অনেকে নতুন পাসপোর্ট কিংবা রিনিউ পাসপোর্ট এর আবেদন করেছেন। পাসপোর্ট তৈরি হয়েছে কিনা জানার জন্য অনলাইনে ই পাসপোর্ট ডেলিভারি চেক করতে হয়। এভাবে আপনি ডেলিভারি তারিখ জানার পাশাপাশি আপনি বর্তমান অবস্থা বা স্ট্যাটাস জানতে পারবেন। এখন ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ দিয়ে ই পাসপোর্ট ডেলিভারি চেক করা যায়।
ডেলিভারির তারিখ জানার পর আপনাকে আঞ্চলিক পাসপোর্ট অফিসে গিয়ে এটি নিজের কাছে সংগ্রহ করতে হবে। ডেলিভারির সঠিক তারিখ না জেনে পাসপোর্ট অফিসে গেলে আপনাকে ফিরে আসা লাগতে পারে। তাই অনলাইনে ই-পাসপোর্ট ডেলিভারি চেক করে আঞ্চলিক পাসপোর্ট অফিসে যাবেন। এজন্য আপনাকে ই পাসপোর্ট ডেলিভারি চেক পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
ই পাসপোর্ট ডেলিভারি চেক করার নিয়ম
ই-পাসপোর্ট ডেলিভারি সম্পর্কিত তথ্য জানার জন্য আপনাকে প্রথমে বাংলাদেশ সরকারের অফিসিয়াল পাসপোর্ট ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এজন্য প্রয়োজন হবে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ। অ্যাপ্লিকেশন আইডি আপনি ডেলিভারি স্লিপে পেয়ে যাবেন।
পাসপোর্ট অফিসে গিয়ে বায়োমেট্রিক তথ্য দেওয়ার পর সেখান থেকে একটি ডেলিভারি স্লিপ দেওয়া হয়। এই দুটি ইনফরমেশন সংগ্রহ করার পর আপনাকে নিম্নে লিখিত ধাপগুলো অনুসরণ করে অনলাইনে ই-পাসপোর্ট ডেলিভারি চেক করতে হবে:
- পাসপোর্টের ডেলিভারি চেক করার জন্য প্রথমে আপনাকে “E-passport Delivery Check এই লিংকে ক্লিক করে ভিজিট করতে হবে।
- ভিজিট করার পর নিচের মত একটি পেজ আপনার সামনে আসবে।
- এই পেজে অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ সঠিকভাবে বসাতে হয়।
- অ্যাপ্লিকেশন আইডি ও জন্ম তারিখ সঠিকভাবে বসানোর পর একটি হিউম্যান ক্যাপচা সমাধান করতে হবে। ক্যাপচাটি সঠিকভাবে সমাধান করা হলে ঠিক চিহ্ন উঠবে।
- সর্বশেষ আপনাকে “Check” অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনার পাসপোর্টের বর্তমান স্ট্যাটাস দেখতে পারবেন। পাসপোর্ট প্রস্তুত হয়ে গেলে ডেলিভারি করতে হবে। আবেদনে কোন ধরনের সমস্যা হলে জানতে পারবেন।
- রেগুলার পাসপোর্ট ২১ দিনের মধ্যে প্রস্তুত হয়ে যায়। জরুরী পাসপোর্ট ১০ থেকে ১৫ দিনের ভেতর প্রস্তুত হয়। আর অতীব জরুরী পাসপোর্ট সাধারণত ২ দিনের ভেতরে ডেলিভারি দেওয়া হয়।
এসএমএস দিয়ে ই পাসপোর্ট ডেলিভারি চেক
আপনার আবেদনকৃত পাসপোর্টটি ডেলিভারির জন্য প্রস্তুত হয়েছে কিনা আপনি এসএমএস দিয়ে খুব সহজে ঘরে বসে জানতে পারবেন। এজন্য আপনাকে আপনার হ্যান্ডসেটের মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে START স্পেস দিয়ে EPP স্পেস দিয়ে Application ID নাম্বর। তারপর আপনাকে পাঠাতে হবে 16445 নম্বরে। তারপর অফিস থেকে মেসেজ দিয়ে আপনাকে এসএমএসের চার্জ সম্পর্কে জানিয়ে দেয়া হবে। আপনি যদি রাজি থাকেন তাহলে আপনাকে ‘Y’ লিখে পাঠাতে হবে। প্রতিটি এসএমএসের জন্য ২.৬৬ টাকা করে চার্জ কাটবে। মেসেজ সেন্ড করার ফিরতি এসএমএস এ পাসপোর্ট অফিস থেকে আপনাকে বর্তমান স্ট্যাটাস জানিয়ে দেওয়া হবে। যতদিন আপনি ডেলিভারি না পাবেন এতদিন আপনাকে তারা এসএমএস দিয়ে জানিয়ে দিবে।
আরও পড়ুন: ডেলিভারি স্লিপ পাসপোর্ট চেক
ই-পাসপোর্ট ডেলিভারি স্ট্যাটাস কিভাবে বুঝবেন?
আপনি অনলাইনে কিংবা এসএমএস দিয়ে এই পাসপোর্ট ডেলিভারি চেক করার পর যদি স্ট্যাটাস এরকম আসে “Passport is ready for issuance” তাহলে বুঝবেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে ডেলিভারি করা হয়েছে। সেখান থেকে আপনাকে সংগ্রহ করতে হবে। পাসপোর্ট আঞ্চলিক অফিস থেকে সংগ্রহ করার পর ডেলিভারি চেক দিলে “Passport issued” লেখা আসবে। যার অর্থ হচ্ছে আপনার পাসপোর্টটি ডেলিভারি করা হয়েছে।
আরও পড়ুন: পাসপোর্ট নাম্বার দিয়ে পাসপোর্ট চেক