সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু 2024

প্রতি বছর বাংলাদেশ থেকে সরকারিভাবে অস্ট্রেলিয়া সরকার কাজের জন্য শ্রমিক নিয়োগ দিয়ে থাকে। অস্ট্রেলিয়ান সরকার প্রতি বছর প্রায় দুই লক্ষ অভিবাসী বিশ্বের বিভিন্ন দেশ থেকে নিয়ে থাকে। এখানে দালালের কোন সুযোগ থাকে না। আপনি সরকারিভাবে বাংলাদেশের প্রতিষ্ঠান বোয়েসেলের মাধ্যমে অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে পারবেন।

এজন্য আপনাকে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু হলে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে। তাই আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়েন তাহলে সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়

দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে প্রায়ই দেখা যায় অস্ট্রেলিয়া ভিসা জালিয়াতির খবর। একটি অসাধুচক্র অস্ট্রেলিয়ার ভিসা জালিয়াতি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। এজন্য দালাল থেকে সর্বদা দূরে থাকা উচিত। এসব প্রতারণা থেকে বাঁচার জন্য সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে।

সবাইকে মনে রাখতে হবে টাকা দিয়ে কিংবা প্রভাব খাটিয়ে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়া যাবে না। এখন আপনি ঘরে বসে অনলাইনে অস্ট্রেলিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। ভিসার অনুমোদন পেয়ে গেলে স্বপ্নের দেশ অস্ট্রেলিয়াতে কাজের জন্য যেতে পারবেন।

এজন্য অবশ্যই আপনার আইইএলটিস’-এ ৫ দশমিক ৫ স্কোর থাকতে হবে এবং ব্যাংকে ৫ লক্ষ টাকা থাকতে হবে। এছাড়া আপনি চাইলে বোয়েসেলের মাধ্যমে সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে পারেন‌। বোয়েসেল অস্ট্রেলিয়ায় নিয়মিতভাবে কর্মী নিয়োগ করে থাকে। এটি বাংলাদেশের সরকারি প্রতিষ্ঠান যেটি বিদেশে কর্মী পাঠিয়ে থাকে।

আরও পড়ুন: অস্ট্রেলিয়া কাজের বেতন কত

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু 2024

২০২৪ সালে অস্ট্রেলিয়া সরকার স্কিলড ওয়ার্কার্স ভিসার প্রোগ্রামের মাধ্যমে স্থায়ী ভিসার জন্য আবেদন গ্রহন শুরু করবে ধারণা করা হচ্ছে। এই প্রোগ্রামের মাধ্যমে প্রার্থীরা স্থায়ী ভিসার জন্য আবেদন করতে পারবে। তবে এজন্য অবশ্যই অস্ট্রেলিয়া সরকারের শর্ত মোতাবেক দক্ষতা অর্জন করতে হবে।

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু কবে হবে সেটা জানতে হলে আপনাকে নিয়মিত বাংলাদেশের সরকারি ওয়েবসাইট বোয়েসেলে নজর রাখতে হবে। অস্ট্রেলিয়া কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করলে বোয়েসেল তাদের ওয়েবসাইটে সার্কুলার আকারে প্রকাশিত করে থাকে। তাই নিয়মিত আপডেট পেতে নজর রাখুন বোয়েসেলের ওয়েবসাইটে।

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন

অস্ট্রেলিয়া সরকার বিভিন্ন ধরনের ভিসা প্রোগ্রাম অফার করে থাকে। প্রথমে আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরী নির্বাচন করতে হবে। কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী আবেদন প্রক্রিয়া কিছুটা ভিন্ন হয়ে থাকে। বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। যেমন: ওয়ার্ক ভিসা, ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা ইত্যাদি। ওয়ার্ক ভিসা এবং ভিজিট ভিসার আবার প্রকারভেদ রয়েছে। এই বিষয়ে বিস্তারিত জানতে হলে অস্ট্রেলিয়া ভিসা ক্যাটাগরি সম্পর্কে জানতে হবে।

সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:

