বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম

বুলগেরিয়া থেকে বেশিরভাগ মানুষ ইতালি যেতে চায়। দেশটির কাজের বেতন বুলগেরিয়ার তুলনায় বেশি। যদিও বুলগেরিয়া ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশ। তারপরেও অনেকে জানতে চায় বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম। প্রতি বছর অনেক মানুষ বুলগেরিয়া থেকে স্বপ্নের গন্তব্য দেশটিতে বৈধ এবং অবৈধভাবে যাচ্ছে। কারণ দেশটির সর্বনিম্ন বেতন বুলগেরিয়ার তুলনায় অনেক বেশি।

দেশটিতে আপনি অবৈধভাবে গেলেও কাজ খুঁজে পাবেন। বর্তমানে বুলগেরিয়া সেনজেনভুক্ত হয়েছে। যারা বুলগেরিয়ায় রয়েছেন তারা চাইলে খুব সহজে বৈধভাবে স্বপ্নের দেশটিতে যেতে পারবেন। এজন্য আপনাকে বুলগারিয়া থেকে ইতালি যাওয়ার উপায় সম্পর্কে জানতে হবে। তাই ধৈর্য ধরে আর্টিকেলটি শেষ পর্যন্ত পড়ুন। আশা করছি কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন।

বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার উপায়

আপনি চাইলে বুলগেরিয়া থেকে বৈধ এবং অবৈধভাবে স্বপ্নের দেশ ইতালিতে পাড়ি জমাতে পারবেন। বৈধভাবে যাওয়ার জন্য আপনার অবশ্যই টিআরসি অর্থাৎ টেম্পোরারি রেসিডেন্ট কার্ড থাকা লাগবে। অনেকে এটাকে TR কার্ড বলে থাকে। এটা পাওয়ার জন্য আপনাকে বুলগেরিয়ায় ছয় মাস থেকে এক বছর কাজ করতে হবে। তাহলে এই কার্ড পাবেন।

এরপর আপনাকে সুযোগ বুঝে যেকোনো ভ্যাকেশনে ছুটি নিয়ে ইতালিতে পাড়ি জমাতে হবে। এছাড়া যারা অবৈধভাবে ইতালিতে যেতে চাচ্ছেন তাদের প্রথমে দালালের মাধ্যমে চুক্তি করতে হবে। এরপর আপনাকে বুলগেরিয়া থেকে প্রথমে রোমানিয়া যেতে হবে। রোমানিয়া থেকে আপনাকে হাঙ্গেরি বর্ডার পাড়ি দিয়ে স্বপ্নের দেশ ইতালিতে যেতে হবে। এভাবে আপনারা বুলগেরিয়া থেকে ইতালি যেতে পারবেন। অনেকে দালাল ছাড়া গ্রুপ করে যাচ্ছে।

বুলগেরিয়া থেকে ইতালি যেতে কত টাকা লাগে

বুলগেরিয়া থেকে ইতালিতে মানুষ আরো বেশি উন্নত জীবনের আশায় যায়। দেশটির জীবনযাত্রার মান উন্নত এবং স্থায়ীভাবে বসবাসের জন্য উপযুক্ত। দেশটিতে অবৈধভাবে গেলে নাগরিকত্ব পাওয়া যায়। তবে আমরা অবৈধভাবে যাওয়াকে নিরুৎসাহিত করি। বর্তমানে বুলগেরিয়া থেকে বৈধভাবে ইতালি যেতে ৩ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা লাগে। আপনি যদি অবৈধভাবে যেতে চান তাহলে আপনাকে ৪ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা দালালকে দিতে হবে। অনেক সময় দালাল টাকা আত্মসাৎ করে থাকে। এই পথে গেলে জীবনের ঝুঁকি নিয়ে যেতে হবে।

বুলগেরিয়া থেকে ইতালি যেতে কত সময় লাগে

বুলগেরিয়া থেকে ইতালির দূরত্ব প্রায় ১,৯৬৬ কিলোমিটার। এই দূরত্ব আপনি বিভিন্ন মাধ্যমে অতিক্রম করতে পারবেন। বিমানের ফ্লাইটে বুলগারিয়া থেকে ইতালি যেতে দুই ঘন্টার মত সময় লাগে। আপনি যদি বাসে করে যান তবে প্রায় ১৮ ঘণ্টা সময় লাগবে। এছাড়া আপনি চাইলে ট্রেনে করে ৩০ ঘণ্টা সময় অতিবাহিত করে পৌছাতে পারবেন ইতালিতে। তবে যারা অবৈধভাবে যাবেন তাদের আনুমানিক ২ দিন থেকে ৩০ দিন সময় লাগতে পারে। এটা সঠিকভাবে বলা যাবে না। কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভরশীল।

ইউরোপ সম্পর্কিত আরো আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
ইতালিতে বৈধ হওয়ার উপায়
ইতালি ওয়ার্ক পারমিট ভিসা পাওয়ার উপায়
ইতালি যেতে কত টাকা লাগে
ইতালিতে বেতন কত
ইউরোপে যাওয়ার সহজ উপায়

1 thought on “বুলগেরিয়া থেকে ইতালি যাওয়ার নিয়ম”

  1. MD. SALIM
    Father:- FUZLUL KARIM
    MST CHATARA BEGUM
    Address- RAM NARAYANPUR.WARD NO-06.CHATKHIL.KALYAN.NAGAR-3870.NOAKHALI
    CONTACT- MANJUMA AKHTER
    Relationship Address- TNT COLONY AGRABAD.
    DOUBLE MOORING.CHITTAGONG.
    BANGLADESH
    POST OFFICE-4100
    CHATTOGRA

    Reply

Leave a Comment