কাতার একটি মুসলিম দেশ। দেশটিতে অনেকে কোম্পানি ভিসা নিয়ে কর্মরত রয়েছে। আবার সম্প্রতি অনেকে বাংলাদেশ এবং ভারত থেকে কাজের জন্য যেতে চাচ্ছে। তবে বেশিরভাগ মানুষ কাতার কোম্পানি ভিসা সম্পর্কে পরিষ্কার তেমন কিছু জানে না। তাদের উদ্দেশ্যে মূলত এই আর্টিকেলটি লেখা হয়েছে। শেষ পর্যন্ত পড়লে কাতার কোম্পানি ভিসা বেতন কত জানতে পারবেন। পাশাপাশি কোম্পানি ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন।
কাতার একটি উন্নত রাষ্ট্র। তেলের জন্য বিখ্যাত এই রাষ্ট্রে কাজের অনেক সুযোগ রয়েছে। এজন্য অবশ্যই কাজের ভিসার প্রয়োজন। দেশটিতে কাজ করার জন্য কোম্পানি ভিসা অন্যতম। কারণ এই ভিসায় থাকা ও খাওয়ার ব্যবস্থা কোম্পানি ফ্রিতে করে দেয়। তবে কিছু কিছু কোম্পানি শুধু থাকার ব্যবস্থা করে দেয়। এজন্যই মূলত কোম্পানি ভিসার এত চাহিদা।
কাতার কোম্পানি ভিসা আবেদন প্রক্রিয়া
কাতার কোম্পানি ভিসা হলো এক ধরনের কাজের ভিসা যা আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত কাতারের বিভিন্ন কোম্পানিতে কাজ করার অনুমতি দিবে। দেশটির বিভিন্ন কোম্পানি ভিসার মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ দিয়ে থাকে। আপনি সরকারিভাবে বোয়েসেলের মাধ্যমে কাজের জন্য দেশটিতে যেতে পারবেন।
সরকারিভাবে গেলে সাধারণত খরচ কম হয়ে থাকে এবং ভিসা নকল হওয়ার সম্ভাবনা থাকে না। অন্যদিকে, বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি কিংবা দালালের মাধ্যমে কোম্পানির ভিসা নিয়ে দেশটিতে গেলে খরচ বেশি হয়। অনেক সময় কাজ খুঁজে পাওয়া যায় না। কাতার কোম্পানি ভিসা পাওয়ার জন্য প্রথমে আপনাকে প্রয়োজনীয় কিছু কাগজপত্র সংগ্রহ করতে হবে।
এরপর আপনি চাইলে বিশ্বস্ত এজেন্সি কিংবা সরকারিভাবে ভিসার জন্য আবেদন করতে পারবেন। নিজে নিজে ভিসা আবেদন করতে চাইলে প্রথমে কাতারের কোন কোম্পানি থেকে আপনাকে জবের অফার লেটার পেতে হবে। এরপর আপনি কাতার দূতাবাসে গিয়ে ভিসা প্রসেসিং সম্পন্ন করতে পারবেন।
আরও পড়ুন: কাতার ড্রাইভিং ভিসা বেতন কত
কাতার কোম্পানি ভিসা বেতন কত
কাতারের হাজার হাজার কোম্পানি নিয়মিত বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ করছে। প্রবাসী শ্রমিকদের নিয়োগের মাধ্যমে কোম্পানিগুলো কম খরচে বেশি লাভ করছে। কোম্পানিগুলো বিভিন্ন ধরনের কাজের জন্য কর্মী নিয়োগ করে থাকে। এসব কাজের ধরন অনুযায়ী কাতার কোম্পানি ভিসা বেতনের তারতম্য হয়ে থাকে।
এছাড়া আপনার যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতার কারণে বেতন কম বেশি হতে পারে। বর্তমানে কাতার কোম্পানি ভিসা মাসিক বেতন ১০০০ রিয়েল থেকে ২০০০ রিয়াল। তবে যারা ড্রাইভিং পেশায় কোম্পানি ভিসা নিয়ে যাবে তাদের বেতন বেশি হয়। এরা সাধারণত প্রতি মাসে ২০০০ রিয়াল থেকে ৪০০০ রিয়াল পর্যন্ত ইনকাম করতে পারে।
আরও পড়ুন: কাতার যেতে কত টাকা লাগে
কাতার কোম্পানি ভিসা কবে খুলবে
কাতার কোম্পানির ভিসা নিয়ে যেতে আগ্রহীদের বেশিরভাগের প্রশ্ন কাতার কোম্পানি ভিসা কবে খুলবে। এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। যারা কোম্পানি ভিসা নিয়ে যাবেন তাদের অবশ্যই আগের ভিসা প্রসেসিং করতে হবে। এজন্য জানা আবশ্যক কাতার কোম্পানি ভিসা কবে খুলবে।
কারণ ভিসা না খুললে আপনি আবেদন করতে পারবেন না। বর্তমানে কাতার কোম্পানি ভিসা চালু রয়েছে। তবে আপনি যদি আরো সঠিক তথ্য পেতে চান তাহলে কাতার দূতাবাস, প্রবাসী, কিংবা বিশ্বস্ত কোন এজেন্সির কাছ থেকে তথ্য নিতে পারেন।
আরও পড়ুন: কাতার যেতে কত বছর বয়স লাগে
কাতারের বর্তমান অবস্থা
কাতারের কাজের বর্তমান অবস্থা খুব বেশি ভালো না। বেশিরভাগ প্রবাসীদের কাছ থেকে এই তথ্য জানতে পেরেছি। বিশ্বকাপের পরে কনস্ট্রাকশনের কাজ পাওয়া যাচ্ছে না। যার কারণে অনেক প্রবাসী কাতার থেকে বাংলাদেশের ফিরেছেন।
তবে আপনার যদি শিক্ষাগত যোগ্যতা বেশি থাকে এবং ইংরেজি দক্ষতা থাকে তাহলে দেশটিতে আরো ভালো ধরনের কাজ করতে পারেন। হোটেল, রেস্টুরেন্ট এবং দোকানে কাজ করতে পারবেন। তবে এক্ষেত্রে ভালো কমিউনিকেশন স্কিল থাকা লাগবে।