অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা যায়। সকল দেশের ভিসা চেক করা সম্ভব। এজন্য আপনাকে দেশের নাম দিয়ে গুগলে সার্চ করতে হবে। যেমন: ইতালি ভিসা চেক, মালয়েশিয়া ভিসা চেক, সৌদি ভিসা চেক ইত্যাদি। এসব কিওয়ার্ড দিয়ে সার্চ ইঞ্জিনে সার্চ দিলে কাঙ্খিত দেশটির ভিসা যাচাই করতে পারবেন। বিদেশে শিক্ষা, ভ্রমণ এবং কাজ করার জন্য ভিসা বাধ্যতামূলক।
বাংলাদেশ থেকে মানুষ প্রতিবছর বিভিন্ন দেশে বিভিন্ন উদ্দেশ্যে নিয়ে যায়। বিদেশে যাওয়ার জন্য ভিসা করতে হয়। অনেকে দালাল কিংবা বিভিন্ন এজেন্সির মাধ্যমে ভিসা প্রসেসিং করে থাকে। আমাদের দেশে ভিসা নিয়ে সবচেয়ে বেশি প্রতারণা হয়ে থাকে। তাই কাঙ্ক্ষিত দেশের ভিসাটি হাতে পাওয়া মাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে নেওয়া উচিত।
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম
বাংলাদেশ থেকে অসংখ্য মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন প্রয়োজনে পাড়ি জমাচ্ছে। যেকোনো দেশে যাওয়ার জন্য ভিসা প্রয়োজন। ভিসা হাতে পাওয়ার পর অনেকের মনে সন্দেহ জাগে। এজন্য তারা গুগলে সার্চ করে থাকে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করার নিয়ম লিখো। দেশ অনুযায়ী ভিসা চেক করার নিয়ম আলাদা। তাই আপনাকে দেশের নামসহ গুগল সার্চ ইঞ্জিনে সার্চ করতে হবে। নিচের টেবিলটিতে বিভিন্ন দেশের ভিসা চেক করার নিয়ম উল্লেখ করা হয়েছে। আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত লিংকটিতে ক্লিক করে অনলাইনে যাচাই করতে পারবেন।
ক্রমিক নম্বর | আর্টিকেল লিংক |
---|---|
১ | ইন্ডিয়ান ভিসা চেক |
২ | সৌদি ভিসা চেক |
৩ | মালয়েশিয়া ভিসা চেক |
৪ | সার্বিয়া ভিসা চেক |
৫ | ইতালি ভিসা চেক |
৬ | কাতার ভিসা চেক |
৭ | ওমান ভিসা চেক |
৮ | সিঙ্গাপুর ভিসা চেক |
৯ | দুবাই ভিসা চেক |
১০ | কুয়েত ভিসা চেক |
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করা কেন প্রয়োজন?
অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে যেকোনো দেশের যেকোনো ধরনের ভিসা যাচাই করা যায়। প্রতিটি দেশের ভিসা চেকিং ওয়েবসাইটের মাধ্যমে ভিসা যাচাই করতে পারবেন। দালাল কিংবা এজেন্সির কাছ থাকে ভিসা হাতে পাওয়া মাত্র যাচাই করা দরকার। কারণ–
- অনলাইনে পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করে ভিসার ধরন সম্পর্কে জানা যায়। যেমন: স্টুডেন্ট ভিসা, ভিজিট ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা ইত্যাদি।
- ভুয়া ভিসা সনাক্ত করা যায়।
- জালিয়াতি রোধ করা যায়।
- প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়া যায়।
- ভিসার মেয়াদ জানা যায়।
- ভিসার শর্তাবলী সম্পর্কে জানা যায়।
- ভিসা চেক করে নিশ্চিত হলে দুশ্চিন্তা কমে যায়।
- অনাকাঙ্ক্ষিত ঝামেলা থেকে রেহাই দেয়।
Hi