কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং সর্বনিম্ন বেতন কত [সর্বশেষ আপডেট]

কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং কানাডায় সর্বনিম্ন বেতন কত জানতে চাইলে এই আর্টিকেলটি শুরু থেকে শেষ পর্যন্ত পড়তে হবে।যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডা যেতে ইচ্ছুক তাদের মধ্যে এই দুটি প্রশ্ন সবচেয়ে বেশি দেখা যায়। কানাডিয়ান সরকার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে লক্ষ লক্ষ কর্মী নিয়োগ দিয়ে থাকে।

অর্থনৈতিকভাবে কানাডা অনেক বেশি শক্তিশালী একটি দেশ। এদেশের সরকার কানাডার প্রদেশ ও অঞ্চলভেদে কর্মীদের ঘন্টা চুক্তি বেতন নির্ধারণ করে দিয়ে থাকে।

ফলে এদেশে বসবাসরত মানুষ খুব সহজে জীবন যাপন করতে পারে। কারণ সর্বনিম্ন নির্ধারিত বেতনের নিচে কেউ মজুরি প্রদান করতে পারবে না। উল্লেখ্য, প্রদেশ ও অঞ্চল ভেদে সর্বনিম্ন বেতন বা মজুরির তারতম্য রয়েছে। এদেশে প্রদেশ রয়েছে ১০টি এবং অঞ্চল রয়েছে ৩টি।

প্রথমে জানাবো, কানাডায় কোন কাজের চাহিদা সবচেয়ে বেশি। তারপর জানবো, কানাডায় সর্বনিম্ন বেতন কত? কানাডায় সব ধরনের কাজ পাওয়া যায়। এর মধ্যে কিছু কাজের চাহিদা অনেক বেশি।

যারা দক্ষ তারা এদেশে অনেক বেশি ডলার ইনকাম করতে পারবে। কারণ এই উন্নত দেশে কাজ করলে ভালো বেতন পাওয়া যায়। এদেশে যেতে চাইলে অবশ্যই কানাডা ভিসা ক্যাটাগরি এবং কানাডা যাওয়ার যোগ্যতা সম্পর্কে ভালোভাবে জানতে হবে।

কানাডায় কোন কাজের চাহিদা বেশি?

কানাডায় অনেক ধরনের কাজ রয়েছে। চাহিদার ভিত্তিতে কিছু কাজের তালিকা নিচে তুলে ধরা হলো:

  • রেজিস্টার্ড নার্স
  • ট্রাক ড্রাইভার
  • ইলেকট্রিশিয়ান
  • ওয়েল্ডার
  • ছুতার
  • ডেলিভারি বয়
  • মেকানিক্যাল টেকনিশিয়ান
  • সফটওয়্যার ডেভেলপার
  • প্লাম্বার
  • ফুড সার্ভিস ওয়ার্কার
  • প্রকল্প ব্যবস্থাপক
  • বিক্রয় প্রতিনিধি
  • ফার্মাসিস্ট
  • হিসাবরক্ষক
  • মার্কেটিং বিশেষজ্ঞ
  • আর্থিক বিশ্লেষক
  • প্রশাসনিক সহকারী
  • শেফ এবং কুক
  • শিক্ষক (বিশেষ করে কিছু প্রদেশ এবং বিষয় এলাকায়)
  • গ্রাহক সেবা প্রতিনিধি
  • নির্মাণ ব্যবস্থাপক
  • ফিজিওথেরাপিস্ট
  • হিউম্যান রিসোর্স ম্যানেজার
  • তথ্য সিস্টেম বিশ্লেষক

উল্লেখ্য, সময়ের সাথে সাথে কাজের চাহিদা কম বেশি হতে পারে। উপরে উল্লেখিত কাজের মধ্যে প্রবাসীদের জন্য সবচেয়ে ভালো হবে শ্রমভিত্তিক কাজ। তবে কারো শিক্ষাগত যোগ্যতা থাকলে যে কোন কাজ করতে পারবেন। কানাডায় যেতে চাইলে অবশ্যই কানাডা ভিসা পাওয়ার উপায় সম্পর্কে জানুন।

কানাডায় সর্বনিম্ন বেতন কত?

