কানাডা জব ভিসা ২০২৪ সম্পর্কে বিস্তারিত

কানাডা উন্নত দেশ হওয়ায় কানাডা জব ভিসা নিয়ে সবাই এই দেশে যেতে চায়। কারণ এই দেশে কাজের চাহিদা অনেক বেশি। এছাড়া উন্নত জীবন যাপন মান তো রয়েছেই।

এই দেশের বিভিন্ন কোম্পানি প্রতিবছর সার্কুলার দিয়ে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে বিভিন্ন দেশ থেকে। আমাদের দেশ থেকে অনেক চাকরি প্রত্যাশা স্বপ্নের এই দেশে জব করতে চায়।

তবে এই দেশে জব করার উদ্দেশ্যে গেলে বাধ্যতামূলক কানাডা জব ভিসা করতে হবে। আজকের এই আর্টিকেলটি কানাডা জব ভিসা সম্পর্কে লেখা হয়েছে।

কানাডা জব ভিসা আবেদন করার নিয়ম

কানাডা জব ভিসা পেতে হলে অবশ্যই ফরম সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে হবে। কানাডা সরকারি ওয়েবসাইটে আবেদন করতে হয়।

আবেদন করার বেশ কয়েকটি ওয়েবসাইট রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য জনপ্রিয় ওয়েবসাইটটি হলো www.jobbank.gc.ca ।  কয়েকটি ধাপ অনুসরণ করে আপনি খুব সহজে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

  • প্রথমে আপনাকে উক্ত ওয়েবসাইটে ভিজিট করতে হবে। এরপর নিজের ইনফরমেশন ব্যবহার করে একটা প্রোফাইল তৈরি করে নিতে হবে। অবশ্যই সঠিক ইনফরমেশন ব্যবহার করতে হবে।
  • অ্যাকাউন্ট তৈরি করা সম্পন্ন হলে আপনাকে জব খুঁজে বের করতে হবে। এজন্য আপনাকে ওয়েবসাইটের Job Search অপশন ব্যবহার করতে হবে। এই অপশন ব্যবহার করে খুব সহজে নিজের চাহিদা মত পছন্দ অনুযায়ী জব খোঁজাখুঁজি করে বের করতে পারবেন।
  • জব খুঁজে বের করার পর অবশ্যই সেই জবের জন্য আবেদন করতে হবে। “how to apply” অপশনে ক্লিক দিয়ে আবেদন করতে হবে। প্রয়োজনীয় সকল তথ্য দিয়ে এভাবে কানাডা জব ভিসার আবেদন করতে হবে। তবে আলাদাভাবে আপনাকে কানাডা ভিসা আবেদন ফরম সংগ্রহ করে অনলাইনে আবেদন করতে হবে।

কানাডা ওয়ার্ক পারমিট ভিসা করতে কি কি ডকুমেন্টস লাগে?

কানাডায় ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে গেলে অবশ্যই কিছু কাগজপত্রের প্রয়োজন হবে। কানাডা জব ভিসা আবেদন ফরম পূরণ করার করার সময় এসব কাগজপত্র অবশ্যই লাগবে।

  • বৈধ পাসপোর্ট ( কমপক্ষে ছয় মাস মেয়াদি)
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • মেডিকেল সার্টিফিকেট
  • ব্যাংক স্টেটমেন্ট
  • জাতীয় পরিচয় পত্র
  • জন্ম নিবন্ধন সনদ
  • কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • কানাডা ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম
  • ভিসা পে রশিদ
  • ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট

কানাডা জব ভিসা খরচ কত?

