অনেকেই রোমানিয়া যাওয়ার আগে রোমানিয়া বেতন কত জানতে চান। তাদের উদ্দেশ্যেই এই আর্টিকেলটি লেখা হয়েছে। এই আর্টিকেল পড়লে আপনি আরও জানতে পারবেন রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি। ইউরোপের বেশিরভাগ দেশগুলো সাধারণত অন্যান্য দেশের তুলনায় উন্নত হয়ে থাকে। রোমানিয়া ইউরোপেরই একটি দেশ। যার অবস্থান দক্ষিণ পূর্ব ইউরোপে। ইউরোপের দেশ রোমানিয়ায় যাওয়া তুলনামূলক অনেক সহজ।
প্রতিবছর বাংলাদেশী অনেক লোক ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে এই দেশে পাড়ি জমাচ্ছে।এটি বর্তমানে সেনজেনভুক্ত দেশের তালিকায় আংশিকভাবে যুক্ত হয়েছে। যার কারণে এই দেশটির নাগরিকরা সেনজেনভুক্ত দেশের সকল সুবিধা পাবে না। শুধু এই দেশের নাগরিকরা বিমান এবং জাহাজে করে ভিসা ছাড়া সেনজেনভুক্ত অন্যান্য দেশে শুধু ভ্রমণ করতে পারবে। এছাড়া অন্য কোন ধরনের সুবিধা তারা পাবে না। তবে অল্প কয়েক বছরের মধ্যে আশা করা যায় এই দেশটি সেনজেনভুক্ত দেশের আওতায় পরিপূর্ণভাবে যুক্ত হবে।
রোমানিয়ার অর্থনীতি গত কয়েক বছর ধরে ক্রমবর্ধমান। এই দেশের জীবনযাত্রার খরচ অনেক পশ্চিমা দেশের তুলনায় অনেক কম। যার কারণে রোমানিয়া সর্বনিম্ন বেতন কম হয়ে থাকে। তবুও এই দেশটি কাজের জন্য সেরা হতে পারে। কারণ এই দেশ নিরাপদ দেশ যেখানে অপরাধের হার তুলনামূলকভাবে কম। আপনি পাঁচ বছর এই দেশে ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করলে রোমানিয়ায় নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো চলুন এখন জেনে নেই রোমানিয়া বেতন কেমন হয়ে থাকে।
রোমানিয়া বেতন কত
অনলাইনে রোমানিয়ার কাজের বেতন সম্পর্কে সঠিক তথ্য খুঁজে পাওয়া কঠিন হতে পারে। এজেন্সিগুলো প্রায়ই বেশি বেতনের প্রতিশ্রুতি দেয়, কিন্তু বাস্তবে বেতন অনেক কম হতে পারে।
রোমানিয়া বেতন কত হবে সেটা নির্ভর করে বিভিন্ন বিষয়ের উপর। এসব বিষয়ের ভিত্তি করে রোমানিয়া সর্বনিম্ন বেতন কত হবে সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। তবে একটা সাধারণ ধারণা পেয়ে যাবেন।
- কাজের ধরন: বিভিন্ন কাজের জন্য ভিন্ন বেতন নির্ধারণ করা হয়।
- অভিজ্ঞতা: অভিজ্ঞ কর্মীরা নতুনদের তুলনায় বেশি বেতন পেয়ে থাকে।
- দক্ষতা: দক্ষ কর্মীদের বেতন বেশি হয়ে থাকে।
- কোম্পানির ধরন: বড় কোম্পানিগুলো ছোট কোম্পানিগুলোর তুলনায় বেশি বেতন দিয়ে থাকে।
- অবস্থান: রাজধানী বুখারেস্টে অন্যান্য শহরের তুলনায় বেতন বেশি হয়ে থাকে।
ক্রমিক নম্বর | কাজের নাম | আনুমানিক মাসিক বেতন (টাকা) |
---|---|---|
১ | মেকানিক্যাল | ৮০,০০০-১,২০,০০ |
২ | ড্রাইভার | ৬৫,০০০-১,০০,০০০ |
৩ | সাধারণ শ্রমিক | ৬৫,০০০-৮০,০০০ |
৪ | ইলেকট্রশিয়ান | ৯০,০০০-১,২০,০০০ |
