রোমানিয়া ইউরোপের অন্যতম একটি দেশ। বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকদের গন্তব্য থাকে এই দেশটি। কারণ এই দেশে যাওয়া তুলনামূলক অনেক সহজ এবং কম খরচে যাওয়া যায়। রোমানিয়া ভিসা পেতে জটিলতা কম পোহাতে হয়। তাই বিভিন্ন দেশ থেকে প্রতি বছর অসংখ্য মানুষ কাজের উদ্দেশ্যে এই দেশে পাড়ি জমায়। যারা ইউরোপের এই দেশে যেতে চান তাদের অবশ্যই রোমানিয়া যেতে কত টাকা লাগে সেটা জেনে নিতে হবে। এজন্য আপনাকে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে পড়তে হবে নতুবা অনেক গুরুত্বপূর্ণ তথ্য নাও জানতে পারেন।
রোমানিয়া ভিসার দাম কত তা যদি জানা থাকে তবে এজেন্সি আপনার কাছ থেকে বেশি টাকা নিতে পারবে না। অনেকে সরকারিভাবে এই দেশে যেতে ব্যর্থ হয়। যার কারণে তারা বাংলাদেশের বিভিন্ন এজেন্সির নিকট শরণাপন্ন হয়। এই এজেন্সিগুলো মানুষের সরলতার সুযোগ নিয়ে অনেক সময় বেশি টাকা হাতিয়ে নেয়। তাই আপনার জেনে রাখা উচিত রোমানিয়া যেতে কত টাকা লাগে।
আর যারা কাজের উদ্দেশ্যে ইউরোপের এই দেশে যেতে চান তাদের অবশ্যই রোমানিয়া বেতন কত তা জেনে রাখতে হবে। কারণ এজেন্সিগুলো অনেক সময় অনেক বেশি বেতনের লোভ দেখিয়ে থাকে। এই লোভের কারণে অনেকে বেশি টাকা দিয়ে ভিসা কিনে থাকে। রোমানিয়া ইউরোপের দেশ এটা সত্য। তেমনি সত্য হলো এই দেশের জীবন মান অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভালো।
রোমানিয়া আপনি কেন যাবেন
রোমানিয়া ইউরোপের দেশ হওয়া সত্ত্বেও এটি ইউরোপের তৃতীয় দরিদ্রতম দেশ। এই দেশে বেশিরভাগ মানুষ যায় ইউরোপের উন্নত অন্যান্য দেশে পাড়ি জমানোর উদ্দেশ্য। এই দেশ থেকে বেশিরভাগ মানুষ বৈধ এবং অবৈধ পন্থায় ইউরোপের অন্যান্য উন্নত দেশে যায়। কারণ এই দেশে কাজের বেতন তুলনামূলক অনেক কম ইউরোপের অন্যান্য দেশের তুলনায়। তবে একটি খুশির সংবাদ হলো রোমানিয়া বর্তমানে ইউরোপের সেনজেনভুক্ত দেশের অন্তর্ভুক্ত হয়েছে। যারা এই দেশ থেকে অন্য দেশে যেতে চান তাদেরকে অবশ্যই রোমানিয়া থেকে কোন কোন দেশে যাওয়া যায় জেনে নিতে হবে।
যদিও অনেকে বলছে রোমানিয়া আংশিক সেনজেনভুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এই আংশিক স্বীকৃতি পাওয়ার কারণে এই দেশের নাগরিকরা এখন থেকে কোন রকম ভিসা ছাড়া বৈধভাবে ইউরোপের সেনজেনভুক্ত অন্যান্য দেশে বিমান এবং জাহাজের মাধ্যমে ভ্রমণ করতে পারবে। তবে তারা অবাধে বাণিজ্যের সুবিধা পাবে না। যারা কাজের উদ্দেশ্যে যাবেন তারা যদি রোমানিয়ায় পাঁচ বছর বৈধভাবে ওয়ার্ক পারমিট নিয়ে থাকতে পারেন তাহলে পরবর্তী সময়ে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। আরও জেনে নিন সেনজনভুক্ত দেশের সুবিধা কি।
