আরব সাগরের তীরে অবস্থিত কাতার যেটি পারস্য উপসাগরের একটি ছোট দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশটি প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ। তেল ও গ্যাসের বিপুল ভাণ্ডার দেশটিকে দ্রুত উন্নতিতে সাহায্য করেছে। এই সম্পদের ভিত্তিতে গড়ে ওঠা অর্থনীতি দেশটিতে প্রচুর কাজের সুযোগ তৈরি করেছে।
ফলে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ কাজের উদ্দেশ্যে দেশটিতে আসেন। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। কিন্তু কাতার ভিসা প্রসেসিং? কাতার যেতে কত টাকা লাগে? এই প্রশ্নগুলো প্রায়শই শোনা যায় তাদের মুখে যারা দেশটিতে কাজ করার স্বপ্ন দেখেন। এই আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়লে কাতার ভিসা সম্পর্কে সকল তথ্য জানতে পারবেন।
কাতার ভিসা প্রসেসিং
কাতার ভিসা মূলত দুই ধরনের। যথা: কাজের ভিসা এবং ভিজিট ভিসা। কাজের ভিসা করতে হলে আপনার একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানের চাকরির অফার লেটার থাকতে হবে। অন্যদিকে টুরিস্ট ভিসা করতে হলে আপনার কাছে বৈধ পাসপোর্ট, টিকিট, হোটেল বুকিং এবং পর্যাপ্ত অর্থের প্রমাণ থাকতে হবে। বেশিরভাগ মানুষ সাধারণত এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কাতার ভিসা প্রসেসিং করে থাকে। এজন্য আপনাকে প্রথমে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে।
এরপর বিশ্বস্ত দালাল কিংবা এজেন্সির নিকট যেতে হবে। দালালেরা বেশিরভাগ ক্ষেত্রে প্রতারণা করে থাকে। তবে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে কাতার যাওয়া যায়। এক্ষেত্রে ভিসার খরচ কম হয়। আপনি চাইলে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে, বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি এবং দালালের মাধ্যমে, আপনার পরিচিত লোক কিংবা আত্মীয়-স্বজনের মাধ্যমে কাতার ভিসা প্রসেসিং সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুন: কাতার বেতন কত
কাতার যেতে কি কি লাগে
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট (যদি লাগে)
- কাজের দক্ষতার সার্টিফিকেট (যদি লাগে)
- কাজের অভিজ্ঞতার প্রমাণ (যদি লাগে)
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
- করোনা ভ্যাকসিন সার্টিফিকেট
আরও পড়ুন: কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
কাতার ভিসা সেন্টার বাংলাদেশ
লোকেশন | ঠিকানা | ফোন নম্বর | ওয়েবসাইট | কাজের সময় |
---|---|---|---|---|
ঢাকা | Rupayan Trade Center at 11th Floor, 114 Kazi Nazrul Islam Ave, Dhaka 1000 | +8809666777101 | www.qatarvisacenter.com | রবিবার – বৃহস্পতিবার: 8:30 AM – 4:30 PM |
সিলেট | উপশহর পয়েন্ট, এবি ব্যাংকের বিপরীতে, সিলেট | +8809666777101 | www.qatarvisacenter.com | রবিবার – বৃহস্পতিবার: 8:30 AM – 4:30 PM |
কাতার যেতে কত টাকা লাগে
হাজারো বাংলাদেশীর স্বপ্নের দেশ কাতার। কাজের সুযোগের আকর্ষণে প্রতিবছরই অসংখ্য মানুষ ভাগ্য বদলের আশায় ছুটে যায় মধ্যপ্রাচ্যের দেশটিতে। এই স্বপ্নের দেশের দরজা খোলার জন্য প্রয়োজন কাতার ভিসা। কিন্তু কাতার যেতে কত টাকা লাগে? কাতার ভিসা দাম কত? এসব বিষয়ে অনেকেরই ধারণা ঝাপসা।
সাধারণত কাতার কাজের ভিসার খরচ ৩ লক্ষ থেকে ৫ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। আর টুরিস্ট ভিসার খরচ সাধারণত ১ লক্ষ থেকে ২ লক্ষ টাকার মধ্যে হয়ে থাকে। তবে দালালরা সাধারণত কাজের ভিসার জন্য ৫ লক্ষ থেকে ৭ লক্ষ টাকা এবং টুরিস্ট ভিসার জন্য ২ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা চার্জ করে থাকে। তাই দালাল থেকে সবসময় দূরে থাকবেন।
আরও পড়ুন: কাতারে কোন কাজের চাহিদা বেশি
কাতার ভিসা দাম কত
কাতার কাজের ভিসার খরচ নির্ভর করে আপনার কাজের ধরন, বেতন, এজেন্সি এবং চাকরির মেয়াদের উপর। নিজে নিজে ভিসা করার ঝামেলা এড়াতে অনেকেই দালাল বা এজেন্সির মাধ্যমে ভিসা করেন। তবে এসব ক্ষেত্রে খরচ অনেক বেশি হয়। তবে আপনার যদি কাতারে কোন আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ থাকে তাহলে তাদের মাধ্যমেও আপনি সহজেই ভিসা করতে পারেন। এই ক্ষেত্রে খরচ অনেক কম হয়।
ক্রমিক নম্বর | ভিসা ক্যাটাগরি | ভিসার দাম (টাকা) |
---|---|---|
১ | মজলিস ভিসা | ২.৫-৪ লক্ষ |
২ | কোম্পানি ভিসা | ৫-৫.৫ লক্ষ |
৩ | ফ্রি ভিসা | ৫-৭ লক্ষ |
৪ | রেস্টুরেন্ট ভিসা | ৩.৫-৫ লক্ষ |
৫ | ড্রাইভিং ভিসা | ৫-৬ লক্ষ |
৬ | ওয়ার্ক পারমিট ভিসা | ৪-৫ লক্ষ |
৭ | টুরিস্ট ভিসা | ২-৩ লক্ষ |
কাতার যেতে কত বছর বয়স লাগে
কাতার যেতে আপনার বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে। এই নিয়মটি সকল নাগরিক এবং প্রবাসীদের জন্য প্রযোজ্য। ১৮ বছরের নিচের বয়সী শিশুরা শুধুমাত্র তাদের পিতামাতা অথবা অভিভাবকদের সাথে ভ্রমণ করতে পারবে। তবে কাতার কাজের ভিসা পেতে আপনার বয়স সর্বনিম্ন ২০ বছর এবং সর্বোচ্চ ৫৫ বছর হতে হবে। কিছু ক্ষেত্রে ৫৫ বছরের চেয়ে বয়সী লোকেরা ও কাজের ভিসা পেতে পারেন তবে তাদের বিশেষ যোগ্যতা বা দক্ষতা থাকতে হবে। বয়স বেশি হলে কাজ পাওয়ার সম্ভাবনা কম।
আরও পড়ুন: কাতার কোম্পানি ভিসা বেতন কত
কাতার যেতে চাই
Qatar
Anamul
Mujlis
Qarar
Plumber work permit
আমি যেতে আগ্রহী
I need driving visa.