নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন [বিস্তারিত]

নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা একদম সহজ। এখনই ঘরে বসে অনলাইনে হাতে থাকা মোবাইল দিয়ে এ কাজটি করতে পারবেন। আমি ধাপে ধাপে দেখিয়েছি নাম কিংবা জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম।

সাথে আরো জানতে পারবেন কিভাবে অনলাইন যাচাই কপি ডাউনলোড করতে হয়। এজন্য আপনাকে পুরো আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে।

বর্তমান সময়ে পুরাতন হাতে লেখা জন্ম নিবন্ধন কোন কাজে লাগে না। এজন্য অনেকে অনলাইনে যাচাই করতে চান তাদের সনদটি নিবন্ধিত আছে কিনা!

আপনার কিংবা আপনার সন্তানের সনদটি খুব সহজে যাচাই করতে পারবেন। এজন্য প্রয়োজন পড়বে জন্ম তারিখ এবং নিবন্ধন নম্বর। এ কাজটি করার জন্য আর আপনাকে ইউনিয়ন পরিষদে গিয়ে ঝামেলা পোহাতে হবে না।

নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই

সত্যি কথা বলতে নাম দিয়ে জন্ম সনদ যাচাই করার কোন উপায় নেই। তবে চিন্তার কোন কারণ নেই। কারণ অন্য উপায়ে আপনি খুব সহজে এ কাজটি ঘরে বসে করতে পারবেন।

নাম দিয়ে জন্ম যাচাই করা যায় না এটা সত্য কিন্তু জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নম্বর দিয়ে খুব সহজে কাজটি অনলাইনে করা যায়। এজন্য আপনাকে এই পোস্টটি কন্টিনিউ করতে হবে।

উল্লেখ্য, যাদের জন্ম নিবন্ধন ১৬ ডিজিটের তারা এই কাজটি করতে পারবেন না। এ কাজটি শুধুমাত্র তারাই করতে পারবেন যাদের জন্ম নিবন্ধন ১৭ ডিজিটের।

যদি কারো কাছে উপরে উল্লেখিত তথ্যাদি না থাকে তবুও আপনি এ কাজটি করতে পারবেন। তবে এজন্য আপনার প্রয়োজন পড়বে জন্ম নিবন্ধন অ্যাপ্লিকেশন আইডি।

মনে রাখবেন বর্তমান সময়ে শুধু নাম দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করা অসম্ভব। কারণ একাধিক ব্যক্তির নাম একই হতে পারে। বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্ম নিবন্ধন অনলাইন সার্ভারে সংরক্ষিত রয়েছে।

জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করার নিয়ম

শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর এবং জন্ম তারিখ দিয়ে আপনার জন্ম সনদটি ডিজিটাল কিনা যাচাই করে নিতে পারেন। সরকারি জন্ম নিবন্ধন ওয়েবসাইটের মাধ্যমে এ কাজটি করতে হবে।

জন্ম নিবন্ধন যাচাই লিংক: everify.bdris.gov.bd

৩টি সহজ ধাপ অনুসরণ করে যে কেউ চাইলে এ কাজটি করতে পারবেন।

ধাপ ১: ওয়েবসাইট ভিজিট

প্রথমে আপনাকে উপরে উল্লেখিত ওয়েবসাইটটি ভিজিট করতে হবে। ভিজিট করার পর নিচের মত একটা পেজ ওপেন হবে। এরপর তিনটা বক্সে আপনাকে তিন ধরনের তথ্য দিতে হবে।অনলাইন জন্ম নিবন্ধন যাচাই

ধাপ ২: তথ্য ইনপুট

ওয়েবসাইটটি ভিজিট করার পর আপনাকে দুইটি তথ্য দিতে হবে এবং একটি ক্যাপচা বক্স পূরণ করতে হবে। প্রথম বক্সে আপনাকে জন্ম নিবন্ধন নম্বর (Birth Registration Number) দিতে হবে। অবশ্যই সেটি ১৭ ডিজিটের হতে হবে।