কানাডার জব ভিসার মেয়াদ সাধারণত ১ থেকে ৩ বছরের হয়ে থাকে। ভিসার মেয়াদ যত বেশি হবে খরচ তত বেশি হবে। একটি ভিসা করতে নানা রকম খরচ হয়ে থাকে। তার মধ্যে উল্লেখযোগ্য খরচ গুলো হলো ভিসা ফি, এজেন্সি ফি এবং অন্যান্য খরচ।

প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কানাডা যাওয়ার জব ভিসার খরচ অনেক কম। তবে ভিসা প্রসেসিং বিভিন্ন এজেন্সি সহায়তায় এ ধরনের কাজ করলে অনেক বেশি টাকা লাগে।

বর্তমানে কানাডা জব ভিসা করতে আনুমানিক প্রায় ৭ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা। বাংলাদেশের মানুষ সাধারণত এজেন্সি ও দালালের সাহায্য নিয়ে স্বপ্নের দেশ কানাডায় যায়।

যার কারণে খরচ তুলনামূলক বহুগুণ বেশি হয়ে থাকে। কানাডা ভিসা পাওয়া অনেক কঠিন। আর এ দেশের ভিসা চাহিদা তুঙ্গে। অবৈধ পথে কানাডা যাওয়া অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

তাই অবৈধ পথে ভুলেও যাবেন না। প্রয়োজনে আপনি সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় জেনে নিতে পারেন। সরকারিভাবে স্বপ্নের এই দেশে যেতে পারলে খরচ অনেক কম পড়ে।

জব ভিসায় কানাডা যাওয়ার যোগ্যতা

কানাডা যাওয়ার যোগ্যতা না থাকলে কানাডার ভিসার আবেদন করতে পারবেন না। কানাডা ভিসা ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা  আলাদা হয়ে থাকে। স্বপ্নের এই দেশে জব করার উদ্দেশ্যে যেতে চাইলে অবশ্যই আইইএলটিএস স্কোর সর্বনিম্ন ৬ হতে হবে।

আবেদনকারীর সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। অবশ্যই ব্যাংক ব্যালেন্স হিসেবে সর্বনিম্ন ৩০ লক্ষ টাকা প্রদর্শন করতে হবে। আবেদনকারীকে অবশ্যই এইচএসসি পাশ করতে হবে।

কানাডা জব ক্যাটাগরি

কাজের অভিজ্ঞতা থাকলে কানাডায় উচ্চ বেতনে অনেক কাজ পাওয়া যায়। এজন্য অবশ্যই আপনাকে বৈধ পথে এই দেশে যেতে হবে। নতুবা প্রথম অবস্থায় কাজ পেতে অনেক কষ্ট হবে। যোগ্যতা অনুযায়ী এই দেশে বিভিন্ন ক্যাটাগরির সব পাওয়া যায়।

তবে শিক্ষাগত যোগ্যতা খুব বেশি না হলে দক্ষতার ভিত্তিতে এই দেশে কাজ করে ভালো টাকা উপার্জন করা সম্ভব। এই দেশের প্রতিটি কাজের গুরুত্ব রয়েছে।

চাকরি ভেদে বেতনের খুব বেশি পার্থক্য হয় না। জব খোঁজার পূর্বে অবশ্যই জেনে নিবেন কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কানাডা সর্বনিম্ন বেতন কত

এদেশের সরকার সাধারণত প্রতি ঘন্টায় কাজ করার জন্য মজুরি নির্ধারিত করে দিয়ে থাকে। এটাকে সর্বনিম্ন মজুরি বলা হয়। তবে সর্বোচ্চ মজুরি নির্ধারিত নয়। কানাডার চাহিদাসম্পন্ন কিছু কাজের তালিকা নিচে দেওয়া হলো:

  • কন্সট্রাকশন
  •  ড্রাইভিং
  •  মেকানিক্যাল
  • ডেলিভারি
  •  কৃষি কাজ
  •  রেস্টুরেন্ট
  •  কোম্পানি
  • প্লাম্বার
  •  ক্লিনার
  •  ইলেকট্রিক্যাল

কানাডা ভিসা সম্পর্কিত আরও আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়
কানাডা যাওয়ার খরচ কত
কানাডায় কোন কাজের চাহিদা বেশি
কানাডা ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার নিয়ম
কানাডায় সর্বনিম্ন বেতন কত

2 thoughts on “কানাডা জব ভিসা ২০২৪ সম্পর্কে বিস্তারিত”

    • It’s difficult to say definitively which province in Canada is best for cleaning jobs for Bangladeshi immigrants. You can try searching for “[cleaning jobs Canada]” and see which provinces have the most openings.

      Reply

Leave a Comment