অস্ট্রেলিয়ার উন্নত জীবনযাত্রার মান, আকর্ষণীয় বেতন এবং কাজের সুযোগ অনেকের কাছেই লোভনীয়। অস্ট্রেলিয়া কৃষি কাজের ভিসা যেটি দক্ষ ও অদক্ষ উভয় কর্মীদের অস্ট্রেলিয়ায় প্রবেশ এবং কাজের সুযোগ করে দেয়। অস্ট্রেলিয়া প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ।
এই দেশের কৃষিখাত অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ। দক্ষ কর্মীর ঘাটতি পূরণের জন্য এই দেশের সরকার প্রতি বছর অস্ট্রেলিয়া কৃষি কাজের ভিসা প্রদান করে থাকে। এই ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় কর্মসংস্থানের নতুন সুযোগ উন্মুক্ত হয়েছে, যা বাংলাদেশীদের জন্য আশীর্বাদ হতে পারে।
অস্ট্রেলিয়া কৃষি ভিসা আবেদন করার নিয়ম
অস্ট্রেলিয়া কৃষি ভিসা (Subclass 403) ধারীদের বিভিন্ন ধরনের কৃষি কাজের সুযোগ করে দেয়। যেমন: ফসল চাষ, বাগান শ্রমিক, পশুপালন ইত্যাদি। এই কৃষি ভিসার আবেদন করার জন্য আবেদনকারীদের অবশ্যই ১৮ বছরের বেশি বয়সী হতে হবে এবং ইংরেজিতে কমপক্ষে IELTS 4.5 স্কোর অর্জন করতে হবে।
কৃষি কাজের অভিজ্ঞতা থাকা আবেদনকারীদের অগ্রাধিকার দেওয়া হয়। এই ভিসার জন্য আবেদন করতে হলে অবশ্যই প্রথমে আপনাকে অস্ট্রেলিয়ান কোন কোম্পানি কিংবা লোকের কাছ থেকে জব অফার লেটার নিতে হবে। অস্ট্রেলিয়া কৃষি ভিসার আবেদন করতে আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:
- প্রথমে আপনাকে অস্ট্রেলিয়ার অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই লিংকে ভিজিট করার পর আপনাকে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে।
- এরপর আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। এজন্য আপনাকে “Apply For Visa” এই অপশনে ক্লিক দিতে হবে।
- তারপর সঠিকভাবে আবেদনপত্রটি পূরণ করতে হবে। অবশ্যই অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম আগে থেকেই সংগ্রহ এবং পূরণ করে রাখতে হবে।
- অনলাইনে ভিসা আবেদন ফরম, প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা ফি জমা দিতে হবে।
- আপনার আবেদনটি অনুমোদিত হলে আপনার ঠিকানায় ভিসা পাঠিয়ে দেওয়া হবে।
- অস্ট্রেলিয়া কৃষি কাজের ভিসা প্রসেসিং হতে আনুমানিক ছয় থেকে আট মাস সময় লাগে।
আরও পড়ুন: অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম
অস্ট্রেলিয়া কৃষি কাজের ভিসা পেতে কি কি লাগে
অস্ট্রেলিয়া কৃষি ভিসা পাওয়ার জন্য দক্ষতা এবং অভিজ্ঞতা বাধ্যতামূলক নয়। তবে দক্ষতা এবং অভিজ্ঞতা সম্পন্ন আবেদনকারীদের এই ভিসা দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হয়। এছাড়া এই ভিসার জন্য আবেদন করতে হলে কিছু প্রয়োজনীয় কাগজপত্র লাগবে। যেগুলো ছাড়া ভিসার জন্য আবেদন করা যাবে না। অস্ট্রেলিয়া কৃষি ভিসা পেতে যেসব যোগ্যতা এবং কাগজপত্র লাগে:
- ই-পাসপোর্ট
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- চারিত্রিক সনদ
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
- ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (আইএলটিএস)
- ভ্রমণ বীমা
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- জাতীয় পরিচয় পত্র
- আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন)
- স্কিল সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণ
অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন কত
অস্ট্রেলিয়াতে কৃষি কাজের চাহিদা অনেক। এই সেক্টরে প্রতি বছর শ্রমিকের সংকট হয়ে থাকে।বিশ্বের অন্যতম উন্নত দেশ হিসেবে পরিচিত অস্ট্রেলিয়া কৃষি শ্রমিকদের জন্য আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধা প্রদান করে থাকে। এখানে কৃষি কাজের বেতন নির্ভর করে কাজের ধরন, অভিজ্ঞতা, দক্ষতা, এবং কাজের স্থানের উপর।
বর্তমানে অস্ট্রেলিয়া কৃষি কাজের বেতন আনুমানিক প্রায় ৩ থেকে ৬ লক্ষ টাকা। অবৈধ কৃষি শ্রমিকদের বেতন কম দেওয়া হয়। তবে যাদের দক্ষতা এবং অভিজ্ঞতা রয়েছে তারা বেতন বেশি পাবে। এই দেশে কৃষি কাজ করে আপনি সর্বোচ্চ বেতন পেতে পারেন যেটা পৃথিবীর অন্য কোন দেশে গেলে পাবেন না।
অস্ট্রেলিয়া কৃষি কাজের ভিসা খরচ কত
অস্ট্রেলিয়া কৃষি ভিসা কয়েক ধরনের রয়েছে। ভিসার ধরন অনুযায়ী খরচ ভিন্ন হয়ে থাকে। কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার মেয়াদ এবং সুযোগ-সুবিধা ভিন্ন হয়ে থাকে। কৃষি ভিসা সাধারণত কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসা হিসেবে পরিচিত।
সরকারিভাবে কৃষি কাজের ভিসা নিয়ে স্বপ্নের দেশ অস্ট্রেলিয়ায় গেলে আনুমানিক খরচ পড়বে প্রায় ৮ থেকে ১৫ লক্ষ টাকা। এছাড়া দালাল এবং বিভিন্ন এজেন্সির মাধ্যমে গেলে খরচ আরও অনেক বেশি পড়বে। দালালের মাধ্যমে গেলে জীবনের ঝুঁকিতে পড়বেন। জীবন বাজি রেখে অস্ট্রেলিয়া যাওয়ার কোন মানে হয় না।
কৃষিকাজ
1
আমি অস্ট্রেলিয়া যেতে চাই
I am a farmer I am a village boy I know farmingMy father is also a farmer I want to come to Australia please help me
Australia is my dream country I want to come to Australia
my dream popular country in Australia levelling and work agriculture