অস্ট্রেলিয়া কাজের জন্য প্রবাসীদের জন্য আকর্ষণীয় গন্তব্য হতে পারে। উচ্চ বেতন, কর্মক্ষেত্রের অধিকার, সুন্দর পরিবেশ এবং উচ্চ জীবনযাত্রার মান প্রবাসীদের প্রতিনিয়ত আকর্ষণ করে থাকে। তাই অনেক প্রবাসী কাজ করার জন্য অস্ট্রেলিয়া যাওয়ার স্বপ্ন দেখে। এই দেশে দক্ষ শ্রমিকের অভাব রয়েছে যার কারণে প্রবাসীদের নতুন কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
তাই যারা কাজের জন্য এই দেশে যেতে চান তারা অবশ্যই অস্ট্রেলিয়া কাজের বেতন কত জেনে নিবেন। কারণ এই দেশের বেতন অনেক দেশের তুলনায় অনেক বেশি। কর্মীদের ন্যায্য ও নিরাপদ কর্মপরিবেশের অধিকার রয়েছে। আপনি এছাড়া দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের মাধ্যমে স্থায়ী বসবাসের সুযোগ পেতে পারেন।
অস্ট্রেলিয়া সর্বনিম্ন বেতন কত
আমেরিকার মতো অস্ট্রেলিয়াতেও প্রতি ঘন্টা অনুযায়ী বেতন প্রদান করা হয়। তবে আমেরিকাতে কিছু কিছু প্রদেশে আলাদা বেতন কাঠামো রয়েছে কিন্তু এই দেশে সব জায়গায় সর্বনিম্ন বেতন একই। তবে যাদের বয়স ২১ বছরের কম তাদের সর্বনিম্ন বেতন কম হয়ে থাকে কিন্তু ২১ বছরের বেশি হলে প্রতি ঘন্টা সর্বনিম্ন বেতন কিছুটা বেশি হয়। বর্তমানে অস্ট্রেলিয়াতে সর্বনিম্ন কাজের মজুরি প্রতি ঘন্টায় ২৩.২৩ অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়।
যাদের বয়স ২১ বছরের কম তাদের প্রতি ঘন্টায় সর্বনিম্ন বেতন ১৫.২৩ অস্ট্রেলিয়ান ডলার দেওয়া হয়। এই দেশে শিক্ষার্থীরা পার্টটাইম কাজ করতে পারবে। তবে তারা সপ্তাহে ২০ ঘণ্টার বেশি কাজ করতে পারবে না। তবে সাধারণ জনগণ সপ্তাহে ৪০ ঘন্টা কাজ করতে পারবে। শুধু ড্রাইভিং কাজের নির্ধারিত কোনো কর্মঘন্টা নেই। অস্ট্রেলিয়াতে সাধারণত সপ্তাহে দুই দিন অফিসিয়াল কাজ বন্ধ থাকে।
অস্ট্রেলিয়া কাজের বেতন কত
একজন অস্ট্রেলিয়ান প্রবাসী কিংবা নাগরিকদের বেতন নির্ভর করবে তার কাজের ধরন, যোগ্যতা অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের লোকেশনের উপর। সাধারণত এই দেশে নির্ধারিত সর্বনিম্ন বেতনের চেয়ে বেশি টাকা ইনকাম করা যায়। এছাড়া ওভারটাইম কাজ করলে বেতন আরও বেশি পাবেন।
আরও জানতে পড়ুন: অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে
এই দেশে সাধারণত সবকিছু সাপ্তাহিক হিসাব করা হয়। তবে আমরা নিচের টেবিলে অস্ট্রেলিয়া কাজের মাসিক বেতন কাঠামো সম্পর্কে জানবো।
ক্রমিক নম্বর | কাজের নাম | মাসিক বেতন (টাকা) |
---|---|---|
১ | কৃষি কাজ | ৩-৫ লক্ষ |
২ | কনস্ট্রাকশন শ্রমিক | ৩-৬ লক্ষ |
৩ | ডেলিভারি ম্যান | ৪-৭ লক্ষ |
৪ | ইলেকট্রিশিয়ান | ৪-৬ লক্ষ |
৫ | প্লাম্বার | ৪-৭ লক্ষ |
৬ | রেস্টুরেন্ট জব | ৪-৬ লক্ষ |
৭ | ড্রাইভার (বাস, কার, ট্রাক) | ৪-৭ লক্ষ |
অস্ট্রেলিয়া কোন কাজের চাহিদা বেশি
এই দেশে কাজের অনেক সেক্টর রয়েছে। প্রতিটি সেক্টরে দক্ষ কর্মীর অভাব রয়েছে। তাই অস্ট্রেলিয়াতে সকল কাজের চাহিদা অনেক বেশি। এদেশে প্রায়ই কর্মী সংকট দেখা যায়। তবে কিছু কিছু কাজ রয়েছে সেগুলোর চাহিদা তুলনামূলক একটু বেশি হয়ে থাকে:
- ডাক্তার
- নার্স
- সফটওয়্যার ডেভেলপার
- প্লাম্বার
- ইলেকট্রিশিয়ান
- ড্রাইভিং
- কাঠমিস্ত্রি
- কৃষি শ্রমিক
- রাজমিস্ত্রি
- ডেলিভারি ম্যান
অস্ট্রেলিয়া কোন কাজের বেতন বেশি
অস্ট্রেলিয়ার কাজের বেতন নির্ধারণে বেশ কিছু বিষয় ভূমিকা রাখে। এর মধ্যে কাজের ধরন, অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা, কর্মক্ষেত্র, শিল্প ইত্যাদি উল্লেখযোগ্য।
অস্ট্রেলিয়াতে বেতন বেশি এমন কিছু কাজের তালিকা নিম্নরূপ:
- চিকিৎসা পেশাজীবী
- বিমান চালক
- খনি শ্রমিক
- আইটি পেশাজীবী
- ব্যবস্থাপনা পেশাজীবী
লেবার কাজে জন্য আসছি নিয়ে যাব
Vai ami jaite cai
বিশ্বস্ত এজেন্সির সহযোগিতা নিন।
কৃষি কাজ ৩-৫ লক্ষ
Ji
Give me visa what format visa
আমি জাবো
মাল্টা বাগানের কাজ আমি যেতে চাই
আমি ডেলিভারি ম্যান হিসেবে যেতে চাই