প্রবাসীদের স্বপ্নের দেশ লুক্সেমবার্গ। আপনিও চাইলে লুক্সেমবার্গ যাওয়ার উপায় জেনে খুব সহজেই লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন। এই দেশকে ইউরোপের স্বর্গ বলা হয়। এটা পৃথিবীর সর্বোচ্চ ধনী দেশ। এটি ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ।
লুক্সেমবার্গের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী এবং বেকারত্বের হার খুবই কম। এই দেশে কাজের বেতন বেশি। শিক্ষা ব্যবস্থা অত্যন্ত উন্নত। বিশ্বের অন্যতম নিরাপদ ও স্থিতিশীল একটি দেশ। যেখানে আপনি বিশ্বের সেরা জীবনযাত্রার মান উপভোগ করতে পারবেন। তবে মনে রাখবেন, এই দেশে খরচও বিশ্বের সেরা হবে।
লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা থাকলে এই দেশে উচ্চ বেতনের কাজের সুযোগ পাবেন। এছাড়া লুক্সেমবার্গ স্টুডেন্ট ভিসা ধারীরা পড়াশোনার পাশাপাশি পার্টটাইম কাজ করার সুযোগ পাবে। এজন্য অবশ্যই আপনাকে জানতে হবে লুক্সেমবার্গ যাওয়ার উপায়। কারণ বাংলাদেশ থেকে সরাসরি লুক্সেমবার্গ যাওয়া যায় না। তাই পাশাপাশি আপনাকে অবশ্যই জানতে হবে লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে।
লুক্সেমবার্গ যাওয়ার উপায়
আপনি চাইলে সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে কাজের জন্য লুক্সেমবার্গ যেতে পারবেন। এজন্য অবশ্যই ভিসার প্রয়োজন। যেমন: ওয়ার্ক পারমিট ভিসা, স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা। ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগবে। এরপর আপনাকে লুক্সেমবার্গ ভিসার জন্য আবেদন করতে হবে।
লুক্সেমবার্গ যেতে কি কি যোগ্যতা এবং কাগজপত্র লাগে:
- পাসপোর্ট
- পাসপোর্ট সাইজের ছবি রঙিন
- পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
- মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট
- নিয়োগকর্তার অনুমতি পত্র
- কভার লেটার
- লুক্সেমবার্গের শিক্ষা প্রতিষ্ঠানের ভর্তির অফার লেটার
- জন্ম সনদ/জাতীয় পরিচয় পত্র
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
কিভাবে লুক্সেমবার্গ ভিসা আবেদন করবেন
উপরোক্ত প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করার পর আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে লুক্সেমবার্গ ভিসা আবেদন সম্পন্ন করতে হবে:
- প্রথমে আপনাকে লুক্সেমবার্গ সরকারের অফিসিয়াল ইমিগ্রেশন ওয়েবসাইটে ভিজিট করতে হবে।
- এরপর অনলাইনে ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে।
- অবশ্যই উদ্দেশ্যে অনুযায়ী উপযুক্ত ভিসা ক্যাটাগরি নির্বাচন করতে হবে।
- ভিসা আবেদন করার সময় প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা আবেদন ফি অনলাইনে পরিশোধ করতে হবে। ভিসার ধরন অনুযায়ী ভিসা ফি সাধারণত আলাদা হয়ে থাকে।
- আঙ্গুলের ছাপ ও ছবি দেওয়ার জন্য আপনাকে নিকটস্থ কোন দূতাবাসে গিয়ে যোগাযোগ করতে হবে। এজন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।
- অনলাইনে আবেদনের প্রিন্টেড কপি নিজের কাছে রাখবেন।
- লুক্সেমবার্গ ভিসা প্রসেসিং প্রক্রিয়া জটিল হয়ে থাকে। সাধারণত এই দেশের প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগে।
লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে
লুক্সেমবার্গ পৃথিবীর অন্যতম সেরা দেশ। এই দেশে যেমন উন্নত জীবনযাত্রার মান পাবেন তেমনি কাজের বেশি বেতন পাবেন। তবে খরচও তুলনামূলক পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি হয়ে থাকে। লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে এটা নির্ভর করে সাধারণত আপনি কিভাবে যাবেন সেটার উপর। আপনি যদি নিজে নিজে আবেদন করে যান তাহলে আনুমানিক প্রায় ২ থেকে ৪ লক্ষ টাকা লাগবে। সরকারিভাবে গেলেও খরচ একই লাগে।
তবে কেউ যদি বেসরকারিভাবে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে যায় তাহলে খরচ লাগবে আনুমানিক প্রায় ১০ থেকে ১২ লক্ষ টাকা। এছাড়া যারা দালালের মাধ্যমে যাবে তাদের খরচ আরও বেশি লাগবে সঙ্গে জীবন ঝুঁকি থাকবে। পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশ হলেও এই দেশে যেতে টাকা কম লাগে যদি আপনি বৈধভাবে নিজে নিজে আবেদন করেন কিংবা সরকারিভাবে যান। যদিও ভিসা ক্যাটাগরি অনুযায়ী লুক্সেমবার্গ যেতে কত টাকা লাগে সেটা ভিন্ন হয়।
লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা
লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসা পাওয়া তুলনামূলক সহজ হতে পারে যদি আপনি সঠিকভাবে ভিসার জন্য আবেদন করেন। তবে এই ভিসা পাওয়ার জন্য অবশ্যই নিয়োগকর্তার অফার লেটার পাওয়া লাগে। নতুবা আপনি লুক্সেমবার্গ ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন না।
অফার লেটার পাওয়ার জন্য আপনাকে বিভিন্ন কোম্পানিতে কাজের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এজন্য সুন্দর একটি কভার লেটার প্রয়োজন। আপনি নিয়োগকর্তার নিকট থেকে অফার লেটার পেলে নিজে নিজে ভিসা আবেদন করে মাত্র ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ করে পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গে যেতে পারবেন।
লুক্সেমবার্গ বেতন কত
লুক্সেমবার্গ পৃথিবীর সবচেয়ে ধনী দেশ যার কারণে এই দেশে কাজের বেতন প্রায় সর্বোচ্চ হয়ে থাকে। ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেতন এই দেশে। সরকার কর্তৃক নির্ধারিত লুক্সেমবার্গ সর্বনিম্ন বেতন ২২০৪ ইউরো যা বাংলাদেশী টাকায় আনুমানিক প্রায় ২,৯০,০০০ টাকা। এই দেশে সাধারণত প্রতি ঘন্টা অনুযায়ী মজুরি প্রদান করা হয়। বেসিক ডিউটি সাধারণত ৮ ঘন্টা হয়ে থাকে।
ওভারটাইম কাজ করলে বেতন আরও বেশি হবে। এছাড়া দক্ষ এবং অভিজ্ঞ হলে বেতন বেশি পাবে। লুক্সেমবার্গ বেতন কত হবে সেটা নির্ভর করবে একজন শ্রমিকের কাজের ধরন, দক্ষতা, যোগ্যতা, অভিজ্ঞতা এবং কর্মক্ষেত্রের লোকেশনের উপর। এই দেশে কাজ করে অনায়াসে প্রতি মাসে ৫ থেকে ৮ লক্ষ টাকা বেতন পাওয়া যায়।
Very nice country. I want ajob visa
Please contact with a loyal agency. We don’t provide any kind of visa. We only provide visa guideline info. Thank you!
I want to go Luxembourg for visit. How can apply for visa?
বিশ্বস্ত এজেন্সির সহযোগিতা নিন।
Can a person apply for work visa and also take depends at same time?
Yes
Hi
Yes!
I want to go Luxemburg.
Hello sir I am welder and fabricator before I am working Malaysia and Saudi Arab 70r
I want to go Luxembourg
“নিয়োগকর্তার অনুমতি”বুঝলাম না।বুঝিয়ে বলবেন দয়া করে