মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়

মালয়েশিয়ান প্রবাসীদের কাছে অস্ট্রেলিয়া একটি স্বপ্নের দেশের নাম। প্রতিটি প্রবাসী স্বপ্ন দেখে থাকে অস্ট্রেলিয়া পাড়ি জমানার। তবে এই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আপনাকে জানতে হবে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায় সম্পর্কে বিস্তারিত। এই আর্টিকেলটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি বিস্তারিত গাইডলাইন পেয়ে যাবেন।

বসবাস এবং কাজ করার জন্য অস্ট্রেলিয়া চমৎকার একটি গন্তব্য হতে পারে। এই দেশের জীবনযাত্রার মান খুবই উন্নত, নিরাপদ এবং স্বাস্থ্যকর। এই দেশে মালয়েশিয়ার তুলনায় অনেক বেশি বেতন দেওয়া হয়। আপনি এই দেশে কৃষিকাজ করেই মাসে পাঁচ লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন। যা মালয়েশিয়ার তুলনায় কমপক্ষে ১০ গুণ বেশি হবে।

এছাড়া অস্ট্রেলিয়ার অর্থনীতি বেশ স্থিতিশীল এবং শক্তিশালী যার ফলে নির্ভরশীল কর্মসংস্থানের সুযোগ বেশি। তাই যারা ভালো থাকার আশায় মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে চান তারা অবশ্যই জেনে নেবেন কিভাবে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায়।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার উপায়

মালয়েশিয়া থেকে আপনি বৈধভাবে এবং অবৈধভাবে অস্ট্রেলিয়া যেতে পারবেন। বৈধভাবে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসা প্রয়োজন। এই ভিসা পাওয়ার জন্য আপনার একটি বৈধ পাসপোর্ট থাকা লাগবে। মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিটের কার্ড থাকা লাগবে। আপনাকে যদি মালয়েশিয়া কোম্পানি ভ্রমণের জন্য অনুমতি দেয় তাহলে খুব সহজেই টুরিস্ট ভিসা নিয়ে অস্ট্রেলিয়া যেতে পারবেন।

তবে আপনার অস্ট্রেলিয়াতে পরিচিত কেউ থাকলে এই প্রক্রিয়া আপনার জন্য সহজ হবে। আপনাকে বিমান টিকেট, হোটেল বুকিং এবং রিটার্ন টিকেট বুকিং করে নিতে হবে। এরপর অস্ট্রেলিয়া টুরিস্ট ভিসার জন্য আবেদন করলে খুব সহজে পাওয়া যাবে। তবে অস্ট্রেলিয়া যেতে হলে আমি আপনাকে অবশ্যই ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে।

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়াতে আপনি চাইলে অবৈধভাবে যেতে পারবেন। তবে এজন্য দালালের সাহায্য নিতে হবে। তবে অবৈধভাবে গেলে জীবনের ঝুঁকিতে পড়বেন। অনেক সময় দালালেরা প্রতারণা করে থাকে। এই পদ্ধতিতে আপনাকে সমুদ্রপথে মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে হবে। প্রথমে আপনাকে মালয়েশিয়া থেকে ইন্দোনেশিয়ার একটি দ্বীপে যেতে হবে।

তারপর ইন্দোনেশিয়া থেকে পাপুয়ানিউগিনি যেতে হবে। এরপর আপনি সেখান থেকে অস্ট্রেলিয়া যাবেন। এ বিষয়ে আরো সঠিক তথ্য পেতে অভিজ্ঞ মানুষের সহযোগিতা নিবেন। আমরা অবৈধ পথে অস্ট্রেলিয়ায় যাত্রাকে নিরুৎসাহিত করে থাকি। আরও জানতে পড়ুন মালয়েশিয়া থেকে আমেরিকা যাওয়ার উপায়

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কি কি লাগে

আপনি মালয়েশিয়া থেকে বৈধভাবে খুব সহজে অস্ট্রেলিয়া যেতে পারেন। এজন্য আপনাকে সঠিকভাবে অস্ট্রেলিয়া ভিসার জন্য অনলাইনে আবেদন করতে হবে। তবে ইংরেজি ভাষায় দক্ষতা থাকলে আপনার জন্য ভিসা পাওয়া সহজ হবে। অস্ট্রেলিয়া ভিসা আবেদন করার জন্য নিম্নোক্ত কাগজপত্র প্রয়োজন হবে:

  • কমপক্ষে ৬ মাস মেয়াদি একটি পাসপোর্ট
  • IELTS সার্টিফিকেট
  • অস্ট্রেলিয়া ভিসা আবেদন ফরম
  • ব্যাংক স্টেটমেন্ট
  • জাতীয় পরিচয় পত্র
  • পাসপোর্ট সাইজের ছবি
  • করোনা ভ্যাকসিন সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
  • ভ্রমণের উদ্দেশ্য এবং প্রমাণ
  • ট্রাভেল রেকর্ড

মালয়েশিয়া থেকে অস্ট্রেলিয়া যেতে কত টাকা লাগে

মালয়েশিয়া থেকে আপনি যদি বৈধভাবে অস্ট্রেলিয়া যেতে চান তাহলে অবশ্যই আপনাকে মালয়েশিয়ান নাগরিক হতে হবে কিংবা প্রবাসী হলে বৈধ কাগজপত্র থাকা লাগবে। তাহলে টুরিস্ট ভিসার মাধ্যমে অল্প খরচে অস্ট্রেলিয়া যেতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, অস্ট্রেলিয়া ভিসা পাওয়া অনেক কঠিন।  

নিজে নিজে ভিসা প্রসেসিং করলে খরচ পড়বে আনুমানিক প্রায় ৫ থেকে ১৫ লাখ টাকা। তবে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নেন তাহলে খরচ পড়বে আনুমানিক প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকা। কিন্তু আপনি যদি বিভিন্ন এজেন্সি বা দালালের সাহায্যে নিয়ে যেতে চান তাহলে খরচ পড়বে বেশি। সব সময় চেষ্টা করবেন অস্ট্রেলিয়ার ভিসা প্রসেসিং নিজে নিজে করার এবং অভিজ্ঞ মানুষের কাছ থেকে তথ্য নেওয়ার।

Leave a Comment