সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৪ [Full Guide]

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় জেনে স্বপ্নের এই দেশে গেলে প্রসেস সবচেয়ে সহজ হয় এবং খরচ কম হয়। এছাড়া অন্যান্য সুযোগ-সুবিধা অনেক বেশি পাওয়া যায়। জীবন মান বিবেচনায় কানাডার অবস্থান শীর্ষ তৃতীয় স্থানে রয়েছে। অভিবাসীদের নিকট কানাডা পছন্দের এক নম্বরে।

এই দেশে গেলে পাবেন উন্নত জীবনযাপন, উন্নত মানের পড়াশোনার পরিবেশ এবং উচ্চ বেতনের চাকরি। বিশ্বের সকল দেশের স্টুডেন্টের কাছে কানাডা উচ্চশিক্ষার জন্য পছন্দের শীর্ষ রয়েছে। এছাড়া ভ্রমণের ক্ষেত্রেও কানাডা পছন্দের শীর্ষ তালিকায় রয়েছে।

শিক্ষার্থী, চাকরি প্রত্যাশী এবং ভ্রমণ প্রিয় মানুষের জন্য কানাডা সেরা দেশ হতে পারে। এদেশের সরকার অভিবাসীদের বিভিন্ন ধরনের ভিসা দিয়ে থাকে। এর মধ্যে কিছু বিষয় রয়েছে স্থায়ী এবং কিছু বিষয় রয়েছে অস্থায়ী।

কানাডা ভিসা ক্যাটাগরি

কানাডা সরকার অভিবাসীদের জন্য বিভিন্ন ধরনের বিষয় ক্যাটাগরি অফার করে থাকে। নিম্নে সেগুলো উল্লেখ করা হলো:

  • ভিজিটর ভিসা
  • স্টাডি পারমিট ভিসা
  • ওয়ার্ক পারমিট ভিসা
  • ফ্যামিলি স্পন্সরশিপ ভিসা
  • এক্সপ্রেস এন্ট্রি ভিসা
  • পিএনপি ভিসা (Provincial Nominee Program (PNP)

সরকারিভাবে কানাডা যাওয়ার উপায়

স্বপ্নের দেশ কানাডায় সরকারিভাবে যেতে হলে অবশ্যই আপনার সর্বনিম্ন IELTS স্কোর ৬ থাকতে হবে। ভ্রমণ করার উদ্দেশ্যে কানাডা গেলে অবশ্যই ইলেকট্রিক ট্রাভেল অথোরাইজেশন সংগ্রহ করতে হবে।

জব করার উদ্দেশ্যে ওয়ার্ক পারমিট নিয়ে গেলে অবশ্যই প্রতিষ্ঠানে আবেদন করে চাকরি নিতে হবে। সরকারিভাবে এই দেশে যেতে হলে অবশ্যই কানাডা যাওয়ার যোগ্যতা পূরণ করতে হবে।

কানাডা ভিসা ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত জানতে হবে। কারণ ভিসা ক্যাটাগরি অনুযায়ী যোগ্যতা ভিন্ন হয়ে থাকে। প্রয়োজনীয় সকল ডকুমেন্টস থাকলে কানাডা ভিসা আবেদন লিংকে গিয়ে ফরম পূরণ পারেন। এজন্য কানাডার নির্ধারিত সরকারি ওয়েবসাইটি ভিজিট করতে হবে।  কানাডা ভিসা আবেদন ফরম পূরণ করার সময় সতর্কতা অবলম্বন করতে হবে। যাতে কোন ধরনের ভুল না হয়। বিশেষ করে নিজের নামের ক্ষেত্রে। কারণ এসব ইনফরমেশন পূরণ করতে ভুল হলে সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় জেনেও লাভ নেই। কারণ আপনার ভিসা অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে।

কানাডা যেতে কি কি ডকুমেন্টস লাগে?

  • সর্বনিম্ন ৬ মাস মেয়াদ থাকা একটি পাসপোর্ট
  • জন্ম নিবন্ধন
  • ১৮ এর বেশি বয়সীদের জন্য জাতীয় পরিচয়পত্র
  • IELTS সার্টিফিকেট
  • একাডেমিক সার্টিফিকেট
  • একটি নির্দিষ্ট পরিমাণ ব্যাংক ব্যালেন্স
  • কাজের অভিজ্ঞতার সনদপত্র (কাজের বয়স ১০ বছরের বেশি হতে হবে)
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট
  • আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি
  • কানাডা ভিসা আবেদন ফরম
  • অন্যান্য কাগজপত্র
  • মেডিকেল রিপোর্ট
  • ফিরে আসার প্রতিশ্রুতিপত্র
  • আবেদনকারী বিবাহিত হলে প্রয়োজনীয় প্রমাণপত্র
  • কানাডার শিক্ষা প্রতিষ্ঠানের অফার লেটার (শিক্ষার্থীদের জন্য)
  • ভ্রমণ ভিসায় গেলে ভালো ট্রাভেল ইতিহাস থাকতে হবে

কানাডায় যেতে কত বয়স লাগে?

