অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে ২০২৪

অস্ট্রেলিয়া উচ্চ জীবনযাত্রার মান, সুন্দর পরিবেশ এবং উন্নত শিক্ষাব্যবস্থার জন্য বিখ্যাত। এই দেশটি বর্তমানে বাঙালি অভিবাসীদের কাছে আকর্ষণীয় গন্তব্য হয়ে গেছে। সাম্প্রতিক বছরগুলোতে, স্টুডেন্ট ভিসা এবং কাজের ভিসার মাধ্যমে অস্ট্রেলিয়ায় যাওয়া বাঙালিদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এই দেশে কাজের বেতন তুলনামূলক অনেক বেশি হয়ে থাকে।

আপনি স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় গিয়ে পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করতে পারবেন এবং পড়াশোনা শেষ করার পর ফুল টাইম কাজের সুযোগ পেতে পারেন। এই দেশে কাজের ভিসা নিয়ে যেতে পারলে স্থায়ী বসবাসের সুযোগ পাবেন। এসব সুবিধা পাওয়ার জন্য আপনাকে অস্ট্রেলিয়া যেতে হবে। এজন্য অবশ্যই আপনাকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে এই বিষয়ে ধারণা নিতে হবে।

তাই এই আর্টিকেলে আমরা আলোচনা করবো অস্ট্রেলিয়া ভিসা খরচ, যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র সম্পর্কে বিস্তারিত সবকিছু। এজন্য আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে। তাহলেই অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে জানতে পারবেন।

অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে

অস্ট্রেলিয়া ভিসা খরচ ভিসার ক্যাটাগরি অনুযায়ী ভিন্ন হয়ে থাকে।  ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার উদ্দেশ্য এবং মেয়াদ ভিন্ন হয়ে থাকে। ওয়ার্ক পারমিট ভিসার খরচ সাধারণত বেশি হয়ে থাকে। তবে স্টুডেন্ট এবং ভিজিট ভিসার খরচ তুলনামূলক কম। তবে ভিজিট ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় গিয়ে বৈধভাবে কাজ করার সুযোগ নেই।

আপনি যদি দালালের মাধ্যমে যান তাহলে খরচ কয়েকগুণ বেশি লাগবে। তবে সরকারিভাবে কিংবা সরকার অনুমোদিত এজেন্সির মাধ্যমে গেলে খরচ একটু কম লাগবে। তবে অনেক এজেন্সি দালানের থেকে কোন অংশে কম নয়। বর্তমানে স্টুডেন্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে আনুমানিক প্রায় ৬ থেকে ১২ লক্ষ টাকা লাগে। তবে ভিজিট ভিসায় যেতে ৪ থেকে ৮ লক্ষ লাগে।

কিন্তু অস্ট্রেলিয়া কাজের ভিসা নিয়ে যেতে অনেক বেশি খরচ পড়বে। পরিচিত লোকজনের মাধ্যমে গেলে খরচ কম লাগতে পারে। তবুও আনুমানিক প্রায় ১৫ থেকে ২০ লক্ষ টাকা লাগবে। অস্ট্রেলিয়া ভিসা খরচ সম্পর্কে সর্বশেষ সঠিক তথ্য জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে পারেন। প্রয়োজনে অস্ট্রেলিয়ান কোন প্রবাসীর হেল্প নিতে পারেন। যারা কাজের ভিসা নিয়ে যেতে চান তারা অবশ্যই অস্ট্রেলিয়া কাজের বেতন কত জেনে নিবেন।

অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে

অস্ট্রেলিয়া যেতে হলে অবশ্যই আপনার যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজপত্র থাকা লাগবে। নতুবা আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন না। ভিসা ক্যাটাগরি অনুযায়ী এই যোগ্যতা এবং কাগজপত্র কিছুটা আলাদা হয়ে থাকে।

অস্ট্রেলিয়া যেতে যেসব যোগ্যতা এবং কাগজপত্র লাগে:

  • ই-পাসপোর্ট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • চারিত্রিক সনদ
  • সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ছবি
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (আইএলটিএস)
  • ভ্রমণ বীমা
  • আর্থিক সক্ষমতার প্রমাণ (ব্যাংক স্টেটমেন্ট, ট্যাক্স রিটার্ন)
  • স্কিল সার্টিফিকেট
  • কাজের অভিজ্ঞতার প্রমাণ
  • অস্ট্রেলিয়ার কোন শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির লেটার
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • জাতীয় পরিচয় পত্র

অস্ট্রেলিয়া যেতে কত বছর বয়স লাগে

অস্ট্রেলিয়া যেতে কত বছর লাগে সেটা নির্ভর করে ভিসা ক্যাটাগরির উপর। স্টুডেন্ট ভিসার আবেদনকারীদের সর্বনিম্ন বয়স ১৮ বছর হতে হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে ১৬ বছর হলেও আবেদন করা যায়। তবে অস্ট্রেলিয়াতে উচ্চশিক্ষা গ্রহণের কোনো বয়সসীমা নেই।

অস্ট্রেলিয়া ভিজিট ভিসা পাওয়ার জন্য বয়সের কোন সীমা নেই। তবে কারো বয়স যদি ১৮ বছর কম হয় তবে অবশ্যই তার সঙ্গে অফিশিয়াল কোন অভিভাবককে যেতে হবে। অবশ্যই অভিভাবকের সম্মতি থাকতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে লাগতে হবে। অস্ট্রেলিয়া কাজের ভিসা কয়েক ধরনের রয়েছে। কাজের ভিসা ক্যাটাগরি অনুযায়ী বয়সসীমা ভিন্ন হয়ে থাকে।

স্কিলড ইন্ডিপেন্ডেন্ট ভিসা (subclass 189) পেতে আপনার বয়স ১৮ থেকে ৪৯ বছরের মধ্যে হতে হবে। তবে স্কিলড ওয়ার্ক রিজিওনাল (Provisional) ভিসা (subclass 491) এবং এমপ্লয়ার স্পনসরশিপ ভিসা (subclass 482) ভিসা পেতে হলে আপনার বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে কত সময় লাগে

বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার আনুমানিক দূরত্ব প্রায় ৭১৭১ কিলোমিটার। এই দূরত্ব আপনাকে বিমানের মাধ্যমে অতিক্রম করতে হবে। তবে অনেকে জাহাজের মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যায়। এক্ষেত্রে আপনার কয়েক মাস সময় লাগবে। তবে অবৈধভাবে গেলে জীবনের ঝুঁকি রয়েছে।

কিন্তু বৈধভাবে বিমানে করে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যেতে আনুমানিক প্রায় ১৫ থেকে ২৫ ঘন্টা সময় লাগে। তবে এই সময় নির্ভর করে কিছু বিষয়ের উপর। যেমন: আপনি কোন বিমানবন্দর থেকে যাত্রা শুরু করছেন, কোন বিমানবন্দরে যাচ্ছেন এবং কতগুলো স্টপেজ রয়েছে।

3 thoughts on “অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে ২০২৪”

Leave a Comment