পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৪

পর্তুগাল অনেকের কাছে স্বপ্নের দেশ। যারা বিভিন্ন উদ্দেশ্যে স্টুডেন্ট, ভিজিট এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে স্বপ্নের দেশ পর্তুগালে যেতে চান তাদের অবশ্যই পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। এটি ইউরোপের সেনজেনভুক্ত দেশ। যার কারণে আপনি ভিসা ছাড়া ২৭টি দেশে ভ্রমণ করার সুবিধা পাবেন।

পর্তুগাল ইউরোপের কম খরচের দেশ। এখানে উন্নত মানের জীবনযাপনের পরিবেশ পাবেন। উন্নত মানের শিক্ষা এবং চিকিৎসা লাভের সুযোগ পাবেন। যারা পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কাজের জন্য এই দেশে যাবেন তারা ভালো বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তাছাড়া পর্তুগালের নাগরিকত্ব খুব সহজে পাওয়া যায়। স্থায়ীভাবে ইউরোপে বসবাসের জন্য এটি সেরা গন্তব্য হতে পারে।

পর্তুগালে যাওয়ার জন্য অবশ্যই যে কোন ক্যাটাগরির একটি ভিসার প্রয়োজন হবে। পর্তুগাল ভিসা আবেদন করে ভিসা নিতে হবে। এজন্য আপনাকে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। কারণ এই আর্টিকেলে পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

পর্তুগাল ভিসা আবেদন করার নিয়ম

ইউরোপের অন্যতম অভিবাসী বান্ধব দেশ হিসেবে পর্তুগাল পরিচিত। এই দেশকে অভিবাসীদের স্বর্গ বলা হয়। অভিবাসী বান্ধব এই দেশে কাজের উদ্দেশ্যে অনেকেই যেতে চায়। তবে পর্তুগাল ভিসা আবেদন করার সঠিক নিয়ম না জানার কারণে অনেকেই হেনস্থার শিকার হচ্ছে। এজন্য আপনাকে পর্তুগাল ভিসার আবেদনের সঠিক প্রক্রিয়া সম্পর্কে জানতে হবে।

প্রথমে আপনাকে অনলাইনে পর্তুগাল সরকারের জাতীয় ভিসার জন্য পর্তুগাল ভিসা আবেদন ফরম পূরণ করতে হবে। জাতীয় ভিসা শুধু আপনাকে পর্তুগাল ভ্রমণের অনুমোদন দিবে। তবে শেনজেন ভিসা আপনাকে পর্তুগাল ছাড়াও ২৭টি দেশে ভ্রমণের অনুমোদন দিবে।

আপনার উদ্দেশ্য অনুযায়ী ভিসা ক্যাটাগরি সিলেক্ট করে অনলাইনে পর্তুগালের ইমিগ্রেশন ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার পাশাপাশি ফি পরিশোধ করতে হবে। আপনাকে পর্তুগাল দূতাবাসে একটি অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে। সেখানে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনটি জমা দিতে হবে। আপনি ভিসার জন্য অনুমোদিত হলে আপনাকে ভিসা সহ পাসপোর্ট ফেরত দেওয়া হবে। পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে তাদের সরকারি ইমিগ্রেশন ওয়েবসাইট ভিজিট করুন।

আরও পড়ুন: পর্তুগাল বেতন কত

পর্তুগাল যেতে কি কি লাগে

পর্তুগাল ভিসা ক্যাটাগরি অনুযায়ী প্রয়োজনীয় কিছু কাগজপত্র লাগে পর্তুগাল ভিসা আবেদন করার জন্য। নিম্নোক্ত কাগজপত্র ছাড়া ভিসার আবেদন করতে পারবেন না।

  • পাসপোর্ট
  • পাসপোর্ট সাইজের তিন কপি রঙিন ছবি
  • জাতীয় পরিচয় পত্র
  • পর্তুগালের কোন প্রতিষ্ঠানের ভর্তির অফার লেটার (স্টুডেন্ট ভিসার জন্য)
  • কাজের দক্ষতার সার্টিফিকেট (কাজের ভিসার জন্য)
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (কাজের ভিসার জন্য)
  • কাজের অফার লেটার (কাজের ভিসার জন্য)
  • পর্যাপ্ত পরিমাণ ব্যাংক ব্যালেন্স
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট (আইএলটিএস স্কোর ৬+)
  • করোনা ভ্যাকসিনেশন কার্ড
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট
  • মেডিকেল সনদ
  • পর্তুগাল ভিসা আবেদন ফরম
  • ট্রাভেল হিস্ট্রি (টুরিস্ট ভিসার জন্য)

বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার নিয়ম

বাংলাদেশ থেকে পর্তুগাল যাওয়ার জন্য ভিসা প্রয়োজন। এজন্য আপনাকে পর্তুগাল ভিসার জন্য আবেদন করতে হবে। কিন্তু, বর্তমানে বাংলাদেশে পর্তুগালের কোন দূতাবাস নেই। তাই আপনার যদি পর্তুগাল যাওয়ার জন্য যেকোনো ধরনের ভিসা প্রয়োজন হয়, তবে আপনাকে নয়াদিল্লিতে অবস্থিত পর্তুগালের দূতাবাসে আবেদন করতে হবে। যারা পর্তুগাল ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাদের উচিত হবে পরিচিত ব্যক্তির সাহায্যে যাওয়া।

আরও পড়ুন: পর্তুগাল যেতে কত টাকা লাগে

পর্তুগাল পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে যাওয়া যায়

পর্তুগালের পাসপোর্ট বিশ্বে শক্তিশালী অবস্থান দখল করে আছে। এই দেশের পাসপোর্টের অবস্থান বিশ্বে সেরা ৫ এর মধ্যে রয়েছে। আপনি প্রায় ১৯০ টির বেশি দেশে ভিসা ছাড়াই যেতে পারবেন যদি আপনার পর্তুগালের পাসপোর্ট থাকে। আপনি পর্তুগালের পাসপোর্ট দিয়ে ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া, আফ্রিকা এবং ওশেনিয়ার প্রায় সকল দেশেই যেতে পারবেন।

তবে নিম্নোক্ত কিছু দেশে পর্তুগালের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন না:

  • উত্তর কোরিয়া
  • ভুটান
  • চীন
  • কিউবা
  • ইরান
  • রাশিয়া
  • সৌদি আরব
  • তাজিকিস্তান
  • তুর্কমেনিস্তান
  • উজবেকিস্তান
  • ভিয়েতনাম

9 thoughts on “পর্তুগাল ভিসা আবেদন প্রক্রিয়া ২০২৪”

    • আমি এক জন ড্রাইভার আমি গাড়ী চালাই আমাকে একটা ড্রাইভিন চাকরি দিবেন

      Reply
  1. i will go to work.for agricultural work.Any work will be done.Like show salesman and shopping mall salesman etc.

    Reply

Leave a Comment