সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া – এই দুই দেশের দূরত্ব কেবল ভৌগোলিকই নয়, সাংস্কৃতিকও বেশ।একদিকে সিঙ্গাপুর – ছোট্ট, ঝকঝকে, উন্নত, এবং প্রাণবন্ত মহানগরী। অন্যদিকে অস্ট্রেলিয়া – বিশাল, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, এবং রুক্ষ। শিক্ষার্থী, কর্মজীবী, এবং পর্যটকদের আনাগোনা দিন দিন বেড়ে চলেছে অস্ট্রেলিয়ায়।
আপনি যদি সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় খুঁজে থাকে তাহলে এই লেখাটি আপনার জন্য। সিঙ্গাপুর নিঃসন্দেহে একটি উন্নত এবং সুন্দর দেশ। অনেকে দীর্ঘদিন এই দেশে থাকার পর অস্ট্রেলিয়াতে পাড়ি জমানোর চিন্তাভাবনা করে। কারণ অস্ট্রেলিয়াতে আরো সুন্দর জীবন যাপন করা যায়। আরো বেশি টাকা ইনকাম করা যায়।
অস্ট্রেলিয়া প্রবাসীদের জন্য একটি আকর্ষণীয় দেশ হতে পারে। এই দেশের উচ্চ জীবনযাত্রার মান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এবং উন্নত অবকাঠামো পৃথিবীর যেকোনো দেশের মানুষকে আকর্ষিত করতে পারে। এছাড়া কাজের উদ্দেশ্য গেলে এই দেশে উচ্চ বেতনে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ পাবেন। কারণ এই দেশে বেকারত্বের হার কম। পরিবেশ দূষণমুক্ত এই দেশে অপরাধের হারও কম।
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়
শক্তিশালী অর্থনীতির এই দেশে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসে। যার ফলে এটি বহু সংস্কৃতির দেশে পরিণত হয়েছে। যে কারো পরিবারের জন্য এটি একটি নিরাপদ এবং উপযুক্ত দেশ হতে পারে। কারণ এখানে বিশ্বমানের উন্নত সকল ধরনের সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। তাই যে কোন উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া আসা যৌক্তিক হতে পারে। কারণ সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া আসলে আপনি অনেক ধরনের সুযোগ-সুবিধা বেশি পাবেন।
বিশেষ করে যারা কাজের উদ্দেশ্যে আসবেন তারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন সিঙ্গাপুরের থেকে। এই দেশে প্রতিবছর শ্রমিক সংকট হয়ে থাকে। পেশাভেদে এই দেশে বেতনের খুব বেশি তারতম্য হয়ে থাকে না। তাই একজন শ্রমিক হিসেবে আপনি প্রতি মাসে ৬ লক্ষ টাকার বেশি টাকা ইনকাম করতে পারবেন।
আপনি যদি ইতিমধ্যে সিঙ্গাপুরের নাগরিক হয়ে যান তাহলে আপনার জন্য অস্ট্রেলিয়া আসা একেবারে সহজ। আর যদি সিঙ্গাপুরের নাগরিক না হয় তাহলে নিজের দেশের মতো আবেদন করতে হবে। প্রথমে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন উদ্দেশ্যে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া যাবেন। উদ্দেশ্য অনুযায়ী আপনাকে ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
এই দেশের সরকার সাধারণত চার ধরনের ভিসা প্রোগ্রাম অফার করে থাকে। আপনাকে অবশ্যই যে কোন একটি ভিসা পাওয়ার যোগ্যতা নিশ্চিত করতে হবে। প্রতিটি ভিসার আলাদা আলাদা মানদন্ড রয়েছে। আপনি ভিসার জন্য যোগ্য হলে আপনাকে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হয়।
তারপর আপনাকে অস্ট্রেলিয়া সরকারি ওয়েবসাইটের মাধ্যমে কাঙ্খিত ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদন প্রক্রিয়াটি সাবধানে সম্পন্ন করতে হবে। ভিসা আবেদনপত্রের সাথে ভিসা ফি প্রদান করতে হবে। অস্ট্রেলিয়ার সরকার ভিসা আবেদন প্রসেস করতে কয়েকদিন সময় লেগে থাকে।
এই ভিসা প্রক্রিয়াকরণ সময় কয়েক মাস পর্যন্ত লাগতে পারে। অস্ট্রেলিয়া সরকার কর্তৃক ভিসা অনুমোদন দিলে আপনাকে জানানো হবে। আপনি ভিসা অনুমোদন পেয়ে গেলে অস্ট্রেলিয়াতে প্রবেশ করতে পারবেন। আবেদনের সময় যেন ভুল না হয় সেজন্য একজন অভিজ্ঞ কনসালটেন্ট বা ব্যক্তির সহযোগিতা নিবেন। ভুল তথ্যের কারণে আবেদনটি বাতিল হতে পারে।
সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়া থেকে কি কি লাগে
সিঙ্গাপুর প্রবাসীদের অস্ট্রেলিয়া ভিসা পাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এজন্য আপনাকে অবশ্যই একজন বৈধ প্রবাসী হতে হবে। আর আপনি যদি সিঙ্গাপুরের নাগরিক হয়ে যান তাহলে আপনি শতভাগ নিশ্চয়তায় অস্ট্রেলিয়ার যেকোনো ধরনের ভিসা পেয়ে যাবেন। এজন্য আপনাকে অবশ্যই অস্ট্রেলিয়ার ভিসার আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হয়।
- পূরণকৃত ভিসা আবেদনপত্র
- বৈধ পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি
- জাতীয় পরিচয় পত্র
- আর্থিক সক্ষমতার ডকুমেন্টস (ব্যাংক স্টেটমেন্ট)
- ইংরেজি ভাষার দক্ষতার প্রমাণ (প্রয়োজন হলে)
- স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- অন্যান্য সহায়ক কাগজপত্র (যেমনঃ শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র ইত্যাদি)