আধুনিক প্রযুক্তির অগ্রগতি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রকে সহজ করে তুলেছে। কাতার ভিসা চেক এর বাইরে নয়। আগেকার দিনে ভিসা আবেদন ও চেক করতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো। কাগজপত্রের জঞ্জাল মোকাবেলা করতে হতো এবং বারবার অফিসে যেতে হতো। কিন্তু, বর্তমানে অনলাইন ভিসা ব্যবস্থা চালুর মাধ্যমে কাতার ভিসা চেক প্রক্রিয়া অনেক সহজ ও সুবিধাজনক হয়ে উঠেছে। এখন ঘরে বসেই কয়েক ক্লিকের মাধ্যমে ভিসার স্ট্যাটাস চেক করা যায়।
এটি কেবল সময় বাঁচায় না, বরং ভুয়া ভিসা চিহ্নিত করতে সাহায্য করে। ফলে প্রতারণার শিকার হওয়ার ঝুঁকি কমায়। এছাড়া অনিশ্চয়তার অবসান ঘটিয়ে মানসিক প্রশান্তি এনে দেয়। এখন ঘরে বসেই যেকোনো সময় আপনার মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে পাসপোর্ট নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করতে পারবেন। এজন্য অবশ্যই আপনাকে কাতার ভিসা চেক অনলাইন সম্পর্কে বিস্তারিত জানতে হবে।
কাতার ভিসা চেক করার নিয়ম
অনলাইনে পাসপোর্ট নাম্বার এবং ভিসা নাম্বার দিয়ে কাতার ভিসা চেক করা যায়। কেউ ভিসা যদি এখনও পর্যন্ত হাতে না পেয়ে থাকেন তবে পাসপোর্ট নম্বর দিয়েও ভিসার স্ট্যাটাস চেক করতে পারবেন। এজন্য একটি স্মার্টফোন এবং ইন্টারনেট সংযোগের প্রয়োজন হবে। এরপর আপনাকে নিম্নে উল্লেখিত ধাপগুলো অনুসরণ করতে হবে কাতার ভিসা অনলাইন চেক করার জন্য:
- প্রথমে আপনাকে কাতার সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনি সরাসরি চাইলে এই লিঙ্কে ক্লিক করে ভিজিট করতে পারবেন। অথবা ক্রোম ব্রাউজারে গিয়ে গুগলে সার্চ করতে পারেন “Moi Visa Inquiry” লিখে। প্রথমে যে ওয়েবসাইটটি আপনার সামনে হাজির হবে সেটিতে প্রবেশ করতে হবে।
- উক্ত ওয়েবসাইটটিতে ভিজিট করার পর “Visa Inquiry & Printing” নামক একটি পেজ আপনার সামনে চলে আসবে।
- এবার আপনি চাইলে আপনার পাসপোর্ট কিংবা ভিসা নাম্বার দিয়ে কাতারের ভিসা চেক করতে পারেন। আপনি যেটি দিয়ে চেক করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে।
- ‘Nationality‘ বক্সে আপনাকে আপনার দেশের নাম বসাতে হবে। বাংলাদেশের নাগরিক হলে অবশ্যই বাংলাদেশী সিলেক্ট করুন।
- এরপর আপনাকে একটি ক্যাপচা সমাধান করতে হবে। ক্যাপচাটিতে যা লেখা থাকবে সেটি আপনাকে বক্সে বসাতে হবে। সাধারণত ইংরেজি সংখ্যা থাকে।
- পাসপোর্ট কিংবা ভিসা নাম্বার এবং ক্যাপচাটি সঠিকভাবে বসানোর পর আপনাকে সর্বশেষ সাবমিট অপশনে ক্লিক করতে হবে। তাহলে কাতার ভিসার স্ট্যাটাস আপনার সামনে চলে আসবে।
আরও পড়ুন: কাতার বেতন কত
কিভাবে নিশ্চিত হবেন ভিসা আসল নাকি নকল?
ভিসা চেকিং করার পর যদি আপনার ডিটেলস চলে আসে তাহলে বুঝবেন ভিসাটি আসল। কাতার ভিসা অনলাইন চেকিং করার পর ভিসা নাম্বার, ভিসার মেয়াদ এবং ভিসার স্ট্যাটাস দেখতে পারবেন। এসব তথ্য যদি আসে তাহলে বুঝবেন আপনার ভিসাটি আসল।
যদি সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার কোন ধরনের তথ্য না আসে তাহলে বুঝে নিতে হবে আপনার ভিসাটি ভুয়া। এভাবে আপনারা চাইলে অনলাইনে খুব সহজে কাতার ভিসা চেক করতে পারবেন। তারপরেও বুঝতে না পারলে কমেন্ট করে জানাতে ভুলবেন না।
আরও পড়ুন: কাতার মেডিকেল রিপোর্ট চেক