কানাডায় যেতে ভিসা ক্যাটাগরি অনুযায়ী বয়স লাগে। কেউ যদি জবের উদ্দেশ্যে বা ওয়ার্ক পারমিট নিয়ে স্বপ্নের এই দেশে পাড়ি জমাতে চায় তাহলে অবশ্যই আবেদনকারীর বয়স সর্বনিম্ন ২১ বছর হতে হবে। তবে পড়াশোনার জন্য বা অন্যান্য ভিসা নিয়ে গেলে আবেদনকারী বয়স সর্বনিম্ন ১৮ বছর হতে হবে। সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় জেনেও লাভ হবে না যদি বয়সের আবশ্যিক শর্ত পূরণ করতে না পারেন। নির্ধারিত বয়স না হলে এই দেশে যাওয়ার ভিসা পাবেন না।

কানাডা যাওয়ার এজেন্সি

এজেন্সির মাধ্যমে বিদেশ ভ্রমণ অনেক ঝুঁকিপূর্ণ। যে কোন দেশে যেতে চাইলে অবশ্যই সেই দেশের হাই কমিশনের সাথে যোগাযোগ করুন। কানাডা ভিসা নিয়ে কাজ করে এমন কিছু কানাডা ভিসা প্রসেসিং এজেন্সির নাম নিচে উল্লেখ করা হলো:

কানাডা ভিসা প্রসেসিং এজেন্সি ইন বাংলাদেশ
ক্রমিক নং এজেন্সি নাম ঠিকানা ওয়েবসাইট
কানাডা ভিসা প্রসেসিং সেন্টার ১১৬ কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ১২০৫ https://visaprocessingcenter.com/
ওয়েস্টফোর্ড ইমিগ্রেশন সার্ভিসেস হাউস নং ১৫, রোড নং ০৭, ঢাকা ১২১২ http://www.westfordbd.com/
লেগাটো ইমিগ্রেশন অ্যান্ড ভিসা কনসাল্ট্যান্টস (LIVC) এপ্ট# বি২, সুপার নোভা, হাউস# ১০৭, ১২১৩ রোড নং ১৩, ঢাকা ১২১৩ https://livcs.com/
স্টাডি ইন কানাডা এডমিশন সেন্টার ৯৯, ঢাকা ট্রেড সেন্টার, করিমন বাজার, লেভেল -১৩, ঢাকা ১২১৫ https://studyincanada.com.bd/
স্কোশিয়া কন্সাল্ট্যান্টস হাউস নং-৪০, কনকর্ড রয়েল কোর্ট, ৪র্থ ফ্লোর, রোড নং-১৬ নতুন, ২৭ পুরাতন, ধানমন্ডি র/এ, ঢাকা ১২০৯ http://www.scotiaconsultants.com

কানাডা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন

কানাডা দূতাবাস ঢাকা
বিষয় তথ্য
নাম High Commission of Canada in Bangladesh
ঠিকানা United Nations Road, Baridhara, Dhaka, 1212 Bangladesh
মোবাইল/টেলিফোন 02-55668444
ইমেইল dhakag@international.gc.ca
ওয়েবসাইট লিংক ওয়েবসাইট

কানাডা ভিসা সম্পর্কিত আরও আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
কানাডা যাওয়ার যোগ্যতা
কানাডা ভিসা ক্যাটাগরি
কানাডা শ্রমিক ভিসা
কানাডা কৃষি ভিসা
কানাডা জব ভিসা

6 thoughts on “সরকারিভাবে কানাডা যাওয়ার উপায় ২০২৪ [Full Guide]”

  1. কানাডা সম্পর্কিত সকল পোস্ট পড়ার অনুরোধ রইল। তাহলে কমপ্লিট গাইডলাইন পেয়ে যাবেন।

    Reply
  2. বাংলাদেশ থেকে কানাডা ওয়ার্ক পারমিটের জন্য বৈধ্য ই ভিসা দেয়

    Reply
    • জ্বি। বিস্তারিত আপডেট তথ্য জানতে বিশ্বস্ত এজেন্সির সহযোগিতা নিন।

      Reply

Leave a Comment