আপনি কি Tufnil এর কাজ কি জানতে চান? টাফনিল ট্যাবলেটটি এসকেএফ ফার্মাসিটিক্যালস লিমিটেড কোম্পানি বাজারজাত করে থাকে। এই ওষুধের জেনেরিক নাম হলো টলফেনামিক এসিড। এটিতে ২০০ মিলিগ্রাম টলফেনামিক এসিড রয়েছে। বাজারে এটি শুধু ট্যাবলেট আকারেই পাওয়া যায়।
Tufnil এর কাজ কি
টাফনিল ট্যাবলেটটি বিভিন্ন রকম সমস্যার জন্য কাজ করে থাকে যা নিচে তালিকা করে উল্লেখ করে দেওয়া হলো:
- পেশিতে ব্যথা হলে
- হালকা থেকে তীব্র মাথা ব্যথা
- মাইগ্রেন জনিত মাথা ব্যাথা (সাধারণত মাথার একপাশে হয়ে থাকে)
- আঘাতজনিত যেকোনো ব্যথা
- অপারেশন করে কাটা-ছেঁড়া করার ফলে ব্যথা
- জ্বর জনিত ব্যথার জন্য নির্দেশিত
- অপারেশন পরবর্তী ব্যথার জন্য নির্দেশনা করা হয়
- যেকোনো সাধারণ ব্যথায় নির্দেশিত
টাফনিল কিসের ঔষধ?
টাফনিল ট্যাবলেট যেকোনো প্রকার তীব্র মাথা ব্যথার অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। বিশেষ করে যাদের মাইগ্রেনজনিত ব্যথা রয়েছে তারা এই ওষুধ সেবন করতে পারেন। এছাড়া আরো কিছু সমস্যার জন্য এই ওষুধ ব্যবহার করা হয়।
টাফনিল ট্যাবলেট খাওয়ার নিয়ম
টাফনিল মাথা ব্যথার একটি কার্যকরী ওষুধ হলেও এই ওষুধ সেবনে রয়েছে ব্যাপক জটিলতা। ব্যথার জন্য কাজ করে এমন যেকোনো ওষুধ শরীরের মারাত্মক ক্ষতি করে থাকে। তাই এই ধরনের ওষুধ সেবনের আগে একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। অবশ্যই আপনি এই ওষুধ খাওয়ার সঠিক নিয়ম জেনে নেবেন।
এখন আমরা ওষুধের লেবেলে যে নিয়ম রয়েছে সেটি সম্পর্কে জানবো। তবে চিকিৎসক সাধারণত আপনার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবং রোগের মাত্রা নির্ধারণ করে ওষুধ খাওয়ার সেবন বিধি আপনাকে জানাবে। যাদের তীব্র মাথাব্যথা রয়েছে তারা ২০০ মিলিগ্রাম একটি ট্যাবলেট প্রথম উপসর্গ দেখা দেওয়ার ১ থেকে ২ ঘন্টা পর সেবন করবেন।
যাদের হালকা থেকে মধ্যম পর্যায়ের মাথাব্যথা রয়েছে তারা প্রতিদিন ২০০ মিঃগ্রাঃ একটি ট্যাবলেট সম্পূন্ন কিংবা অর্ধেক ট্যাবলেট (১০০মিঃগ্রাঃ) দিনে তিনবার সেবন করবেন। এটি যেহেতু ব্যথানাশক ট্যাবলেট যেহেতু অবশ্যই একটি গ্যাসের ট্যাবলেট খাবেন। তবে আগে Tufnil এর কাজ কি জেনে নিবেন।
টাফনিল এর পার্শ্বপ্রতিক্রিয়া
টাফনিল ট্যাবলেট খেলে যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা যায় সেগুলো হলো:
- ঘুম ঘুম ভাব
- পেটে ব্যথা হতে পারে
- কোমা
- শ্বাসপ্রণালীর সমস্যা
- ডায়রিয়া হতে পারে
- কানে ভোঁ ভোঁ শব্দ
- ক্ষুধামন্দা দেখা দিতে পারে
- খিচুনির সমস্যা
- মাথা ব্যথা হতে পারে
- ক্লান্তি অনুভব হতে পারে
- শিহরণ সমস্যা
- কাঁপুনি হতে পারে
- বমি বমি ভাব হতে পারে
- মুর্ছা যাওয়া
- কারো কারো উত্তেজনা
- মাথা ঘোরা
যেকোনো প্রতিক্রিয়া তীব্র হলে অতি শীঘ্রই চিকিৎসকের কাছে যাবেন।
টাফনিল ট্যাবলেট এর দাম কত
২০০ মিঃগ্রাঃ প্রতিটি টাফনিল ট্যাবলেট এর মূল্য মাত্র ১০ টাকা। প্রতি পাতা ট্যাবলেট এর মূল্য ১০০ টাকা মাত্র। প্রতি বক্স ওষুধের মূল্য ৬০০ টাকা মাত্র। এই ওষুধের মূল্য যে কোন সময় পরিবর্তন হতে পারে। আপনি আপনার হাতের নাগালের যেকোনো ফার্মেসি থেকে এই ট্যাবলেট ক্রয় করতে পারবেন।

ফ্রি ভিসা পরামর্শ পেতে, প্রশ্ন জিজ্ঞেস করতে কিংবা আপডেট পেতে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিংকে ক্লিক দিয়ে জয়েন হোন। টেলিগ্রাম চ্যানেল লিংক: বিডি ভিসা আপডেট