রোমানিয়া হলো দক্ষিণ-পূর্ব ইউরোপের এক রহস্যময় দেশ। এই দেশের অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যার ফলে কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ তৈরি হচ্ছে। সম্প্রতি এই দেশটি শেনজেন দেশের স্বীকৃতি পেয়েছে। যার ফলে এখন এই দেশের নাগরিকরা সেনজেনভুক্ত দেশের সকল সুযোগ-সুবিধা পাবে।
ফলশ্রুতিতে, রোমানিয়ার সকল ধরনের ভিসার চাহিদা এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এদেশের সরকারও এই কারণে ভিসা প্রসেসিং জটিল করেছে। আগের মত আর খুব সহজে এই দেশের ভিসা পাওয়া যাচ্ছে না। তবে একেবারে অসম্ভব কিছু নয়। আপনি যদি সঠিকভাবে রোমানিয়া ভিসা আবেদন ফরম পূরণ করেন তাহলে আশা করি অবশ্যই ভিসা পেয়ে যাবেন।
রোমানিয়া ওয়ার্ক পারমিট ভিসা সম্পর্কিত কিছু নিয়ম-কানুনের পরিবর্তন হয়েছে। যারা ওয়ার্ক পারমিট ভিসা নিতে চান তাদের অবশ্যই এ সম্পর্কিত সঠিক আপডেট জেনে নিতে হবে। আর অবশ্যই ভিসা আবেদন করার আগে রোমানিয়া বেতন কত এবং রোমানিয়া যেতে কত টাকা লাগে জেনে নিবেন। তারপর আপনাকে রোমানিয়া ভিসা জন্য আবেদন করতে হবে।
এই আর্টিকেলে আমরা রোমানিয়া ভিসা আবেদন ফরম ডাউনলোড ও আবেদন করার নিয়ম সম্পর্কে বিস্তারিত জানবো। এছাড়া শেষ পর্যন্ত পড়লে রোমানিয়া ভিসায় আবেদন ও চেক করার নিয়ম সম্পর্কে জানতে পারবেন।
রোমানিয়া ভিসা আবেদন ফরম পূরণ করার নিয়ম
রোমানিয়া সরকারি বিভিন্ন ধরনের ভিসা অফার করে থাকে। তবে সবচেয়ে প্রচলিত ভিসাগুলো হলো স্টুডেন্ট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা এবং ভ্রমণ ভিসা। তবে বাংলাদেশীদের জন্য দুঃখের খবর হলো আমাদের দেশে রোমানিয়া সরকারের অফিসিয়াল কোন দূতাবাস নেই। আপনি যদি রোমানিয়া যেতে চান তাহলে আপনাকে ভারত দূতাবাসের মাধ্যমে যোগাযোগ করে রোমানিয়া ভিসা আবেদন করতে হবে।
রোমানিয়া যাওয়ার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি আলাদা হয়ে থাকে। এই ভিসা ক্যাটাগরির উপর ভিত্তি করে কিছু কাগজপত্র আলাদা হয়ে থাকে। এজন্য আপনাকে রোমানিয়া যেতে কি কি লাগে সেটা জেনে নিতে হবে। তারপর আপনাকে রোমানিয়া ভিসা আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে। আপনি অনলাইন থেকে এই ভিসা আবেদন ফরমটি ডাউনলোড করে নিতে পারবেন।
এই ভিসা আবেদন ফরমটি পূরণ করার পূর্বে অভিজ্ঞ কোন মানুষের সহযোগিতা নিবেন। যদি কোনো এজেন্সির সহযোগিতা নিতে পারেন তাহলে আরো ভালো হয়। তবে বিদেশে যাওয়ার ক্ষেত্রে এজেন্সি থেকে সাবধান থাকা ভালো। বাংলাদেশে অনেক ভুয়া এজেন্সি রয়েছে যারা ভিসা প্রত্যাশীদের জাল ভিসা দিয়ে প্রতারণা করে থাকে। এরা মানুষের কাছ থেকে কষ্টের টাকা হাতিয়ে নিয়ে থাকে। রোমানিয়া ভিসা আবেদন ফরম তিন ধরনের হয়ে থাকে। যথা:
- ডিপ্লোমেটিক আবেদন ফরম
- শর্ট স্টে ভিসা আবেদন ফরম
- লং স্টে ভিসা আবেদন ফরম
আপনার উদ্দেশ্য অনুযায়ী প্রথমে ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। এরপর ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসা আবেদন ফরম ডাউনলোড করতে হবে।
রোমানিয়া ভিসা আবেদন ফরম ওয়েবসাইট লিংক: https://mae.ro/en/node/2060
এই লিংকে ক্লিক দিলে তিন ধরনের ভিসা আবেদন ফরম লিংক পাবেন। উক্ত পেজ থেকে আপনার জন্য প্রযোজ্য ভিসা আবেদন ফরমটি ডাউনলোড করে নিবেন। আবেদন ফরমগুলো সম্পূর্ণ রোমানিয়া ভাষায় লেখা থাকে। এজূ অবশ্যই একজন অভিজ্ঞ মানুষ কিংবা এজেন্সির সহযোগিতায় ফরমটি সঠিকভাবে পূরণ করবেন।
রোমানিয়া ভিসা আবেদন করার নিয়ম
