এখন ঘরে বসে অনলাইনে জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd ফরম্যাট অনুযায়ী করা যায়। এজন্য প্রয়োজন যেকোনো ব্যক্তির জন্ম সনদের সঠিক জন্ম তারিখ। জন্ম নিবন্ধন যাচাই একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটি বিভিন্ন পদ্ধতিতে করা যায়।
আপনি চাইলে নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন কিংবা কোড দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন। জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে হলে অবশ্যই yyyy mm dd ফরম্যাট অনুসরণ করতে হবে। জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd দিয়ে করার নিয়ম জানতে হলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।
জন্ম সনদ বাংলাদেশের প্রতিটি নাগরিকের কাছে একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। কারণ এটি একজন ব্যক্তির আইনি পরিচয় প্রমাণের সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল। এটি বয়স, জাতীয়তা, নাম, পিতা-মাতার নাম, জন্মস্থান ইত্যাদি তথ্য প্রদান করে।
বাংলাদেশে জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৬ অনুযায়ী, শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন করা বাধ্যতামূলক। তাই সকলের উচিত জন্ম নিবন্ধন যাচাই করে নেওয়া। কারণ জন্ম নিবন্ধনে ভুল থাকলে ভবিষ্যতে আপনি বিভিন্ন ধরনের জটিলতার সম্মুখীন হতে পারেনি।
বাংলাদেশের যে কোন ধরনের কাগজপত্র ভুল হলে সেটা সংশোধন করতে অনেক সময় এবং অর্থ লাগে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পেতে অবশ্যই জন্ম নিবন্ধন যাচাই করে নেয়া উচিত। তথ্যের কোন ধরনের ভুল থাকলে জন্ম নিবন্ধন সংশোধনের জন্য আবেদন করা উচিত।
জন্ম নিবন্ধন যাচাই yyyy mm dd পদ্ধতি
জন্ম তারিখ দিয়ে জন্ম সনদ যাচাই করতে হলে অবশ্যই জন্ম তারিখ জানার পাশাপাশি জন্ম নিবন্ধন নম্বর প্রয়োজন। জন্ম নিবন্ধন নম্বরটি অবশ্যই ১৭ ভিজিটের হতে হবে। নতুবা আপনাকে প্রথম জন্ম নিবন্ধন ১৭ ডিজিট করার নিয়ম জেনে নিতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:
প্রথমে আপনাকে বাংলাদেশ সরকারের জন্ম এবং মৃত্যু নিবন্ধন ওয়েবসাইটে ভিজিট করতে হবে। ওয়েবসাইট লিংক: everify.bris.gov.bd এই ওয়েবসাইটে ভিজিট করে তিনটি ইনফরমেশন দিয়ে আপনি এক মিনিটের মধ্যে জন্ম সনদ যাচাই করতে পারেন।
এ কাজটি চাইলে আপনি হাতে থাকা মোবাইল কিংবা কম্পিউটার দিয়ে করতে পারেন। তবে এজন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন লাগবে। জন্ম নিবন্ধন নম্বর প্রথম বক্সে বসাতে হবে। দ্বিতীয় বক্সে জন্ম তারিখ বসাতে হবে। জন্ম তারিখটি অবশ্যই yyyy mm dd অনুযায়ী বসাতে হবে।
অনেকেই এই বিষয়টি বুঝতে পারে না। yyyy হলো চার সংখ্যার জন্য সাল। যেমন: 1999, 2002, 1986 ইত্যাদি। mm হলো জন্ম মাস। ইংরেজি কততম মাস সেটা বসাতে হবে। উদাহরণস্বরূপ: জানুয়ারি (01), ফেব্রুয়ারি (02), নভেম্বর (11) ডিসেম্বর (12) ইত্যাদি। dd হলো জন্ম তারিখ যেটাকে আমরা দিন বলি। যেমন: ১২, ৩১, ২৫ ইত্যাদি।
সর্বশেষ আপনাকে একটি গাণিতিক ক্যাপচা সমাধান করে বসাতে হবে। ক্যাপচাটিতে যোগ-বিয়োগ সমাধান করতে বলা হয়। আপনি সঠিকভাবে সমাধান করে উত্তরের বক্সে বসাবেন। এরপর সার্চ অপশনে ক্লিক দিবেন। পেয়ে যাবেন আপনার জন্ম নিবন্ধনের যাচাই কপি। আপনি চাইলে জন্ম নিবন্ধন অনলাইন যাচাই কপি ডাউনলোড করতে পারবেন। প্রয়োজনে সেটি প্রিন্টও করতে পারবেন।