দেশ হিসেবে বসবাসের জন্য রোমানিয়া একেবারে খারাপ নয়। এশিয়া এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য সকল দেশ থেকে ভালো সুযোগ-সুবিধা পাবেন। যারা রোমানিয়ায় যেতে চান তাদের উদ্দেশ্যেই এই আর্টিকেলটি লেখা হয়েছে। এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে আপনি জানতে পারবেন রোমানিয়া ভিসার দাম কত। রোমানিয়ার বিভিন্ন প্রকার ভিসার দাম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
রোমানিয়া যেতে কত টাকা লাগে
রোমানিয়া যেতে কত টাকা লাগবে সেটা নির্ভর করে দিয়ে আপনার ভিসা ক্যাটাগরি এবং ভিসার মেয়াদের উপর। একেক জন একেক উদ্দেশ্য নিয়ে রোমানিয়া যেতে চায়। উদ্দেশ্য অনুযায়ী বিভিন্ন প্রকারের ভিসা ক্যাটাগরি হয়ে থাকে। পড়াশোনার উদ্দেশ্যে গেলে স্টুডেন্ট ভিসা নিতে হবে। চিকিৎসার জন্য গেলে মেডিকেল ভিসা নিতে হবে। কাজ করার উদ্দেশ্যে গেলে ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে। রোমানিয়ার সৌন্দর্য ঘুরে দেখতে চাইলে অবশ্যই আপনাকে টুরিস্ট ভিসা নিতে হবে। এছাড়া চিকিৎসার জন্য গেলে মেডিকেল ভিসা লাগে।
এছাড়া আরো বিভিন্ন উদ্দেশ্যে বিভিন্ন ধরনের ভিসা প্রোগ্রাম রোমানিয়া সরকার অফার করে থাকে। রোমানিয়া ভিসার দামের ভিতরে সকল ধরনের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ: মেডিকেল খরচ, পাসপোর্ট খরচ, পুলিশ ভেরিফিকেশন খরচ, ভিসা আবেদন ফি, বিমানের টিকিট খরচ, এজেন্সি খরচ, ভাষা শেখার খরচ, স্ক্রিল শেখার খরচ ইত্যাদি। এই আর্টিকেল পড়ে আপনি আনুমানিক ধারণা পাবেন কোন ধরনের ভিসা নিয়ে যেতে আপনার কত খরচ পড়তে পারে।
ক্রমিক নম্বর | ভিসা ক্যাটাগরি | আনুমানিক ভিসা খরচ (টাকা) |
---|---|---|
১ | স্টুডেন্ট ভিসা | ৪-৫ লক্ষ |
২ | ড্রাইভিং ভিসা | ৭-৮ লক্ষ |
৩ | ওয়ার্ক পারমিট ভিসা | ৮-১০ লক্ষ |
৪ | গার্মেন্টস ভিসা | ৬-৭ লক্ষ |
৫ | কোম্পানি ভিসা | ১১-১৩ লক্ষ |
৬ | জব ভিসা | ১০-১২ লক্ষ |
৭ | কৃষি ভিসা | ৬-৭ লক্ষ |
৮ | টুরিস্ট ভিসা | ৫-৬ লক্ষ |
৯ | সিজনাল ভিসা | ৬-৭ লক্ষ |
আমরা ক্যাটাগরি অনুযায়ী টেবিলে আনুমানিক মোট ভিসা খরচ তুলে ধরেছি। যারা সরকারিভাবে যাবেন তাদের খরচ তুলনামূলক অনেক কম পড়বে। এক্ষেত্রে বেশিরভাগ খরচ রোমানিয়ার কোম্পানি দিয়ে থাকে। অন্যদিকে, যারা বেসরকারিভাবে বিভিন্ন এজেন্সি সহায়তায় যাবেন তাদের খরচ অনেক বেশি পড়বে। যারা কম খরচে যেতে চান তাদেরকে অবশ্যই সরকারিভাবে রোমানিয়া যাওয়ার উপায় জেনে নিতে হবে। নাম মাত্র খরচে তাহলে আপনি যেতে পারবেন।