৫ | কনস্ট্রাকশন শ্রমিক | ৬৫,০০০-১,১০,০০০ |
৬ | হোটেল কর্মী | ৬৫,০০০-১,০০,০০০ |
৭ | ডিজাইনার | ৬৫,০০০-১,২০,০০০ |
৮ | টাইলস শ্রমিক | ৭০,০০০-৯০,০০০ |
৯ | হোটেল ম্যানেজার | ৯০,০০০-১,৩০,০০০ |
১০ | ক্লিনার | ৭০,০০০-৯০,০০০ |
রোমানিয়া সর্বনিম্ন বেতন কত
রোমানিয়া সর্বনিম্ন বেতন বিভিন্ন বিষয়ের উপর নির্ভরশীল। এই দেশের প্রবাসীদের বেতন নির্ভর করে তাদের কাজের দক্ষতা, ইংরেজি ভাষার জ্ঞান এবং ভিসার ধরনের উপর। যারা বৈধ ভিসা এবং কাজের দক্ষতা নিয়ে আসে তারা সর্বনিম্ন বেতন ১০০০ ডলার থেকে ১২০০ ডলার পর্যন্ত পেয়ে থাকে। আর যারা অবৈধভাবে প্রবেশ করে কাজ করে তাদের সর্বনিম্ন বেতন ৩ হাজার লিউ (প্রায় ৫০০ ডলার)। ভিসা এবং কাজের দক্ষতা না থাকায় তাদের বেতন অনেক কম হয়ে থাকে। অনেকে বলছে রোমানিয়া বর্তমানে সেনজেনভুক্ত হয়েছে। যার কারণে সর্বনিম্ন বেতন আনুমানিক প্রায় ৮০,০০০ থেকে ১ লক্ষ টাকা হবে।
রোমানিয়া কোন কাজের চাহিদা বেশি
রোমানিয়ায় সব ধরনের পেশার মানুষ রয়েছে এবং সব ধরনের পেশার চাহিদা রয়েছে। তবে সেক্টর অনুযায়ী কিছু কিছু কাজের চাহিদা বেশি রয়েছে। যারা রোমানিয়ায় কাজের উদ্দেশ্যে যেতে চান তাদের অবশ্যই রোমানিয়ায কোন কাজের চাহিদা বেশি সেটা জেনে নেওয়া উচিত। তাহলে যাওয়ার আগে ভালোভাবে স্কিল শিখতে পারবেন। কারণ অদক্ষ কর্মীদের বেতন তুলনামূলক অনেক কম হয়ে থাকে। বিভিন্ন সেক্টর অনুযায়ী কোন কাজের চাহিদা বেশি সেগুলো নিচে ধারাবাহিকভাবে উল্লেখ করা হলো:
আইটি এবং সফ্টওয়্যার ডেভেলপমেন্ট
- সফ্টওয়্যার ডেভেলপার
- ওয়েব ডেভেলপার
- ডেটা অ্যানালিস্ট
- IT সাপোর্ট স্পেশালিস্ট
ইঞ্জিনিয়ারিং
- মেকানিক্যাল ইঞ্জিনিয়ার
- ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার
- সিভিল ইঞ্জিনিয়ার
- অটোমোবাইল ইঞ্জিনিয়ার
স্বাস্থ্যসেবা
- নার্স
- ডাক্তার
- ফার্মাসিস্ট
- কেয়ারগিভার
নির্মাণ
- কনস্ট্রাকশন শ্রমিক
- ইলেকট্রিশিয়ান
- প্লাম্বার
- ওয়েল্ডার
পরিবহন
- ট্রাক ড্রাইভার
- বাস ড্রাইভার
- ট্যাক্সি ড্রাইভার
- ডেলিভারি ড্রাইভার
অন্যান্য
- শিক্ষক
- গ্রাহক পরিষেবা প্রতিনিধি
- বিক্রয় প্রতিনিধি
- হোটেল এবং রেস্তোরাঁ কর্মী
লেখকের পরামর্শ
বেতন সম্পর্কে এজেন্সির কথার উপর পুরোপুরি নির্ভর করবেন না। বিভিন্ন উৎস থেকে বেতন সম্পর্কে তথ্য সংগ্রহ করুন। রোমানিয়ায় কর্মরত ব্যক্তিদের সাথে যোগাযোগ করে বেতন সম্পর্কে জানুন। চুক্তিতে স্বাক্ষর করার আগে বেতন ও অন্যান্য সুবিধা সম্পর্কে স্পষ্ট ধারণা নিন। আশা করি রোমানিয়া বেতন কেমন ধারণা পেয়েছেন। আর হ্যাঁ, যারা বৈধভাবে রোমানিয়া যেতে চান তারা অবশ্যই সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় জেনে নিবেন।