০
ড্রাইভিং ৬৫,০০০-৮০,০০০
কনস্ট্রাকশন শ্রমিক ৭০,০০০-৯০,০০০
ইলেকট্রিশিয়ান ৬৫,০০০-৯০,০০০
প্লাম্বার ৬৫,০০০-১,০০,০০০
শেফ ৭০,০০০-৯০,০০০
কৃষি কাজ ৬৫,০০০-৮০,০০০
১০ কারখানার কাজ ৭০,০০০-৯০,০০০
১১ অটোমোবাইল সার্ভিস ৮০,০০০-১,২০,০০০

সার্বিয়া কোন কাজের চাহিদা বেশি

সার্বিয়া যাওয়ার পূর্বে অবশ্যই যেকোনো একটি কাজে দক্ষ হয়ে যাবেন। কারণ দক্ষ শ্রমিকদের এই দেশে চাহিদা রয়েছে। সার্বিয়াতে চাহিদা রয়েছে রয়েছে এমন কিছু কাজ হলো:

  • আইটি
  • কনস্ট্রাকশন
  • উৎপাদন কারখানার কাজ
  • কৃষি কাজ
  • স্বাস্থ্য সেবা

উপরে উল্লেখিত সবগুলো কাজের চাহিদা রয়েছে। উক্ত সেক্টরে আবার অনেক ধরনের কাজ রয়েছে। সেগুলো আপনি শিখে ওয়ার্ক পারমিট নিয়ে এই দেশে আসতে পারেন।

সার্বিয়া যেতে কত টাকা লাগে

সার্বিয়া যাওয়ার খরচ মূলত নির্ভর করে ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদের উপর। টুরিস্ট এবং স্টুডেন্ট ভিসার তুলনায় ওয়ার্ক পারমিট ভিসার খরচ বেশি হয়ে থাকে। সার্বিয়া স্টুডেন্ট ভিসায় যেতে বর্তমানে আনুমানিক প্রায় ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা। যারা ভিজিট ভিসায় যেতে চান চান তাদের ২ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা খরচ পড়বে।

সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা পেতে বর্তমানে আনুমানিক প্রায় ৭ লক্ষ থেকে ৯ লক্ষ টাকা লাগে। তবে সরকারিভাবে সার্বিয়া যেতে পারলে খরচ অনেক কম লাগবে। তবে ভুলেও দালালের মাধ্যমে যাবেন না। কারণ অবৈধ পথে গেলে নিজের মূল্যবান জীবন হারাতে পারেন।

সার্বিয়া যেতে বয়স কত লাগে

আপনার বয়স ১৮ বছর হলে সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের উদ্দেশ্যে যেতে পারবেন। স্টুডেন্ট ভিসা নিয়ে উচ্চ শিক্ষা অর্জন করতে গেলে আপনার বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে। তবে চাকরির জন্য আলাদা বয়সের রিকোয়ারমেন্ট থাকলে সেক্ষেত্রে সেটা পূরণ করতে হবে।

তবে টুরিস্ট ভিসার ক্ষেত্রে বয়সের কোন রিকোয়ারমেন্ট নেই। তবে কারো বয়স যদি ১৮ বছরের কম হয় তবে তার অভিভাবকের অনুমতি পত্র লাগবে। যারা সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজ করতে চান তাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হলে ভালো হয়।

19 thoughts on “সার্বিয়া বেতন কত এবং যেতে কত টাকা লাগে [সর্বশেষ আপডেট]”

  1. আসসালামু আলাইকুম
    আমি ইলেক্টিশনের ভিসা সার্বিয়া
    চাই দয়া করে কেউটে হেল্প করলে খুব উপকার হইতাম

    Reply
  2. সরকারি ভাবে ওয়ার্ক পার্মিটসহ সার্বিয়া যাওয়ার পদ্ধতি সম্পর্কে জানতে চাচ্ছি

    Reply

Leave a Comment