ইতালিতে বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি (সর্বশেষ আপডেট)

প্রবাসীদের কাছে ইতালি এক স্বপ্নের দেশের নাম। পশ্চিম ইউরোপের এই দেশটিতে প্রবাসীরা যেতে পারলে অনেক ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারে। এজন্য প্রতিবছর বিভিন্ন দেশ থেকে বৈধ এবং অবৈধভাবে এই দেশে মানুষ পাড়ি জমিয়ে থাকে। কাজ করার উদ্দেশ্যে এই দেশে যাওয়ার পূর্বে অবশ্যই জানা উচিত ইতালিতে বেতন কত হবে।

এই দেশের জনসংখ্যা কম হলেও কাজের চাহিদা কম নয়। সমৃদ্ধশালী ইতালিতে আপনি স্টুডেন্ট, শ্রমিক এবং টুরিস্ট হিসেবে গেলে সব ধরনের সুযোগ-সুবিধা পেয়ে যাবেন। এই দেশের সরকার প্রতিবছর বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়োগ দিয়ে থাকে।

আপনি যদি কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে চান তাহলে আপনার অবশ্যই জেনে নিতে হবে ইতালিতে সর্বনিম্ন এবং সর্বোচ্চ বেতন কত। নতুন অবস্থায় প্রাচীনতম এই রাষ্ট্রে গিয়ে কাজ খুঁজে পাওয়া কঠিন হতে পারে। তাই আগে থেকে আপনার জানতে হবে ইতালিতে কোন কাজের চাহিদা বেশি।

ইতালিতে বেতন কত

ইতালি শ্রমিকদের বেতন নির্ভর করে সাধারণত কাজের ধরন, দক্ষতা, যোগ্যতা ও অভিজ্ঞতার উপর। অনেক সময় অঞ্চলভেদে বেতনের তারতম্য হয়ে থাকে। অন্যান্য দেশের মতো এদেশেও বড় কোম্পানিগুলো তুলনামূলকভাবে বেশি বেতন দিয়ে থাকে এবং ছোট কোম্পানিগুলো তুলনামূলক কম বেতন দিয়ে থাকে। স্থায়ী কর্মীরা সাধারণত বেতন বেশি পায়। অন্যদিকে চুক্তিভিত্তিক কর্মীরা বেতন কম পায়।

ইতালির দক্ষিণের শহরগুলোতে আপনি কাজ করতে পারলে বেতন তুলনামূলক বেশি পাবেন অন্যান্য শহরগুলোর তুলনায়। ইউরোপের প্রতিটি দেশে সাধারণত কর্মঘন্টা অনুযায়ী বেতন প্রদান করা হয়। এদেশেও তার কোন ব্যতিক্রম নয়। এই দেশে সাধারণত সপ্তাহে ৪০ কর্মঘন্টা থাকে। আপনি ওভারটাইম করলে অতিরিক্ত বেতন পাবেন। এই দেশের সরকার এখন পর্যন্ত শ্রমিকদের বা কর্মীদের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারণ করে নাই।

ইতালিতে বেতন কত
ক্রমিক নম্বর পেশার নাম আনুমানিক মাসিক বেতন (ইউরো)
কৃষিকাজ ৮০০-২১০০
সাধারণ শ্রমিক ১০০০-১৫০০
জাহাজ কর্মী ১৫০০-২৫০০
রেস্টুরেন্ট কর্মী ৮০০-২৫০০
ড্রাইভিং ১০০০-৩০০০
কনস্ট্রাকশন কর্মী ১২০০-৩০০০
ইলেকট্রিশিয়ান ২০০০-৪০০০
মার্কেটিং কর্মী ২০০০-৩৫০০