দ্বিতীয় বক্সে আপনাকে জন্ম তারিখ দিতে হবে।অবশ্যই আপনাকে yyyy-mm-dd ফরমেট অনুসরণ করতে হয়। তৃতীয় তথা সর্বশেষ বক্সে আপনাকে একটি ক্যাপচা পূরণ করতে হবে।

এটা কখনো যোগ করতে কখনো বিয়োগ করতে বলতে পারে। আপনি অংকটি সঠিকভাবে হিসাব করে ফলাফলটি বক্সে বসিয়ে দিন।

সর্বশেষ আপনাকে সার্চ (Search) অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হবে। তবে সার্চ অপশনে ক্লিক দেওয়ার পূর্বে তথ্যগুলো দ্বিতীয়বার মিলিয়ে নিবেন। কারণ ভুল হলে আপনার তথ্য আসবে না।জন্ম ও মৃত্যু নিবন্ধন ওয়েবসাইট

ধাপ ৩: ডাউনলোড

সকল তথ্য সঠিকভাবে দিয়ে সার্চ অপশনে ক্লিক দিলে নিচের মতো একটা পেজ আপনার সামনে ওপেন হবে। এখানে কাঙ্খিত তথ্য দেখতে পারবেন এবং যাচাই করতে পারেন। জন্ম সনদে যেসব তথ্য উল্লেখ থাকে সেসব তথ্য এখানে খুঁজে পাবেন। আপনি এসব তথ্যাদি মিলিয়ে দেখতে পারেন।

আপনি যদি চান তাহলে এই অনলাইন নিবন্ধন যাচাই কপি ডাউনলোড করতে পারবেন। কম্পিউটার দিয়ে ডাউনলোড করতে চাইলে (ctrl+P) কী চাপ দিয়ে পিডিএফ আকারে ডাউনলোড করতে পারেন।

আর মোবাইল দিয়ে করতে চাইলে অবশ্যই গুগল ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে। এজন্য ব্রাউজারের কোনায় থ্রি ডট মেনুতে ক্লিক দিয়ে শেয়ার অপশনে গিয়ে প্রিন্ট করে নিতে হবে। শেয়ার অপশনে গেলে প্রিন্ট নামক অপশন পাবেন সেখান থেকে পিডিএফ তৈরি করে নিতে পারবেন। তারপর ফাইলটি যেকোনো প্রিন্টার দিয়ে প্রিন্ট করে বের করে নিতে পারবেন।জন্ম নিবন্ধন যাচাই কপি ডাউনলোড

১৬ ডিজিটের জন্ম নিবন্ধন তথ্য যাচাই করার নিয়ম

অনেকের জন্ম নিবন্ধন পুরাতন যার ফলে ১৩ কিংবা ১৬ ডিজিটের হয়ে থাকে। এ ধরনের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে সরাসরি অনলাইনে তথ্য যাচাই করা যায় না।

নতুন ১৭ ডিজিটের জন্য নিবন্ধনের ক্ষেত্রে প্রথম ৪টি ডিজিট জন্ম সাল হয়ে থাকে এবং শেষ ৬টি ডিজিট পরিচিত নম্বর হয়ে থাকে।

কিন্তু পুরাতন জন্ম নিবন্ধনের ক্ষেত্রে পরিচিতি নম্বর ৫ ডিজিটের হয়ে থাকে। এজন্য আপনাকে শেষের ৫ ডিজিটের পূর্বে একটি শুন্য (০) বসিয়ে দিয়ে ১৭ ডিজিটের করে নিতে হবে।

তাহলে আপনিও একই নিয়মে নাম কিংবা জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করতে পারবেন।

4 thoughts on “নাম ও জন্ম তারিখ দিয়ে জন্ম নিবন্ধন যাচাই করুন [বিস্তারিত]”

Leave a Comment