কাতার মেডিকেল রিপোর্ট চেক

কাতারে কাজ, পড়াশোনা, চিকিৎসা ও ব্যবসার জন্য প্রচুর বাংলাদেশী ও ভারতীয় যাতায়াত করে। দেশটিতে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কাতার মেডিকেল রিপোর্ট চেক। কারণ ভিসা আবেদন, কর্মক্ষেত্রে যোগদান এমনকি দেশে ফিরে আসার জন্যও এই রিপোর্টের প্রয়োজন হয়। তবে আপনার কোন চিন্তা নেই!

এখন আপনি মাত্র ২ মিনিটের মধ্যে হাতে থাকা মোবাইল বা ল্যাপটপ দিয়ে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। ফলে শ্রমিক, শিক্ষার্থী, চাকুরিজীবী ও ব্যবসায়ীদের রিপোর্ট সংগ্রহে সময় ও অর্থ সাশ্রয় হবে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষার প্রয়োজন হবে না। যেকোনো সময় যেকোনো স্থান থেকে কাতার মেডিকেল চেক করা যাবে।

কাতার মেডিকেল রিপোর্ট চেক করার নিয়ম

এখন ঘরে বসেই পাসপোর্ট নাম্বার ও ভিসা নাম্বার দিয়ে অনলাইনে কাতার মেডিকেল রিপোর্ট চেক করতে পারবেন। এজন্য শুধু প্রয়োজন হবে মোবাইল বা ল্যাপটপ এবং ইন্টারনেট সংযোগ। এরপর আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে:

  • প্রথমে আপনাকে কাতার মেডিকেল চেক করার অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি চাইলে সরাসরি Qatar Medical Report Check লিংকটি ভিজিট করতে পারেন। অথবা গুগলে “QVC Medical report” লিখে সার্চ দিয়ে ভিজিট করতে পারেন।
  • এরপর আপনাকে আপনার ভাষা এবং দেশ নির্বাচন করতে হবে। বাংলাদেশী হলে ভাষা ‘বাংলা’ এবং দেশ ‘বাংলাদেশ’ সিলেক্ট করতে হবে।
  • এরপর আপনাকে নতুন একটি পেজে নিয়ে যাবে। তখন আপনাকে “অ্যাপয়েমেন্ট অনুসরণ করুন” অপশনে ক্লিক করতে হবে। তারপর দেখতে পাবেন “Track Application” নামক একটি পেজ। এখানে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে।

  • আপনার পাসপোর্ট নম্বরভিসা নম্বর সঠিকভাবে বসিয়ে ক্যাপচাটি পূরণ করতে হবে। এরপর আপনাকে “জমা দিন” অপশনে ক্লিক দিতে হবে।
  • তাহলে আপনার সামনে কাতার মেডিকেলে রিপোর্ট স্ট্যাটাস চলে আসবে। আপনি বুঝতে পারবেন কোন ধাপে রয়েছেন। এখানে অনেকগুলো ধাপ দেখতে পারবেন।
  • যদি Results Available with Employer” সম্পন্ন হয়ে থাকে তাহলে আপনার মেডিকেলের রেজাল্ট দেখতে পারবেন 

আরও পড়ুন: কাতার ভিসা চেক

কাতার মেডিকেল করতে কত টাকা লাগে

মেডিকেল টেস্ট করার জন্য অবশ্যই আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট এবং অ্যাপোয়েন্টমেন্ট লেটার নিতে হবে। অবশ্যই সঠিক সময়ে আপনাকে উপস্থিত হতে হবে।কাতার মেডিকেল টেস্ট করতে কত টাকা লাগবে সেটা নির্ভর করবে আপনি কতগুলো টেস্ট করেছেন সেটার উপর। সাধারণত নিম্নে উল্লেখিত টেস্টগুলো করতে হয়:

  • ফিঙ্গার পরীক্ষা
  • চোখের পরীক্ষা
  • রক্ত পরীক্ষা
  • প্রস্রাব পরীক্ষা
  • এক্স-রে
  • ইসিজি
  • সিটি স্ক্যান (যদি প্রয়োজন হয়)

কাতার মেডিকেল টেস্ট করতে ৩,৬৬০ টাকা খরচ হয়। এই টাকা অনলাইনে পরিশোধ করতে হয়। তবে দালালের মাধ্যমে মেডিকেল করালে আরো বেশি টাকা লাগে।

আরও পড়ুন: কাতার যেতে কত টাকা লাগে

কাতার মেডিকেল সেন্টার ঢাকা কোথায়

কাতার মেডিকেল সেন্টার ঢাকায় রয়েছে। সেখানে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে ঠিকানা জানতে হবে। তাহলে খুব সহজে সেখানে গিয়ে মেডিকেল চেক আপ সম্পন্ন করতে পারবেন।

  • ঠিকানা:  ১১তম ফ্লোর, রূপায়ণ ট্রেড সেন্টার, ১১৪, বাংলা মটর, কাজী নজরুল ইসলাম সরণি, ঢাকা ১০০০।
  • ওয়েবসাইট: qatarmedicalcenter.com

আপনি গুগল ম্যাপ ব্যবহার করুন। তাহলে খুব সহজেই সঠিক লোকেশন খুঁজে পাবেন।

আরও পড়ুন: কাতারে সর্বনিম্ন বেতন কত

Leave a Comment