ওমান ভিসা চেক

ওমানে বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। অনেকে হয়তো ভিসার জন্য আবেদন করার পর ভিসার স্ট্যাটাস চেক করতে চাচ্ছেন। আবার অনেকে হয়তো ভিসা হাতে পাওয়ার পর অনলাইনে ভিসা চেক করতে চাচ্ছেন। এজন্য অবশ্যই ওমান ভিসা চেক করার নিয়ম সম্পর্কে জানতে হবে। এখন ঘরে বসে ইন্টারনেটের সাহায্যে ওমানের ভিসা চেক করতে পারবেন।

এতে দালালের প্রতারণা থেকে রক্ষা পাওয়া সম্ভব। অনেক সময় দেখা যায় বিভিন্ন দালাল এবং এজেন্সির লোকেরা অতিরিক্ত টাকার লোভে কাজের ভিসার টাকা নিয়ে ভিজিট ভিসা হাতে ধরিয়ে দেয়। কখনো আবার জাল ভিসা ধরিয়ে দেয়। তাই সকলের উচিত এজেন্সি কিংবা দালালের কাছ থেকে ভিসাটি হাতে পাওয়া মাত্রই অনলাইনে মোবাইল দিয়ে ওমান ভিসা চেক করে নেওয়া উচিত।

ওমান ভিসা চেক করার নিয়ম

এখন ঘরে বসে মাত্র দুই মিনিটে পাসপোর্ট নাম্বার ও ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ওমান ভিসা চেক সম্পন্ন করতে পারবেন। এজন্য শুধু প্রয়োজন হবে স্মার্টফোন, ইন্টারনেট সংযোগ, ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বার। প্রয়োজনীয় জিনিসপত্র সংগ্রহ করার পর আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করে “Oman Visa Check” সম্পন্ন করতে হবে:

  • প্রথমে আপনাকে আপনার মোবাইলে কিংবা ল্যাপটপে থাকা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করতে হবে।
  • মোবাইল দিয়ে এই কাজটি করলে অবশ্যই ক্রোম ব্রাউজারটি ডেক্সটপ মুডে নিতে হবে। এজন্য আপনার ব্রাউজারটির থ্রি ডট মেনুতে গিয়ে “Desktop site” অপশনে ক্লিক দিতে হবে।
  • এরপর আপনাকে সরাসরি সরকারি ভিসা চেক করার ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। Oman Visa Check লিংকে ভিজিট করার পর আপনার কাছে একটি পেজ আসবে। এই পেজে আপনাকে কিছু ইনফরমেশন দিতে হবে।

  • “Visa Application Number” এই বক্সে আপনাকে ভিসার আবেদন নম্বরটি বসাতে হবে। যেটি আপনি ভিসা পেপারে পেয়ে যাবেন।
  • “Travel Document Number” এই বক্সে আপনাকে ট্রাভেল ডকুমেন্ট নাম্বার বসাতে হবে। এটিও আপনার ভিসার পেপারে পেয়ে যাবেন। এটি আসলে আপনার পাসপোর্ট নাম্বার।
  • “Document’s Nationality” এই বক্সে আপনার জাতীয়তা সিলেক্ট করে দিতে হবে। আপনি যে দেশের নাগরিক সেই দেশের নাম সিলেক্ট করে দিবেন।
  • “Text Verification” এই বক্সে মূলত  ক্যাপচাটি দেখে দেখে বসাতে হবে। ক্যাপচাটি ভালোভাবে বুঝতে না পারলে পাশেই রিফ্রেস বাটন রয়েছে সেখানে ক্লিক দিয়ে নতুন ক্যাপচা নিয়ে আসুন।
  • সর্বশেষ আপনাকে পাশে থাকা “Search” অপশনের ক্লিক দিতে হবে। তাহলে আপনার ভিসার স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে।

এভাবে খুব সহজে যে কেউ চাইলে পাসপোর্ট নাম্বার দিয়ে ওমান ভিসা চেক করতে পারবেন। এজন্য অবশ্যই সঙ্গে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার প্রয়োজন হবে। ভিসার স্ট্যাটাসে সাধারণত পেমেন্টের পিডিএফ ডাউনলোড করার অপশন থাকে। আপনার ভিসার স্ট্যাটাসে যদি “Approved” লেখা থাকে তাহলে বুঝবেন আপনার ভিসাটি অনুমোদিত হয়েছে। এভাবে ওমানের যে কোন ভিসা চেক করে বুঝতে পারবেন আসল নাকি নকল।

ওমান সম্পর্কিত আরো আর্টিকেল পড়তে পারেন

Leave a Comment