রোমানিয়া যেতে হলে অবশ্যই যে কোন ক্যাটাগরির একটি ভিসার প্রয়োজন। আর এই ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। ভিসা ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন ধরনের কাগজপত্র প্রয়োজন হবে। আবেদন করার পূর্বে একটা বিষয় জেনে রাখবেন, আপনি যদি সরকারিভাবে রোমানিয়া যেতে পারেন তাহলে আপনার যাওয়ার খরচ অনেক কম লাগবে। তবে এজন্য আপনাকে জানতে হবে সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায়।
- আপনাকে আপনার ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে কাছে রাখতে হবে।
- ভিসা ক্যাটাগরি অনুযায়ী আপনাকে রোমানিয়া ভিসা আবেদন ফরম সংগ্রহ করতে হবে। এই ফরমটি অনলাইন থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
- ভিসা আবেদন ফরমটি সঠিকভাবে পূরণ করতে হবে। এক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিবেন। সেটা হতে পারে কোন এজেন্সি, আত্মীয়-স্বজন কিংবা পরিচিত বন্ধু-বান্ধব যারা রোমানিয়ায় কর্মরত রয়েছেন।
- যারা ওয়ার্ক পারমিট ভিসা প্রত্যাশী তাদের অবশ্যই কোম্পানির অফার লেটার লাগবে। এটা পেতে হলে আপনাকে রোমানিয়ার বিভিন্ন চাকরির ওয়েবসাইটে জবের জন্য আবেদন করতে হবে। এরপর কোম্পানি আপনার অনলাইনে ইন্টারভিউ নিয়ে ওয়ার্ক পারমিট দিবে।
- স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই রোমানিয়ার কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তির অফার লেটার লাগবে। টুরিস্ট ভিসার ক্ষেত্রে অবশ্যই উদ্দেশ্য এবং ভ্রমণ পরিকল্পনা থাকা লাগবে। তাছাড়া প্রমাণের জন্য কিছু ডকুমেন্টস লাগবে।
- সকল ধরনের কাগজপত্র সংগ্রহ করার পর এবং আবেদন ফরম সঠিকভাবে পূরণ করে আপনাকে রোমানিয়ার দূতাবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। সেটা হতে পারে অফলাইনে কিংবা অনলাইন।
- ইন্টারভিউ দেওয়ার পর রোমানিয়া ভিসা কর্তৃপক্ষ আপনার আবেদনটি যাচাই-বাছাই করে দেখবে। পর্যবেক্ষণ করে দেখার পর ভিসার অনুমোদন দিবে। রোমানিয়া ভিসা প্রসেসিং হতে তিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে। এই সময় অপেক্ষা ছাড়া আপনার করার কিছু নেই।
রোমানিয়া ভিসা চেক করার নিয়ম
রোমানিয়া সরকার জাল ভিসা সমস্যার সমাধান করতে অনলাইনে রোমানিয়া ভিসা চেক করার অনলাইন সিস্টেম চালু করেছে। যার ফলে বিভিন্ন দেশের রোমানিয়া ভিসা প্রত্যাশীদের অনেক বেশি উপকার হয়েছে। তারা এখন অনেক কম প্রতারিত হচ্ছে। কারণ ঘরে বসে অনলাইনে খুব সহজে এখন তাদের হাতে থাকা ভিসাটি চেক করে নিতে পারে আসল কিনা।
রোমানিয়ার যেকোনো ধরনের ভিসা চেক করার জন্য প্রথমে আপনাকে তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইটে ভিজিট করতে হবে। প্রথমে আপনাকে আপনার স্মার্টফোনে কিংবা কম্পিউটারের যেকোনো একটি ব্রাউজারে নিচের লিংকটি ভিজিট করতে হবে। রোমানিয়ার ভিসা চেক করার অফিসিয়াল ওয়েবসাইট লিংক: eviza.mae.ro/CheckVisaSticker
এরপর আপনাকে আপনার ভিসার স্টিকার নাম্বার এবং পাসপোর্ট নাম্বার ফাঁকা বক্সে বসাতে হবে। ভিসা স্টিকার নম্বরটি ৯ ডিজিটের হয়ে থাকে। এটা আপনার পাসপোর্টে থাকা রোমানিয়া ভিসায় পেয়ে যাবেন। এটি নাম্বারটি দুই জায়গায় থাকে। প্রথমত, আপনার ছবির পাশে এবং দ্বিতীয়ত, একদম উপরের দিকে। এই দুটি ইনফরমেশন সঠিকভাবে বসানোর পর আপনাকে “চেক ইউর ভিসা স্টিকার” অপশনে ক্লিক করতে হবে। এভাবে আপনি আপনার রোমানিয়া ভিসাটি চেক করে নিতে পারবেন।
Working visa
Romania worker visa
I’m a fast food restaurant worker man.I know work in the fast food item.I make in the chicken fried, chicken beef burger, chicken pale, kudu, juice etc.My work experience in 7 years.Before I’m going to work in the Saudi Arabia fast food restaurant job.
I’m FOYSAL Hasan FAKIR
I’m interested to Romanian work apply
I’m electrical tecnition job apply me…
My experience 7 years plamber fetter
Or electrical tecnition job
Bangladesh