ইতালি ভিসা চেক করার নিয়ম [সর্বশেষ আপডেট]

ইতালি ভিসা চেক করার নিয়ম জানা থাকলে খুব সহজে আপনি ঘরে বসে অনলাইনে ভিসা চেক সম্পন্ন করতে পারবেন। ভিসা আবেদন করার অনেকে আবেদনের বর্তমান অবস্থা দেখতে চায়।

কারণ সাধারণত ইতালি ভিসা প্রসেস হতে আনুমানিক প্রায় ৭৫ দিনের মতো সময় লাগে। তাই অনেকেই জানতে আগ্রহী তার ভিসাটি আসলে প্রসেস হয়েছে কিনা। এজন্যই মূলত ইতালি ভিসা চেক করা হয়। যাতে নিশ্চিত হতে পারে আবেদনকারীর ভিসাটি প্রসেস হয়েছে কিনা।

এই আর্টিকেলে আমরা জানব, ধাপে ধাপে ইতালি ভিসা চেক পদ্ধতি। আপনি কয়েকটি ধাপ অনুসরণ করে চেকিং সম্পন্ন করতে পারবেন।

ইতালি ভিসা চেক করার নিয়ম

আপনি তিনটি ধাপ অনুসরণ করে দুই মিনিটের মধ্যে ইতালি ভিসা চেকিং করতে পারবেন। এজন্য অবশ্যই একটি ইন্টারনেট সংযোগসহ ডিভাইসের প্রয়োজন পড়বে। সেটা হতে পারে মোবাইল কিংবা কম্পিউটার। রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম জানা থাকলে খুব সহজে এই কাজটি করা যাবে। এই দুটি ইনফরমেশন ছাড়া ভিসা চেকিং করতে পারবেন না।

ধাপ ১: ভিসা চেকিং ওয়েবসাইট ভিজিট

প্রথমে আপনাকে সরকারি অফিসিয়াল ওয়েবসাইটে এই লিংকে visa.vfsglobal.com/bgd/en/ita/ প্রবেশ করতে হবে। “Cookies Settings” আসলে আপনি সেখান থেকে “Accept All Cookies” অপশনে ক্লিক দিয়ে দিবেন। প্রদত্ত লিংকে ক্লিক দিলে আপনি অনেকগুলো অপশন দেখতে পাবেন। সেখান থেকে আপনাকে “Track your application” অপশন খুঁজে বের করতে হবে। তারপর আপনাকে “Track Now” বাটনে ক্লিক দিতে হবে।

ধাপ ২: প্রয়োজনীয় তথ্য প্রদান

“Track Now” বাটনে ক্লিক লিখ দিলে নতুন একটি ইনপুট পেজ আসবে। সেখানে আপনাকে রেফারেন্স নাম্বার এবং লাস্ট নেম দিতে হবে। আপনার বুঝতে সমস্যা হলে অভিজ্ঞ মানুষের সহায়তা নিন। রেফারেন্স নাম্বার হলো ভিসা অ্যাপ্লিকেশন নম্বর। ভিসার আবেদন করার সময় একটি ইনভয়েস দেওয়া হয় সেখানে রেফারেন্স নাম্বার পেয়ে যাবেন।

ধাপ ৩: ক্যাপচা পূরণ

সর্বশেষ আপনাকে গুগল ক্যাপচা পূরণ করে সাবমিট অপশনে সাবমিট অপশনে ক্লিক দিতে হবে। ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনি ইতালি ভিসার স্ট্যাটাস দেখতে পাবেন। স্ট্যাটাস দেখে বুঝতে পারবেন ভিসাটি অনুমোদন হয়েছে কিনা অথবা এখনো প্রসেসিং হচ্ছে কিনা।

লেখকের কথা

বিভিন্ন দেশের ভিসা চেক করার পদ্ধতি বিভিন্ন রকম হয়ে থাকে। এই আর্টিকেলে দেখানো পদ্ধতি শুধু ইতালি ভিসা চেক করার ক্ষেত্রে প্রযোজ্য হবে। অন্যান্য দেশের ভিসা চেক করার জন্য আপনি আমাদের অন্যান্য আর্টিকেল পড়তে পারেন। এই আর্টিকেল সম্পর্কিত যেকোনো ধরনের প্রশ্ন কিংবা পরামর্শ থাকলে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা পাঠকদের মন্তব্য অতীব গুরুত্বের সহিত মূল্যায়ন করে থাকি।

1 thought on “ইতালি ভিসা চেক করার নিয়ম [সর্বশেষ আপডেট]”

Leave a Comment