বাংলাদেশ থেকে কুয়েত ভিসার জন্য আবেদনকারীদের জন্য একটি সুবর্ণ সংবাদ! এখন আপনি আর এজেন্সির কথার উপর নির্ভরশীল থাকবেন না। নিজেই কুয়েত ভিসা চেক করতে পারবেন। বিভিন্ন এজেন্সি এবং দালাল অনেক সময় ভুয়া ভিসা হাতে ধরিয়ে দেয়। এখন আর সেটা সম্ভব নয়।
এছাড়া যারা কুয়েতে যাওয়ার জন্য ভিসার জন্য আবেদন করেছেন তারা চাইলে এই পদ্ধতিতে কুয়েত ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন। তথ্য প্রযুক্তির এত দ্রুত অগ্রগতির ফলে বর্তমানে কুয়েত ভিসা নিয়ে জালিয়াতি অনেকটা কমে গেছে। অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে মুক্তি পেতে প্রত্যেকের উচিত হবে হাতে পাওয়া মাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করে নেওয়া।
কুয়েত ভিসা চেক করার নিয়ম
বর্তমানে অনেকেই ঘরে বসে ভিসা চেক করতে চাচ্ছেন। এখন সেটা সম্ভব। ঘরে বসেই যে কেউ চাইলে যে কোন দেশের ভিসা চেক করতে পারবেন। তবে একেক দেশের ভিসা একেকভাবে চেক করতে হয়। আপনি যদি কুয়েত ভিসা চেক করতে চান তবে নিম্নে উল্লেখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করুন:
- প্রথমে আপনাকে কুয়েত সরকারের ভিসা চেক করার একটি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি চাইলে সরাসরি এই লিংকে ক্লিক করে ভিসা চেক করার পেজে যেতে পারবেন।
- গুগলে “Kuwait Visa Application Status” লিখে সার্চ দিলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটিতে আপনাকে প্রবেশ করতে হবে।
- এরপর আপনাকে ‘Visa Application Number’ বক্সে আপনাকে কুয়েত ভিসার আবেদনের নম্বরটি সঠিকভাবে বসাতে হবে।
- “Captcha text” বক্সে আপনাকে ক্যাপচাটিতে থাকা সংখ্যাগুলো সঠিকভাবে বসাতে হবে।
- উপরোক্ত দুটি ইনফরমেশন সঠিক ভাবে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক দিলে আপনার কুয়েত ভিসার স্ট্যাটাস চলে আসবে।
- যদি ‘Approved‘ লেখা আসে তাহলে বুঝবেন আপনার ভিসাটি আসল। কিন্তু যদি “Not Found” লেখা আসে তাহলে বুঝবেন আপনাকে এজেন্সি কিংবা দালাল নকল ভিসা হাতে ধরিয়ে দিয়েছে।
- এই পদ্ধতিতে আপনারা কুয়েত ভিসা চেক করতে পারবেন। তবে যাদের ই-ভিসা রয়েছে তাদেরকে নিচে দেখানো পদ্ধতিতে ভিসা যাচাই করতে হবে।
আরও পড়ুন: কুয়েত কোম্পানি ভিসা বেতন কত
কুয়েত ই-ভিসা চেক করার নিয়ম
যারা অনলাইনে কুয়েত ই-ভিসা চেক করতে চান অবশ্যই পাসপোর্ট নাম্বার এবং ই-ভিসা রেফারেন্স নাম্বার প্রয়োজন হবে। এই পদ্ধতিতে পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করা যায়। এজন্য আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে:
- প্রথমে আপনাকে কুয়েত সরকারের ভিসা এপ্লিকেশন স্ট্যাটাস চেক করার ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এজন্য আপনাকে সরাসরি এই Kuwait Visa Check লিংকে ভিজিট করতে হয়।
- “eVisa Reference number” বক্সে আপনাকে ভিসার রেফারেন্স নাম্বারটি সঠিকভাবে বসাতে হবে। বুঝতে না পারলে অবশ্যই অভিজ্ঞ মানুষের পরামর্শ নিন।
- “Passport Number” জায়গায় আপনাকে আবেদনকারীর সঠিক পাসপোর্ট নাম্বারটি বসাতে হবে।
- এই দুটি ইনফরমেশন সঠিকভাবে বসানোর পর আপনাকে ‘Ok‘ অপশনে ক্লিক দিতে হবে। তাহলে আপনার সামনে কুয়েত ই-ভিসার স্ট্যাটাস চলে আসবে। এভাবে আপনি পাসপোর্ট নাম্বার দিয়ে কুয়েত ভিসা চেক করতে পারবেন।
আরও পড়ুন: কুয়েতে সর্বনিম্ন বেতন কত
আমি মোঃ আবু তাহের বিসয় আমি কুয়েত কাজের ভিসায় কাজ করতে জাই তে চাই