কানাডা যাওয়ার খরচ কত ২০২৪ (যেতে কত টাকা লাগে)

কানাডা যাওয়ার খরচ কত জানতে চাইলে অবশ্যই এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। তাহলে জানতে পারবেন কানাডা যেতে কত টাকা লাগে। এছাড়া কানাডা ভিসা খরচ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ইউরোপের উন্নত দেশগুলোর মধ্যে কানাডা অন্যতম একটি বৃহত্তম দেশ। প্রতিবছর লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন দেশ থেকে বিভিন্ন উদ্দেশ্যে এই দেশে পাড়ি জমাচ্ছে।

তাদের কেউ হয়তো ওয়ার্ক পারমিটের আশায়, কেউ হয়তো পড়াশোনার উদ্দেশ্যে, আবার কেউ হয়তো ভ্রমণ কিংবা চিকিৎসার জন্য যাচ্ছে।

স্বপ্নের এই দেশে যেতে হলে আগে থেকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। কানাডা ভিসা খরচ সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে।

এছাড়া কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে ধারণা রাখতে হবে। নতুবা, ভিসা পাওয়ার সহজ উপায় জেনেও কোন লাভ হবে না।

অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে উন্নত দেশ হওয়ায় এই দেশে ভালো বেতনে কাজ করা যায় এবং ভালো মানের শিক্ষা অর্জন করা যায়। এছাড়া উন্নত চিকিৎসা ব্যবস্থা তো রয়েছেই।

কানাডা যাওয়ার খরচ কত

কানাডা যাওয়ার সম্পূর্ণ খরচ নির্ভর করে কানাডা ভিসা ক্যাটাগরি এর উপর। ভিসা ক্যাটাগরি অনুযায়ী কানাডা ভিসা খরচ নির্ধারিত হবে।

কয়েক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে। সেগুলো হলো কানাডা কৃষি ভিসা, টুরিস্ট ভিসা, জব ভিসা / ওয়ার্ক পারমিট ভিসা এবং স্টুডেন্ট ভিসা।

এছাড়া আরও অনেক ক্যাটাগরি থাকতে পারে। তবে এসব ক্যাটাগরিতেই মানুষ সবচেয়ে বেশি কানাডা ভিসার জন্য আবেদন করে থাকে।

কানাডা যাওয়ার খরচ
ভিসা ক্যাটাগরি  আনুমানিক খরচ (৳)
টুরিস্ট ভিসা  ৪ লক্ষ
স্টুডেন্ট ভিসা  ৫ লক্ষ
ওয়ার্ক পারমিট ভিসা  ১২ লক্ষ
 কৃষি ভিসা  ৮ লক্ষ

কানাডা ভিসার দাম ও খরচ কত

কানাডা ভিসা খরচ (আনুমানিক)
ভিসা ক্যাটাগরি আবেদন ফি (কানাডিয়ান ডলার) প্রসেসিং ফি (কানাডিয়ান ডলার) সম্ভাব্য অতিরিক্ত খরচ (কানাডিয়ান ডলার)
টুরিস্ট ভিসা  185 প্রযোজ্য নয়  200
স্টুডেন্ট ভিসা 300 150 200
ওয়ার্ক পারমিট ভিসা 150-275 কাজের উপর নির্ভরশীল 200
পার্মানেন্ট রেসিডেন্ট ভিসা 495 825-1,225 200

কানাডা যেতে কি কি ডকুমেন্টস লাগে?

  • পাসপোর্ট
  • ভিসা আবেদন ফর্ম
  • ভিসা ফি
  • অভিবাসন ইচ্ছাপত্র
  • জাতীয় পরিচয়পত্র
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট
  • পাসপোর্ট সাইজের ছবি
  • প্রমাণপত্র (ব্যাংক স্টেটমেন্ট, কর্মসংস্থান সনদ, বা বিনিয়োগের প্রমাণ)
  • মেডিকেল সার্টিফিকেট
  • পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট

এছাড়া ভিসা ক্যাটাগরি অনুযায়ী নিম্নোক্ত ডকুমেন্টস লাগবে।

  • টুরিস্ট ভিসা: আপনার ভ্রমণের উদ্দেশ্য এবং কানাডায় থাকার সময়সীমা প্রমাণ করার জন্য কাগজপত্র জমা দিন। উদাহরণস্বরূপ: ভ্রমণের টিকিট, হোটেল বুকিং, বা ব্যবসায়িক আমন্ত্রণপত্র।
  • স্টুডেন্ট ভিসা: কানাডার একটি স্বীকৃত প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য ভর্তি হওয়ার ডকুমেন্টস প্রমাণ হিসেবে জমা দিন। উদাহরণস্বরূপ: ভর্তিপত্র, টিউশন ফির প্রমাণ, এবং আর্থিক সাপোর্ট সার্টিফিকেট।
  • ওয়ার্ক পারমিট ভিসা: স্পনসরশিপ চুক্তি, বা নিয়োগপত্র।
  • স্থায়ী বসবাস ভিসা: আর্থিক সাবলম্বন, আপনার শিক্ষাগত যোগ্যতা, এবং আপনার ভাষা দক্ষতার প্রমাণ।

প্রয়োজনীয় ডকুমেন্টস ঠিক থাকলে কানাডা যাওয়ার খরচ কত তা জেনে খুব সহজে স্বপ্নের দেশে পাড়ি জমাতে পারবেন। আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল। যেকোনো ধরনের পরামর্শ কিংবা জিজ্ঞাসা থাকলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না।

কানাডা ভিসা সম্পর্কিত আরও আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
কানাডা যাওয়ার যোগ্যতা
কানাডা ভিসা ক্যাটাগরি
কানাডা শ্রমিক ভিসা
কানাডা কৃষি ভিসা
কানাডা জব ভিসা

7 thoughts on “কানাডা যাওয়ার খরচ কত ২০২৪ (যেতে কত টাকা লাগে)”

  1. ফুট পেকেজিং কাজ,, ভিসা আছে বা পাওায়া জায়, টাকা কতো

    Reply
  2. ভিজিট ভিসা নিয়ে জাওয়ার পর কেনাডায় বসবাস করার সুযোগ সুবিধা হবে তো জানাবেন প্লিজ ধন্যবাদ

    Reply
    • কানাডা ভিজিট ভিসার মেয়াদ থাকে সাধারণত দুই তিন মাস। এরপর আপনি অবৈধ অভিবাসী হিসেবে বিবেচিত হবেন। তবে এই সময়ের মধ্যে আপনি যদি কোন কাজ খুঁজে পান তাহলে কানাডা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করতে পারবেন। এ বিষয়ে আরো সঠিক তথ্য পেতে একজন কানাডিয়ান প্রবাসীর কাছ থেকে তথ্য নিন। কারণ প্রতিনিয়ত অভিবাসী আইন কানুন পরিবর্তন হয়।

      Reply

Leave a Comment