প্রতিবেশী দেশ ভারতে বিভিন্ন উদ্দেশ্যে বাংলাদেশের নাগরিকরা যায়। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ টুরিস্ট ভিসা ও মেডিকেল ভিসা নিয়ে দেশটিতে যায়। কিন্তু অনেকেই জানে না, ইন্ডিয়া ভিসা করতে কি কি লাগে? এজন্য আপনাকে জানতে হবে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত।
এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে পড়ুন। তাহলে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে, ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে ইত্যাদি সকল প্রশ্নের উত্তর পাবেন। পাশাপাশি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত গাইডলাইন পাবেন।
ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন
অনলাইনে ইন্ডিয়ান ভিসার জন্য আবেদন করা যায়। অনলাইনে ভিসা আবেদন সম্পন্ন করার জন্য আপনাকে আগে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। ভিসা করতে যেসব কাগজপত্র লাগে সেগুলো সংগ্রহ করার পর আপনাকে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
এরপর আপনাকে ইন্টারভিউ দেওয়ার জন্য ভারতের দূতাবাসে যোগাযোগ করতে হবে। বাংলাদেশে ভারতের পাঁচটি দূতাবাস রয়েছে। আপনি নিকটস্থ যেকোনো দূতাবাসে গিয়ে সাক্ষাৎকার দিতে পারবেন। প্রতিটি বিভাগে প্রায় ইন্ডিয়ান আইভ্যাক রয়েছে। সেখানে গিয়ে আপনাকে আবেদনটি দাখিল করতে হবে।
তবে প্রথমে আপনাকে আপনার উপযুক্ত ভিসা ক্যাটাগরির জন্য অনলাইনে ই-ভিসার আবেদন করে আপনাকে ভিসা প্রসেসিং ফি অনলাইনে পরিশোধ করতে হবে। আইভ্যাক ওয়েবসাইট ব্যবহার করে আপনি আবেদন প্রক্রিয়াটি অনলাইনে সম্পন্ন করতে পারবেন।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি লাগে
- পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৬ মাস এবং ২টি পৃষ্ঠা খালি থাকতে হবে)
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি
- জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদ
- আবাসনের প্রমাণ (বিদ্যুৎ, গ্যাস, পানি ইত্যাদি বিলের কাগজ)
- আর্থিক সচ্ছলতার প্রমাণ হিসেবে কমপক্ষে ১৫০ ডলার বিদেশী মুদ্রা দেখাতে হবে। টুরিস্ট ভিসার ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট।
- চাকরিজীবী হলে পেশার প্রমাণ হিসেবে নিয়োগকর্তার চিঠি
- শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি কার্ড
- অনলাইন ভিসা আবেদনপত্র
ইন্ডিয়ান মেডিকেল ভিসা করতে কি কি লাগে
- পাসপোর্ট
- ছবি
- আর্থিক সচ্ছলতার প্রমাণ
- জাতীয় পরিচয়পত্র
- দেশীয় কোনো স্বীকৃত হাসপাতাল থেকে চিকিৎসক কতৃক সুপারিশ।
- অনলাইন ভিসা আবেদনপত্র
- আবাসনের প্রমাণ
ইন্ডিয়ান ভিসা করতে কত টাকা লাগে
ইন্ডিয়ান ভিসা করতে বাংলাদেশী নাগরিকদের ভিসা আবেদন ফি লাগে না। তবে অবশ্যই আপনাকে ভিসা প্রসেসিং ফি পরিশোধ করতে হবে। ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি বাংলাদেশি নাগরিকদের জন্য মাত্র ৮০০ টাকা। এই টাকা মূলত ব্যাংকের মাধ্যমে পরিশোধ করা হয়। যার কারণে খরচ কিছুটা বৃদ্ধি পেতে পারে। তবে দালালের মাধ্যমে ইন্ডিয়ান ভিসা করলে খরচ ২ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত লাগতে পারে।
আরও পড়ুন: ইন্ডিয়ান ভিসা চেক করার নিয়ম
ইন্ডিয়ান মেডিকেল ভিসা পেতে কতদিন লাগে
বাংলাদেশ থেকে প্রতি বছর হাজার হাজার মানুষ মেডিকেল ভিসা নিয়ে ভারতে চিকিৎসার জন্য যায়। বাংলাদেশে ভারতের ৫ টি দূতাবাস রয়েছে। এসব দূতাবাসে জরুরী ইন্ডিয়ান মেডিকেল ভিসা প্রসেসিং করলে মাত্র ৭২ ঘন্টা সময় লাগে। তবে এই ভিসা হাতে পেতে সর্বোচ্চ ৫ দিন থেকে ৭ দিন পর্যন্ত সময় লাগতে পারে।
ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে
অনেকে প্রতিবেশী দেশ ভারতে বেড়াতে যেতে চায়। এজন্য তারা ভিসা আবেদন করার পর ইন্টারনেটে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে কতদিন লাগে লিখে সার্চ করে থাকে। আপনি যখন আবেদন করবেন তখন আপনাকে একটি ডকুমেন্ট দেওয়া হবে। এই ডকুমেন্টটিতে দেখতে পাবেন পাসপোর্ট কালেকশনের সময় দেওয়া আছে। বর্তমানে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা পেতে ৫ দিন থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগে।