বাংলাদেশ এবং প্রতিবেশী দেশ ভারত থেকে অনেক মানুষ কাজের উদ্দেশ্যে কাতারে পাড়ি জমাতে চায়। নিজেদের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে তারা দেশটিতে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে চায়। তবে এদের বেশিরভাগ মানুষ জানে না কাতারে সর্বনিম্ন বেতন কত হয়ে থাকে। যারা কাজের ভিসা নিয়ে দেশটিতে যেতে চান তাদের অবশ্যই এই বিষয়ে ধারণা রাখা উচিত।
কাতার মধ্যপ্রাচ্যের আরব উপদ্বীপে অবস্থিত। দেশটিতে বিশ্বের ৩য় তম বৃহত্তম প্রাকৃতিক গ্যাসের রিজার্ভ এবং ১৩ তম বৃহত্তম তেলের রিজার্ভ রয়েছে। এজন্য দেশটির অর্থনীতি তেল ও প্রাকৃতিক গ্যাসের উপর নির্ভরশীল। বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর মধ্যে এটি একটি। এজন্য দেশটির কাজের বেতন বাংলাদেশের তুলনায় বেশি হয়ে থাকে।
যারা কাজের জন্য কাতারে পাড়ি জমাতে চান তারা এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়ুন। তাহলে কাতার কাজের বেতন কত সেটা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। এছাড়া কাতারে কোন কাজে চাহিদা সবচেয়ে বেশি হয় সেটিও জানতে পারেন। ফলে আপনি খুব সহজে সেখানে গিয়ে কাজ খুঁজে পাবেন। পাশাপাশি বাংলাদেশ থেকে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করে যেতে পারবেন।
কাতারে সর্বনিম্ন বেতন কত
কাতারের শ্রমিকদের বেতন সাধারণত প্রতি মাসে দেওয়া হয়। বর্তমানে দেশটিতে কাজের সর্বনিম্ন মাসিক বেতন ১০০০ রিয়াল যা বাংলাদেশী মুদ্রাায় প্রায় ৩০ হাজার টাকার বেশি। দেশটির নাগরিকদের বেতন সাধারণত অভিবাসীদের তুলনায় বেশি হয়। আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা যত বেশি হবে আপনার বেতন তত বেশি হবে।
দেশটির শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের সপ্তাহে ৪৮ ঘণ্টার বেশি কাজ করতে বাধ্য করা যাবে না। ওভারটাইমের জন্য কর্মীরা তাদের নিয়মিত বেতনের ১.৫ গুণ হারে অতিরিক্ত বেতন পাবে। বাংলাদেশী প্রবাসীরা কাজের ধরন অনুযায়ী বর্তমানে কাতারে প্রতি মাসে ৩০ হাজার টাকা থেকে দেড় লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে।
আরও পড়ুন: কাতার কোম্পানি ভিসা বেতন কত
কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
বর্তমানে অনেক বাংলাদেশী কাতারে ড্রাইভিং ভিসায় কাজ করার সুযোগের সন্ধানে রয়েছেন। তবে অনেকেই জানেন না এই কাজে কত বেতন দেওয়া হয়। এই পর্বে আমরা আলোচনা করবো কাতার ড্রাইভিং ভিসা বেতন সম্পর্কে। বর্তমানে কাতার ড্রাইভিং ভিসায় বেতন প্রতি মাসে ৫০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। তবে সাধারণত ড্রাইভিং ভিসার বেতন আপনার অভিজ্ঞতা, দক্ষতা এবং কোম্পানির উপর নির্ভর করে। এই ভিসা পেতে হলে অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স থাকা লাগবে।
আরও পড়ুন: কাতার যেতে কত বছর বয়স লাগে
কাতার রেস্টুরেন্ট ভিসা বেতন কত
রেস্টুরেন্ট ভিসা মূলত দুই ধরনের। যথা ‘ক্যাটারিং’ এবং ‘নন-ক্যাটারিং’। ক্যাটারিং ভিসায় কেবল ক্যাটারিং কোম্পানিতে কাজ করা যায়। অন্যদিকে নন-ক্যাটারিং ভিসায় বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে কাজ করা যায়। কাতার রেস্টুরেন্ট ভিসার বেতন নির্ভর করবে বিভিন্ন বিষয়ের উপর। যেমন: রেস্টুরেন্টের ধরন, পদবী, অভিজ্ঞতা, যোগ্যতা, রেস্টুরেন্টের অবস্থান। বর্তমানে কাতার রেস্টুরেন্ট ভিসায় গেলে আনুমানিক প্রায় ৪০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত বেতন পাওয়া যায়। এছাড়া রেস্টুরেন্টে কাজ করলে বিনামূল্যে থাকা ও খাওয়ার সুবিধা পাওয়া যায়।
আরও পড়ুন: কাতার যেতে কত টাকা লাগে
কাতারে শ্রমিকের বেতন কত
কাতারে শ্রমিকদের বেতন কত হবে সেটা নির্ভর করবে শ্রমিকের দক্ষতা এবং অভিজ্ঞতার উপর। দেশটিতে লেবারের কয়েক ধরনের কাজ রয়েছে। যেমন: কনস্ট্রাকশন শ্রমিক, ক্লিনার, ওয়েল্ডিং শ্রমিক, ইলেকট্রিশিয়ান, পেইন্টার ইত্যাদি। কাজ অনুযায়ী শ্রমিকের বেতনের তারতম্য হয়ে থাকে। বর্তমানে কাতারের শ্রমিকদের বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা এবং সর্বোচ্চ ১ লক্ষ টাকা। নতুন অবস্থায় সাধারণত বেতনের পরিমাণ কম হয়। এছাড়া অদক্ষ শ্রমিকদের কম বেতন দেওয়া হয়।
আরও পড়ুন: কাতার মেডিকেল রিপোর্ট চেক
কাতারে কোন কাজের চাহিদা বেশি
মধ্যপ্রাচ্যের উদীয়মান শক্তি কাতার কাজের নতুন দিগন্ত উন্মোচন করছে। নির্মাণ, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি – নানা ক্ষেত্রে দক্ষ ও অভিজ্ঞ শ্রমিকদের জন্য অপেক্ষা করছে আকর্ষণীয় বেতন ও উজ্জ্বল ভবিষ্যৎ। বাংলাদেশ থেকে যারা দেশটিতে যেতে চায় তাদের বেশিরভাগই জানে না, কাতারে কোন কাজের চাহিদা বেশি। কাতারে যেসব কাজের সবচেয়ে চাহিদা বেশি রয়েছে:
- কনস্ট্রাকশন শ্রমিক
- ওয়েল্ডার
- প্লাম্বার
- ইলেকট্রিশিয়ান
- ড্রাইভিং
- মেকানিক
- ক্লিনার
- হোটেল ও রেস্টুরেন্ট কর্মী
- ফুড প্যাকেজিং
- ফ্যাক্টরি জব
আরও পড়ুন: কাতার ভিসা চেক