ভোটার আইডি কার্ড চেক (নতুন ও পুরাতন)

ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত যেকোনো ধরনের ঝামেলা থেকে রেহাই পেতে নতুন কিংবা পুরাতন ভোটার আইডি কার্ড চেক করা উচিত। আইডি কার্ড চেক করে নিশ্চিত হতে পারবেন তথ্য সঠিক আছে কিনা, আইডি কার্ড আসল নাকি নকল। এজন্য আপনাকে অনলাইনে ভোটার আইডি কার্ড চেক করতে হবে।

তথ্য প্রযুক্তির কল্যাণে ইন্টারনেট ব্যবহার করে ঘরে বসে যে কেউ চাইলে আইডি কার্ড চেক করতে পারবেন। স্মার্টফোন কিংবা কম্পিউটার দিয়ে খুব সহজে এই কাজটি করতে পারবেন। তবে এজন্য অবশ্যই ইন্টারনেট সংযোগ অপরিহার্য। পাশাপাশি কিছু ইনফরমেশন থাকলে ঘরে বসেই পুরাতন কিংবা নতুন যেকোনো ধরনের ভোটার আইডি কার্ড চেক করে নিতে পারবেন।

ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম

নতুন কিংবা পুরাতন আইডি কার্ড চেক করার অনলাইনে অনেক ধরনের পদ্ধতি রয়েছে। অনেকে সর্বজনীন পেনশন ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে এনআইডি কার্ড চেক করে থাকে। আবার অনেকে ভূমি উন্নয়ন করের ওয়েবসাইট Idtax এর মাধ্যমে জাতীয় পরিচয় পত্র অনলাইনে চেক করে থাকে।

এই আর্টিকেলে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের ওয়েবসাইট ব্যবহার করে ভোটার আইডি কার্ড চেক করার নিয়ম দেখানো হবে। অনলাইনে নতুন ও পুরাতন ভোটার আইডি কার্ড চেক করার জন্য নিম্নে উল্লেখিত ধাপগুলো ধারাবাহিকভাবে অনুসরণ করতে হবে:

  • প্রথমে বাংলাদেশ সরকারের ভূমি উন্নয়ন কর প্রদানের ওয়েবসাইটে ভিজিট করতে হবে। গুগলে “idtax bd” লিখলে প্রথমে চলে আসবে। আপনি চাইলে সরাসরি উক্ত লেখায় ক্লিক দিলে ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন।
  • ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটে ভিজিট করার পর ‘নাগরিক কর্নার‘ নামক অপশনে ক্লিক দিয়ে ‘নাগরিক নিবন্ধন’ সম্পন্ন করতে হবে। “নাগরিক নিবন্ধন” অপশনটি সিলেক্ট করা না থাকলে সিলেক্ট করে নিবেন।
  • নাগরিক নিবন্ধন করার জন্য প্রথমে আপনাকে একটি সচল মোবাইল নাম্বার ভেরিফিকেশন করতে হবে। মোবাইল নাম্বার ও ক্যাপচাটি সঠিকভাবে পূরণ করার পর “পরবর্তী পদক্ষেপ” অপশনে ক্লিকে দিলে পরবর্তী পেজে ওটিপি কোড বসানোর বক্সে আসলে কোডটি বসিয়ে ভেরিফিকেশন করে ফেলুন।
  • মোবাইল নাম্বার ভেরিফিকেশন করার পর আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে। ছোট ও বড় হাতের লেটারের সংমিশ্রণে একটি পাসওয়ার্ড সেট করুন। অবশ্যই তাতে সংখ্যা এবং প্রতীক চিহ্ন (#@&+-) রাখবেন। তারপর নিচে থাকা গাণিতিক ক্যাপচাটি পূরণ করুন। এরপর “সংরক্ষণ করুন” অপশনে ক্লিক দিয়ে পাসওয়ার্ড সেট করতে হবে।
  • এরপর আপনাকে নাগরিক লগইন করতে হবে। ভূমি উন্নয়ন করের ওয়েবসাইটে গিয়ে  নাগরিক কর্নার অপশনে গেলে নাগরিক লগইন অপশন পাবেন। সেখানে মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগইন করবেন।

নাগরিক লগইন করার পর আপনাকে স্বাগতম জানাবে। এনআইডি ভেরিফাই করার জন্য আপনাকে থ্রিডট মেনুতে গিয়ে “এনআইডি ভেরিফাই করুন” অপশনে ক্লিক করতে হবে। তারপর আপনাকে ভোটার আইডি কার্ডের নাম্বার ও জন্ম তারিখ সঠিকভাবে বসাতে হবে। বসানোর পর আপনাকে “যাচাই ও হালনাগাদ করুন” অপশনে ক্লিক করতে হবে।

আরও পড়ুন: ভোটার আইডি কার্ড অনলাইন কপি ডাউনলোড

তাহলেই দেখবেন মোবাইলে নাম্বারের পরিবর্তে ভোটার আইডি কার্ডের নাম প্রদর্শন করছে। পুনরায় থ্রি ডট মেনুতে ক্লিক করে “প্রোফাইল” অপশনে ক্লিক করবেন তাহলে জাতীয় পরিচয় পত্রের যাবতীয় তথ্য দেখতে পারবেন। এভাবে আপনি নতুন ও পুরাতন ভোটার আইডি কার্ড চেক করতে পারেন।

Leave a Comment