কানাডিয়ান নাগরিকদের বেতন সাধারণত ঘন্টা চুক্তিতে প্রদান করা হয়। প্রদেশ ও অঞ্চলভেদে ঘন্টা প্রতি বেতন কম বেশি হয়ে থাকে।

নিম্নে কানাডার প্রদেশ ও অঞ্চল অনুযায়ী কানাডায় সর্বনিম্ন বেতন কত (কানাডিয়ান ডলার/প্রতি ঘন্টা) তালিকা আকারে দেওয়া হয়:

প্রদেশ/অঞ্চল সর্বনিম্ন বেতন (প্রতি ঘন্টা) আনুমানিক গড় বেতন (প্রতি ঘন্টা)
নুনাভাট 16.00$ 34.35$
য়ুকন 16.77$ 33.12$
উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য 15.20$ 31.87$
ব্রিটিশ কলাম্বিয়া 16.75$ 31.22$
অন্টারিও 16.55$ 30.17$
আলবার্তা 15.00$ 29.56$
কুইবেক 15.25$ 28.08$
নিউ ব্রুনসউইক 13.75$ 26.44$
প্রিন্স এডওয়ার্ড দ্বীপ 13.70$ 25.83$
নোভা স্কশিয়া 13.35$ 25.22$
নিউফাউন্ডল্যান্ড এন্ড ল্যাব্রাডার 13.20$ 24.61$
মেনিটোবা 12.75$ 23.99$
সাচকাচুয়ান 14.00$ 23.38$

কানাডায় মাসিক বেতন কত?

কানাডায় চাকরিজীবীদের প্রতি ঘন্টা চুক্তিতে বেতন করা হয়। পেশা এবং স্থান অনুসারে বেতনের কম বেশি হতে পারে। সর্বনিম্ন বেতন পাওয়া যায় মেনিটোবা প্রদেশে প্রতি ঘন্টায় ১২.৭৫$ এবং সর্বোচ্চ বেতন পাওয়া যায় য়ুকন অঞ্চলে প্রতি ঘন্টায় ১৬.৭৭$।

এদেশের বসবাসরত নাগরিকরা প্রতি মাসে ১৬০ ঘণ্টার বেশি কাজ করতে পারে না। দিনে সর্বোচ্চ ৮ ঘন্টার বেশি কাজ করতে পারবেন না। বর্তমানে ১ কানাডিয়ান ডলার সমান ৮১.৮৩ টাকা।

সে হিসেবে একজন কানাডিয়ান নাগরিক প্রতি মাসে সর্বনিম্ন আয় করতে পারবে আনুমানিক প্রায় ১,০৪,০০০ টাকা এবং সর্বোচ্চ আয় করতে পারবে আনুমানিক প্রায় ৪,৫০,০০০ টাকা। কানাডায় কোন কাজের চাহিদা বেশি জানতে পারলে প্রবাসীরা সহজেই কাজ খুঁজে পাবে।

কানাডার বিভিন্ন পেশা অনুযায়ী আনুমানিক মাসিক বেতনের তালিকা নিচে দেওয়া হলো:

Job Title Estimated Monthly Salary ($ CAD)
Software Engineer 8,000 – 12,000
Registered Nurse 6,500 – 9,000
Marketing Manager 7,000 – 10,000
Truck Driver 5,500 – 8,000
Accountant 6,000 – 9,500
Plumber 5,000 – 7,500
Teacher 6,000 – 8,500
Web Developer 5,500 – 9,000
Graphic Designer 4,500 – 7,000
Electrician 5,000 – 8,000
Police Officer 6,500 – 8,500
Restaurant Manager 4,000 – 6,000
Customer Service Representative 3,500 – 5,000
Construction Worker 4,500 – 6,500
Hairdresser 3,000 – 5,000
Software Tester 5,000 – 7,500
Data Analyst 6,000 – 9,000
Retail Salesperson 3,000 – 4,500
Cleaner 3,000 – 3,500

কানাডা ভিসা সম্পর্কিত আরও আর্টিকেল পড়ুন

ক্রমিক নম্বর আর্টিকেল লিংক
কানাডা ভিসা পাওয়ার সহজ উপায়
কানাডা যাওয়ার যোগ্যতা
কানাডা ভিসা ক্যাটাগরি
কানাডা শ্রমিক ভিসা
কানাডা কৃষি ভিসা
কানাডা জব ভিসা

6 thoughts on “কানাডায় কোন কাজের চাহিদা বেশি এবং সর্বনিম্ন বেতন কত [সর্বশেষ আপডেট]”

  1. I WANT TO DO RESTAURANT SERVER / CLEANER WORK PERMIT JOB OFFER LETTER. PLEASE HELP 01915353950 WHAT’S APP / MESSENGER. THANK YOU.

    Reply

Leave a Comment