ইতালি সর্বনিম্ন বেতন কত

ইতালিতে কোন কাজের সর্বনিম্ন বেতন কাঠামো নির্ধারিত নয়। কাজের ধরন এবং অবস্থান অনুযায়ী বেতন কাঠামো কম বেশি হতে পারে। তবে নতুনরা কাজের উদ্দেশ্যে এই দেশে গেলে আনুমানিক সর্বনিম্ন বেতন পাবেন মাসিক ৮০০ ইউরো যা বাংলাদেশী টাকায় বর্তমানে ৯৫,৯৬৮ টাকা। এই বেতনের নিচে কোন প্রবাসী সাধারণত আয় করে না।

এদেশে কাজের জন্য কোন ধরনের ডকুমেন্টস লাগে না। তাই আপনি এই দেশে বৈধ কিংবা অবৈধভাবে যান না কেন, কাজ খুঁজে পেতে কোন ধরনের সমস্যা হবে। তবে মাঝে মাঝে ইতালিয়ান পুলিশ কাগজপত্র চেক করে থাকে। তখন ধরা পড়লে সাধারণত জরিমানা দিতে হয়।

ইতালিতে সর্বোচ্চ বেতন কত

এই দেশে প্রবাসী ভাইয়েরা নতুন অবস্থায় ন্যূনতম বেতন পেয়ে থাকে। দক্ষতা এবং অভিজ্ঞতা বৃদ্ধির সাথে সাথে বেতন কাঠামোর উন্নতি হয়ে থাকে। এই দেশে সাধারণত সর্বনিম্ন বেতন কাঠামো নেই। অন্যদিকে সর্বোচ্চ বেতন কাঠামো পেশা অনুযায়ী ভিন্ন হয়ে থাকে। ইতালিতে সর্বোচ্চ বেতন কত সেটা নির্ধারিত নয়।

তবে আনুমানিক মাসের সর্বোচ্চ বেতন ৪৪৯২ ইউরো হয়ে থাকে যা বর্তমানে বাংলাদেশী টাকায় ৫,৩৮,০০০। এটা ইতালির গড় সর্বোচ্চ মাসিক বেতন। সর্বোচ্চ বেতন পেতে হলে আপনাকে সর্বোচ্চ মানের কাজ করতে হবে। পাশাপাশি দক্ষতা, যোগ্যতা এবং অনেক দিনের কাজের অভিজ্ঞতা থাকা লাগবে।

ইতালিতে কোন কাজের চাহিদা বেশি

যারা কাজের উদ্দেশ্যে এই দেশে যেতে চান তাদের ইতালিতে কোন কাজের চাহিদা বেশি সেটা অবশ্যই জেনে নেওয়া উচিত। কারণ নতুনদের এই দেশে গিয়ে কাজ খুঁজে পেতে প্রথম অবস্থায় কিছুটা সমস্যায় পড়তে হয়। এই দেশে সাধারণত কর্মী সংকট থাকে। যার কারণে কাজের চাহিদা সব সময় বেশি থাকে।

তবে কিছু কিছু কাজ রয়েছে যেগুলোর চাহিদা সর্বোচ্চ হয়ে থাকে। উন্নত এই দেশে প্রতিনিয়ত নতুন নতুন কাজের ক্ষেত্র তৈরি হয়। যেসব কাজের চাহিদা বেশি সেসব কাজ যদি আপনি জানেন তাহলে ভালো পরিমাণ বেতনে কাজ করতে পারবেন। ইতালি শহরে আপনার কাজের অভাব হবে না।

ইতালিতে কোন কাজের চাহিদা বেশি
ক্রমিক নম্বর কাজের নাম
মেকানিক্যাল
ক্লিনিং
ইলেকট্রিশিয়ান
ড্রাইভিং
পাইপ ফিটিং
কেয়ারটেকার
কনস্ট্রাকশন শ্রমিক
কৃষিকাজ
ডেলিভারির কাজ

1 thought on “ইতালিতে বেতন কত এবং কোন কাজের চাহিদা বেশি (সর্বশেষ আপডেট)”

Leave a Comment