ওমানের টাকার মান কত ২০২৪

ওমান একটি আরব দেশ। দেশটি আরব উপদ্বীপের দক্ষিণ-পূর্ব কোণে অবস্থিত। দেশটির আয়তন বাংলাদেশের প্রায় দ্বিগুণ। দেশটিতে বর্তমানে অসংখ্য বাংলাদেশি প্রবাসী কর্মরত রয়েছে। অনেকে দেশটিতে যেতে চায়। এজন্য আপনাকে ওমানের ভিসা কবে খুলবে জানতে হবে। পাশাপাশি অবশ্যই ওমানের টাকার মান সম্পর্কে ধারণা রাখতে হবে। দেশটি মরুভূমিতে ঘেরা।

প্রাচীনকাল থেকেই ব্যবসার কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত ওমান। দেশটির অর্থনীতি তেল ও গ্যাসের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। আন্তর্জাতিক বাজারে তেলের দামের ওঠানামা দেশটির মুদ্রা মানকে ব্যাপকভাবে প্রভাবিত করে। এজন্য আপনাকে লেনদেন করার পূর্বে ওমান টাকার রেট জানতে হবে। ইন্টারনেটে আপনি ওমান ১ রিয়াল = কত টাকা লিখে সার্চ দিলে বর্তমান ওমানের টাকার মান কত জানতে পারবেন।

ওমানের টাকার মান

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রার তালিকায় ওমানের মুদ্রা বর্তমানে তৃতীয় স্থানে অবস্থান করছে। দেশটির মুদ্রার নাম ওমানি রিয়াল। মুসলিম এই দেশটির অর্থনীতি এবং রাজনীতি স্থিতিশীল। দেশটির সরকার প্রতিবছর মুদ্রার মান স্থিতিশীল রাখার জন্য নীতি প্রণয়ন করে থাকে। যার কারণে দেশটিতে মুদ্রাস্ফীতি সবচেয়ে কম দেখা যায়। অনেকে দেশটিতে যাওয়ার পূর্বে ওমানের টাকার মান কত লিখে ইন্টারনেটে সার্চ করে থাকে।

কারণ বেশিরভাগ মানুষের মধ্যে এমন ধারণা প্রচলিত রয়েছে যে দেশের টাকার মান বেশি সে দেশে গেলে সবচেয়ে বেশি টাকা ইনকাম করতে পারবে। তবে ধারণাকে পুরোপুরি সঠিক নয়। আপনি যদি বিদেশে গিয়ে বেশি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাকে জানতে হবে কাঙ্খিত দেশটির সর্বনিম্ন মাসিক বেতন কত। যেসব দেশের সর্বনিম্ন বেতন বেশি সেসব দেশে গেলে আপনি প্রতি মাসে বেশি টাকা ইনকাম করতে পারবেন। বর্তমানে ১ ওমানি রিয়াল সমান বাংলাদেশী ৩০৩.৮৮ টাকা।

আরও পড়ুন: ওমান যেতে কত টাকা লাগে

ওমান টাকার রেট

ওমানে অবস্থানরত প্রবাসীরা প্রতিমাসে কষ্টে উপার্জিত টাকা নিজ দেশে পাঠিয়ে থাকে। এজন্য তাদের ওমান টাকার রেট জানতে হয়। উল্লেখ্য, প্রতিদিন টাকার চাহিদা ও যোগানের কারণে টাকার বিনিময় হার কম বেশি হয়ে থাকে। এজন্য আপনাকে ইন্টারনেটে সার্চ করে আপডেট ওমানের টাকার মান কত জানতে হবে।

ওমানি রিয়াল টু বাংলাদেশী টাকা
ওমানি রিয়াল বাংলাদেশী টাকা
১ রিয়াল  ৩০৩.৮৮ টাকা
১০ রিয়াল ৩,০৩৮.৮ টাকা
১০০ রিয়াল ৩০,৩৮৮ টাকা
১০০০ রিয়াল ৩,০৩,৮৮০ টাকা

ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা

অনেকে ইন্টারনেটে কৌতূহলবশত ওমানের ১ টাকা বাংলাদেশের কত টাকা লিখে সার্চ করে থাকে। বর্তমানে ওমানের ১ রিয়াল সমান বাংলাদেশী ৩০৩.৮৮ টাকা। তবে মনে রাখবেন টাকার মান দিয়ে কখনো দেশ বিচার করা যাবে না। কারণ উন্নত দেশ হওয়া সত্ত্বেও জাপান ও দক্ষিণ কোরিয়ার টাকার মান কিন্তু বাংলাদেশের তুলনায় অনেক কম।

আরও পড়ুন: ওমান থেকে ইতালি কিভাবে যাওয়া যায়

ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা

ওমান প্রবাসীরা দেশে টাকা পাঠানোর আগে ওমানের টাকার মান কত জেনে থাকে। অনেকে ওম্যানের ১০০ রিয়াল বাংলাদেশের কত টাকা লিখে সার্চ করে থাকে। তবে মনে রাখবেন, ইন্টারনেটে সার্চ করে টাকার অফিসিয়াল রেট জানতে পারবেন। এই রেট আপনি ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে পাবেন। তবে নন-ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠালে রেট আরো অনেক বেশি পাবেন। বর্তমানে ওমানের ১০০ রিয়াল বাংলাদেশের ৩০,৩৮৮ টাকা।

আরও পড়ুন: ওমান বেতন কত

Leave a Comment