ইউরোপের নন সেনজেন ভুক্ত ও সেনজেন ভুক্ত দেশের তালিকা সম্পর্কে জেনে ইউরোপে পড়াশোনা ভ্রমণ এবং কাজের উদ্দেশ্যে যাওয়া উচিত। নন সেনজেন ভুক্ত ও সেনজেন ভুক্ত দেশের মধ্যে সুযোগ সুবিধার অনেক পার্থক্য রয়েছে। সেনজেন ভুক্ত অধিকাংশ দেশ ইউরোপীয় ইউনিয়নের সদস্য।
সেনজেন ভুক্ত ও নন সেনজেন ভুক্ত দেশ বলতে কী বোঝায়?
সেনজেন বলতে বুঝায় ইউরোপ মহাদেশের ৫০টি দেশের মধ্যে ২৮টি দেশকে। এ দেশগুলো স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র। প্রতিটি দেশের রয়েছে নিজস্ব ভাষা, মুদ্রা এবং রাজধানী। কিন্তু ভিসা পলিসির ক্ষেত্রে তারা একই ধরনের নীতি অবলম্বন করে থাকে বলে এদেরকে একত্রে সেনজেনভুক্ত দেশ বলা হয়। এরা সাধারণত সেনজেন ভিসা নীতি অনুসরণ করে থাকে।
সেনজেন অঞ্চলটি ২৮টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত যেখানে সীমান্ত নিয়ন্ত্রণ ছাড়াই মুক্তভাবে ভ্রমণ করা যায়। সেনজেন চুক্তি ১৯৮৫ সালে সেনজেন, লাক্সেমবার্গে স্বাক্ষরিত হয়েছিল এবং ১৯৯৫ সালে কার্যকর হয়েছিল।
নন সেনজেন ভুক্ত দেশ বলতে বুঝায় সেনজেনভুক্ত নয়। এমন দেশ রয়েছে ২২টি। এসব দেশে আলাদা আলাদা ভিসা নীতি অনুসরণ করা হয়। এরকম যে কোন একটি দেশের ভিসা পেলে আপনি অন্য কোন দেশে ভিসা ছাড়া যেতে পারবেন না।
সেনজেন দেশের সুবিধা কি
সেনজেনভুক্ত দেশের অনেক সুবিধা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু সুবিধা হলো:
- এক ভিসায় ২৭ দেশ ভ্রমণ: সেনজেন ভিসা থাকলে আপনি ২৬টি সেনজেনভুক্ত দেশে ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারবেন।
- সীমান্ত নিয়ন্ত্রণে ঝামেলা কম: একবার সেনজেন ভিসা পেলে, আপনি সেনজেন এলাকার মধ্যে এক দেশ থেকে অন্য দেশে যেতে পারবেন কোনো পাসপোর্ট নিয়ন্ত্রণ ছাড়াই।
- দীর্ঘসময় ভ্রমণের সুযোগ: সেনজেন ভিসা ৯০ দিনের জন্য বৈধ, যা দীর্ঘসময় ভ্রমণের জন্য যথেষ্ট।
- কাজের সুযোগ: এই ভিসা ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে কাজ করতে পারবেন।
- শিক্ষার সুযোগ: সেনজেন ভিসা থাকলে আপনি সেনজেন এলাকার যেকোনো দেশে পড়াশোনা করতে পারবেন।
- বসবাসের সুযোগ: এই ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত এলাকার যেকোনো দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবেন।
- স্বাস্থ্যসেবা: এই ভিসা থাকলে আপনি সেনজেনভুক্ত যেকোনো দেশে জরুরি স্বাস্থ্যসেবা পাবেন।
ইউরোপের সেনজেন ভুক্ত দেশের তালিকা
ক্রমিক নম্বর | দেশের নাম |
---|---|
1 | অস্ট্রিয়া |
2 | বেলজিয়াম |
3 | চেক রিপাবলিক |
4 | ডেনমার্ক |
5 | এস্তোনিয়া |
6 | ফিনল্যান্ড |
7 | ফ্রান্স |
8 | জার্মানি |
9 | গ্রিস |
10 | হাঙ্গেরি |
11 | আইসল্যান্ড |
12 | ইতালি |
13 | লাটভিয়া |
14 | লিয়েসথেন্সটাইন |
15 | লিথুনিয়া |
16 | লুক্সেমবার্গ |
17 | মালটা |
18 | নেদারল্যান্ডস |
19 | নরওয়ে |
20 | পোল্যান্ড |
21 | পর্তুগাল |
22 | স্লোভেকিয়া |
23 | স্লোভেনিয়া |
24 | স্পেন |
25 | সুইডেন |
26 | সুইজারল্যান্ড |
27 | রোমানিয়া |
28 | বুলগেরিয়া |
ইউরোপের নন সেনজেন ভুক্ত দেশের তালিকা
ক্রমিক নম্বর | দেশের নাম |
---|---|
1 | আলবেনিয়া |
2 | অ্যান্ডোরা |
3 | আর্মেনিয়া |
4 | আজারবাইজান |
5 | বেলারুশ |
6 | বসনিয়া এবং হার্জেগোভিনা |
7 | তুর্কি |
8 | ক্রোয়েশিয়া |
9 | সাইপ্রাস |
10 | জর্জিয়া |
11 | কসোভো |
12 | ম্যাসেডোনিয়া |
13 | মলদোভা |
14 | মন্টিনিগ্রো |
15 | ইউক্রেন |
16 | রাশিয়া |
17 | সার্বিয়া |
ইউরোপ সংক্রান্ত আরও আর্টিকেল পড়ুন
ক্রমিক নম্বর | আর্টিকেল লিংক |
---|---|
১ | ইউরোপে যাওয়ার সহজ উপায় |
২ | ইউরোপের কোন দেশে নাগরিকত্ব পাওয়া সহজ |
৩ | ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায় |
৪ | ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে |
৫ | ইউরোপে কোন কাজের চাহিদা বেশি |
good
আমি বাংলাদেশী আমার মোবাইল নাম্বার +8801748266414 এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে imo আছে সবকিছুই আছে