  • প্রথমে অস্ট্রেলিয়া ইমিগ্রেশন ওয়েবসাইটে গিয়ে নিজের নামে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে।
  • অ্যাকাউন্ট তৈরি করার পর বিভিন্ন ভিসা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারেন। যেমন: প্রয়োজনীয় কাগজপত্র, যোগ্যতা, ভিসা আবেদন ফি ইত্যাদি।
  • এরপর উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা সিলেক্ট করে অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তবে আগে থেকেই অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম সংগ্রহ করে পূরণ করতে হবে।
  • অনলাইনে আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন ফরম এবং ভিসা আবেদন ফি পরিশোধ করতে হবে।
  • আবেদন করার পর ভিসা প্রসেসিং শুরু হবে। আনুমানিক প্রায় ৬ থেকে ৮ মাস সময় লাগে এই ভিসা প্রসেসিং হতে।

সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে

সরকারিভাবে অস্ট্রেলিয়া যেতে হলে যোগ্যতা থাকা লাগবে। ‌ এরপর উদ্দেশ্য অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে। মনে রাখবেন ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র আলাদা হয়। কাজের ভিসা পাওয়ার জন্য বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

ক্রমিক নম্বর প্রয়োজনীয় ডকুমেন্টস
ই-পাসপোর্ট
পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (আইএলটিএস ৫.৫ স্কোর)
ভ্রমণ বীমা
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
জাতীয় পরিচয় পত্র
আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন)
১০ স্কিল সার্টিফিকেট
১১ কাজের অভিজ্ঞতার প্রমাণ
১২ অস্ট্রেলিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটার
১৩ নিয়োগকর্তার অফার লেটার

 

বিশেষ দ্রষ্টব্য: প্রয়োজনীয় কাগজপত্রের এই তালিকাটি কেবলমাত্র একটি সাধারণ নির্দেশিকা। সর্বশেষ আপডেটের জন্য অস্ট্রেলিয়ান সরকারের ইমিগ্রেশন ওয়েবসাইটে নজর রাখুন।

44 thoughts on “সরকারিভাবে অস্ট্রেলিয়া যাওয়ার আবেদন শুরু 2024”

  1. আমি আছি দুবাই আমি একজন বাংলাদেশী আমি ফিনিশিং কারপেন্টার দুবাই 14 বছর ধরে আছি

    Reply
    • আমি ও ফিনিশিং কার্পেন্টার মিস্ত্রী বাংলাদেশে থাকি আমি বাহিরে যেতে চাই

      Reply
    • আমি একজন বাংলাদেশি আমি কাজের জন্য অস্টেলিয়া জেতে চাই আমি খুব অসোহায় আমার একটা কাজ দরকার আমি খুব অথোনইতিক সমস্যায় আছি।
      মিঠুন সাহা পিরোজপুর সদর
      ০১৭৭৬ ৭৮৫৭৫৬।

      Reply
  2. Md. Salim
    Chetora Begum
    Father: deceased Md. Fazlul Karim
    T @ T Kalani
    House No. F 1/6 Second Floor
    Thana Doublemooring
    Post Office port
    Agrabad Chittagon

    বাড়ির ঠিকানা
    Md. Salim
    Chetora Begum
    Father: deceased Md. Fazlul Karim
    Village Ramnarayanpur
    Post Office Kalyan Nagar
    Thana Chatkhil
    District Noakh
    mall=selim2222765@gmail.com

    Reply
  3. Md. Salim
    Chetora Begum
    Father: deceased Md. Fazlul Karim
    T @ T Kalani
    House No. F 1/6 Second Floor
    Thana Doublemooring
    Post Office port
    Agrabad Chittagon

    বাড়ির ঠিকানা
    Md. Salim
    Chetora Begum
    Father: deceased Md. Fazlul Karim
    Village Ramnarayanpur
    Post Office Kalyan Nagar
    Thana Chatkhil
    District Noakh
    mall=selim2222765@gmail.com
    JOb

    Reply
  4. Please help me I need an Australia Visa.
    My name is Roni. I am a student. My age 30.
    my WhatsApp number 01650190065

    Reply

Leave a Comment